Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down_________ the poor.
A
at
B
for
C
towards
D
upon
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
- Complete sentenec: The rich should not look down upon the poor.
• Look down on/upon
English Meaning: to feel that someone is less important than them or does not deserve respect: to think that you are better than someone:
Bangla Meaning: নিজের থেকে অন্যদের ছোট ভাবা।
Example sentence:
- She thinks they look down on her because she doesn't have a job.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 week ago
As the sun ______, I decided to go out.
Created: 1 day ago
A
has shone
B
shine
C
shines
D
was shining
অতীতে যখন একটি কাজ চলছিলো, তখন যদি অন্য কোনো কাজ ঘটে, তাহলে চলমান কাজটি past continuous tense এ হবে।
-
যদি মূল বাক্যটি past tense হয়, তবে তার সঙ্গে যুক্ত বাক্যও past tense হবে।
এজন্য, শূন্যস্থানে "was shining" ব্যবহার করা উচিত।
-
পুরো বাক্য হবে: "As the sun was shining, I decided to go out."

0
Updated: 1 day ago
He divided the money ___ the two children.
Created: 1 day ago
A
Over
B
In between
C
Among
D
Between
• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between ব্যবহার হয়।
- যেমন: The decision was made to distribute the tasks evenly between the two teams.
• দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।
- যেমন: The cookies were shared among the children at the party.
• যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে টাকা ভাগ করে দেয়া বুঝিয়েছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - between.
- Complete Sentence: He divided the money between the two children.
- Bangla Meaning: তিনি দুইজন শিশুর মাঝে টাকা ভাগ করে দিয়েছিলেন।

0
Updated: 1 day ago
Water boils ___ you heat it to 100° centigrade.
Created: 2 weeks ago
A
unless
B
until
C
if
D
although
উপরের বাক্যটি একটি Zero Conditional sentence-এর উদাহরণ, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করে।
Zero Conditional structure:
If + Present Simple, Present Simple — এই গঠন ব্যবহার করে এমন ঘটনা বোঝানো হয় যা সবসময় সত্য, যেমন প্রাকৃতিক নিয়ম বা বৈজ্ঞানিক বাস্তবতা।
• এখানে 'if clause' এবং 'main clause'—উভয় অংশেই present simple tense ব্যবহৃত হয়েছে, যার মাধ্যমে একটি বৈজ্ঞানিক সত্য প্রকাশ পেয়েছে।
Structure (রূপরেখা):
If + Present Simple, Present Simple
(এটি সার্বজনীন সত্য, বৈজ্ঞানিক নিয়ম বা স্বভাবগত আচরণ বোঝাতে ব্যবহৃত হয়।)
Example sentence (উদাহরণ):
Water boils if you heat it to 100° centigrade.
(যদি আপনি পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করেন, তবে তা ফুটে ওঠে।)

0
Updated: 2 weeks ago