Fill in the gap with the suitable word: To stay healthy, we must plan to have a balanced_____.
A
diet
B
food
C
drink
D
environment
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণের সঠিক শব্দটি হচ্ছে diet।
-
সম্পূর্ণ বাক্য: To stay healthy, we must plan to have a balanced diet.
অর্থাৎ, সুস্থ থাকতে হলে আমাদের একটি সুষম খাদ্য গ্রহণের পরিকল্পনা করা উচিত।
• Diet শব্দটির অর্থ হলো নিজেকে বা কাউকে একটি নির্দিষ্ট খাদ্য তালিকার মধ্যে সীমাবদ্ধ রাখা।
-
শরীরের সুস্থতা বজায় রাখার জন্য সুষম আহারের প্রয়োজনীয়তা অপরিহার্য।
• অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দগুলোর অর্থ হলো –
খ) Food: ভক্ষণযোগ্য বস্তু; যা আমরা খাই যেমন—খাবার, আহার, অন্ন ইত্যাদি।
গ) Drink: পান করার যোগ্য তরল পদার্থ; পানীয়।
ঘ) Environment: আমাদের চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিস্থিতি, অর্থাৎ পরিবেশ বা চতুষ্পার্শ্ব।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।

0
Updated: 1 month ago
Complete the following sentence: 'Had I known you were waiting outside, I___________.
Created: 1 week ago
A
had invited you to come in
B
would invite you to come in
C
would be inviting you to come in
D
would have invited you to come in
সঠিক উত্তর: would have invited you to come in
কেন ?
এটি 3rd Conditional Sentence এর নিয়মে গঠিত।
3rd Conditional এর গঠন:
-
If/ Had + Subject + Verb (Past Participle)
-
এরপর আসে Subject + would/could/might + have + Verb (Past Participle) + Extension
অর্থাৎ—
Had + Subject + V3 থাকলে, অপর অংশে Subject + would/could/might + have + V3 ব্যবহৃত হয়।
উদাহরণ হিসেবে প্রদত্ত বাক্য
-
Had I known you were waiting outside, I would have invited you to come in.
প্রথম অংশে আছে: Had I known (Past Participle of know)
তাই পরের অংশ হবে: would have invited (Past Participle of invite)
বাংলা অর্থ:
“আমি যদি জানতাম যে আপনি বাইরে অপেক্ষা করছেন, তাহলে আমি আপনাকে ভেতরে আসতে আমন্ত্রণ জানাতাম।”
উৎসঃ English Grammar in Use – Raymond Murphy

0
Updated: 1 week ago
'I ___ remember the holiday I spent in your home', she said.
Created: 1 month ago
A
ever
B
hardly
C
usually
D
always
শূন্যস্থানটিতে সর্বদা সঠিক উত্তর হবে - always।
-
পূর্ণ বাক্য:
"I always remember the holiday I spent in your home." -
এই বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে যে বক্তার মনে শ্রোতার বাড়িতে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি সবসময় জীবন্ত, ইতিবাচক এবং দৃঢ়ভাবে বজায় থাকে।
এখানে "always" শব্দটি সময়ের দীর্ঘায়িত ধারাবাহিকতা এবং স্মৃতির অবিচ্ছিন্নতাকে প্রকাশ করে। -
অন্য বিকল্পগুলো হলো -
ক) ever – কখনো; আদৌ; যদি কখনো।
খ) hardly – দৃষ্টান্তমূলকভাবে কম; প্রায় না; বড় ধরনের নয়।
গ) usually – সাধারণত; প্রায়শই; সচরাচর।
সূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
Rishan walks as if he ____ lame.
Created: 1 month ago
A
is
B
had been
C
has
D
were
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 1 month ago