A
diet
B
food
C
drink
D
environment
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণের সঠিক শব্দটি হচ্ছে diet।
-
সম্পূর্ণ বাক্য: To stay healthy, we must plan to have a balanced diet.
অর্থাৎ, সুস্থ থাকতে হলে আমাদের একটি সুষম খাদ্য গ্রহণের পরিকল্পনা করা উচিত।
• Diet শব্দটির অর্থ হলো নিজেকে বা কাউকে একটি নির্দিষ্ট খাদ্য তালিকার মধ্যে সীমাবদ্ধ রাখা।
-
শরীরের সুস্থতা বজায় রাখার জন্য সুষম আহারের প্রয়োজনীয়তা অপরিহার্য।
• অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দগুলোর অর্থ হলো –
খ) Food: ভক্ষণযোগ্য বস্তু; যা আমরা খাই যেমন—খাবার, আহার, অন্ন ইত্যাদি।
গ) Drink: পান করার যোগ্য তরল পদার্থ; পানীয়।
ঘ) Environment: আমাদের চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিস্থিতি, অর্থাৎ পরিবেশ বা চতুষ্পার্শ্ব।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।

0
Updated: 1 week ago
There are ____ dangerous drivers.
Created: 2 weeks ago
A
a very lot of
B
very many of
C
very much of
D
a lot of
"Some" ও "a lot of" উভয়ই countable এবং uncountable noun-এর আগে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Some coffee, some books
-
A lot of dust, a lot of books
"Lots of" সাধারণত countable plural nouns এর সঙ্গে ব্যবহৃত হয়।
যেমন: Lots of books
সঠিক quantifier structure:
a lot of / lots of — এই দুটি ফর্মই ঠিক।
উদাহরণ বাক্য:
✅ There are a lot of dangerous drivers.

0
Updated: 2 weeks ago
Stockings are _____ socks.
Created: 1 week ago
A
long
B
small
C
big
D
short
• Stockings are long socks.
• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।
• Long - লম্বা; দীর্ঘ।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 1 week ago
New programs will be ____ next week in Bangladesh Television.
Created: 6 days ago
A
telecast
B
published
C
telecasted
D
broadecasted
সঠিক উত্তর: telecast
"Telecast" মানে হচ্ছে টেলিভিশনে কোনো অনুষ্ঠান প্রচার করা। এটি একটি verb (ক্রিয়া) এবং passive voice-এ বলা যায় "will be telecast", যেমন:
"New programs will be telecast next week."
অন্যান্য অপশনগুলো ভুল কেন:
-
Published: এটি মূলত বই, সংবাদপত্র বা ম্যাগাজিনের মতো ছাপা জিনিসের জন্য ব্যবহার হয়। টেলিভিশন অনুষ্ঠানের জন্য নয়।
-
Telecasted: এটি "telecast" শব্দের ভুল রূপ। "Telecast" নিজেই verb, এবং এর past form বা past participle "telecast"-ই থাকে।
-
Broadecasted: এটি "broadcast" শব্দের ভুল বানান। সঠিক বানান হচ্ছে "broadcast"। এই শব্দটি রেডিও বা টিভিতে কিছু প্রচারের সময় ব্যবহৃত হয়, তবে বাংলাদেশ টেলিভিশনের মতো ক্ষেত্রে "telecast" শব্দটি বেশি উপযুক্ত।
সঠিক বাক্য হবে:
"New programs will be telecast next week on Bangladesh Television."

0
Updated: 6 days ago