Every driver must be held _________ his own actions.
A
responsible for
B
responsible to
C
liable to
D
blamed for
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে - responsible for।
-
পূর্ণ বাক্য: Every driver must be held responsible for his own actions.
-
বাংলা অনুবাদ: প্রত্যেক চালককে তার নিজের কাজের জন্য দায়ী করা উচিত।
• Responsible for:
-
বাংলা অর্থ: কোনো কাজ বা ঘটনার জন্য দায়বদ্ধ।
-
সাধারণত “responsible” শব্দটির পর for বসে, যখন কাউকে কোনো নির্দিষ্ট কাজ, ঘটনা বা ফলাফলের জন্য দায়ী করা হয়।
-
অধিকাংশ ক্ষেত্রে responsible for ব্যবহার করা হয় বিশেষ কোনো কারণ বা কার্যকলাপের দায়ভার বোঝাতে।
অন্যদিকে,
Responsible to শব্দটি ব্যবহৃত হয় কাউকে নির্দেশ বা কর্তৃত্বের অধীনে দায়বদ্ধতা বোঝাতে।
-
Responsible to এর বাংলা অর্থ: কোনো ব্যক্তির প্রতি দায়বদ্ধ বা জবাবদিহিতার অধীনে থাকা।
তথ্যসূত্র: Merriam-Webster Dictionary
0
Updated: 3 months ago
He parted ______ his friends in tears.
Created: 3 months ago
A
with
B
from
C
against
D
beside
Part from
- English meaning: “to leave someone”/ “to separate from someone
- Bangla Meaning: আলাদা হওয়া।
• Part যদি আলাদা হওয়া অর্থে ব্যবহৃত হয় তবে এরপর সাধারণত preposition from বসে।
Complete Sentence: He parted from his friends in tears.
0
Updated: 3 months ago
I don't think you will have any difficulty ___ a driving license.
Created: 3 months ago
A
to get
B
in getting
C
for getting
D
get
সঠিক উত্তর: in getting
পূর্ণ বাক্য: I do not think you will have any difficulty in getting a driving license.
Difficulty (noun)
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করা বা বোঝা সহজ নয় এমন অবস্থা
-
বাংলা অর্থ: জটিলতা, বাধা, কষ্টকরতা, সমস্যা, মুশকি
ব্যাখ্যা:
"Difficulty" শব্দটি সাধারণত এমন কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয় যা করা কঠিন বা জটিল। যখন কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে সমস্যার কথা বোঝাতে হয়, তখন "difficulty in" গঠনটি ব্যবহৃত হয়।
এবং নিয়ম অনুযায়ী "difficulty in" এর পরে verb-এর present participle form (verb + ing) বসে।
উদাহরণ:
-
difficulty in breathing
-
difficulty in learning
-
Do you have any difficulty in understanding spoken English?
-
He completed the task without any difficulty.
তথ্যসূত্র:বাংলা একাডেমি প্রণীত অ্যাক্সেসিবল ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি.
0
Updated: 3 months ago
The path _____ paved, so we were able to walk through the path.
Created: 3 months ago
A
was
B
had been
C
has been
D
being
• Complete sentence: The path had been paved, so we were able to walk through the path.
- Bangla meaning: পথটি বাঁধানো ছিল, তাই আমরা সহজেই পথে হাঁটতে পেরেছি।
• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
- অর্থাৎ, পাকা করার কাজটি আগে হয়েছিল (The path had been paved).
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।
0
Updated: 3 months ago