ইউরিয়া সারের কাঁচামাল কী?
A
প্রাকৃতিক গ্যাস
B
চুনাপাথর
C
মিথেন গ্যাস
D
ইলমেনাইট
উত্তরের বিবরণ
প্রাকৃতিক গ্যাস মূলত মিথেন দিয়ে গঠিত হলেও, এতে অন্যান্য উপাদান যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন, এবং কার্বন ডাইঅক্সাইড ও উপস্থিত থাকে।
ইউরিয়া উৎপাদনের ক্ষেত্রে এই প্রাকৃতিক গ্যাসকে প্রধান কাঁচামাল (Raw Material) হিসেবে ব্যবহার করা হয়।
-
বাংলাদেশে ৭টি ইউরিয়া সার কারখানায় উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়।
-
ইউরিয়া উৎপাদনে প্রধান কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড, উভয়ই প্রাকৃতিক গ্যাসের উপাদান।
-
মিথেন ছাড়া অন্যান্য উপাদানও ইউরিয়া সার তৈরিতে ব্যবহৃত হয়, তাই কাঁচামাল হিসেবে ‘প্রাকৃতিক গ্যাস’ সবচেয়ে সঠিক উত্তর।
-
যদি অপশনে প্রাকৃতিক গ্যাস না থাকে, তখন মিথেন উত্তর হিসেবে নেওয়া যায়।

0
Updated: 9 hours ago
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে-
Created: 1 month ago
A
চীন
B
ভারত
C
যুক্তরাজ্য
D
থাইল্যান্ড
বাংলাদেশের আমদানি পরিসংখ্যান অনুযায়ী, চীন থেকে সর্বাধিক পণ্য আমদানি করা হয়। অর্থাৎ, বাংলাদেশ চীনের পণ্য সবচেয়ে বেশি কিনছে।
২০২৩-২৪ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) পর্যন্ত দেশভিত্তিক আমদানি (মিলিয়ন ডলার):
-
চীন: ১২,৫৫৩ (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ (৪.৫১%)
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
-
টাকার পরিমাণে সবচেয়ে বেশি আমদানি হয় চীন থেকে, এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
-
আমদানিতে ট্যারিফের ছয়টি ধাপ আছে; সর্বোচ্চ শুল্কহার ২৫%।
-
EU-ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা দেয়।
তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো, অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪

0
Updated: 1 month ago
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
Created: 2 weeks ago
A
হিন্দুধর্ম
B
বৌদ্ধধর্ম
C
খ্রিষ্টধর্ম
D
ইহুদীধর্ম
'নির্বাণ' ধারণাটি মূলত বৌদ্ধধর্মের সাথে সংযুক্ত। বৌদ্ধদের দৃষ্টিকোণ অনুযায়ী মানুষের পরম মুক্তি বা সর্বোচ্চ অর্জনকে নির্বাণ বলা হয়।
এটি সেই অবস্থা যেখানে ব্যক্তি ভববন্ধন ও অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করে, যা বৌদ্ধ ধর্মে পরম প্রাপ্তি হিসেবে গণ্য। বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ ৮০ বছর বয়সে নির্বাণ লাভ করেন।
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী নির্বাণ শব্দের অর্থ:
-
মোক্ষ
-
মুক্তি
-
ভববন্ধন থেকে পরিত্রাণ লাভ
-
জীবন্মুক্তি
-
অজ্ঞানতা থেকে মুক্তিলাভ

0
Updated: 2 weeks ago
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
Created: 1 month ago
A
ফার্নেস অয়েল
B
কয়লা
C
প্রাকৃতিক গ্যাস
D
ডিজেল
বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদনের অবস্থা
বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রাকৃতিক গ্যাস। ডিসেম্বর ২০২৩ পর্যন্ত উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৯.০৭% গ্যাস ভিত্তিক, এবং ফার্নেস অয়েল ভিত্তিক উৎপাদন ২৬.৯৫%।
২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৬,৮৪৪ মেগাওয়াট।
বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহারের ভাগ হলো:
-
গ্যাস: ৪৯.০৭%
-
ফার্নেস অয়েল: ২৬.৯৫%
-
কয়লা: ১১.৪৬%
-
ডিজেল: ৫.৪৯%
-
বিদ্যুৎ আমদানি: ৪.৯৪%
-
নবায়নযোগ্য জ্বালানি: ২.০৮%
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪

0
Updated: 1 month ago