'নিষ্কর' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
নিষ্ + কর
B
নি + কর
C
নিঃ + কর
D
নিষঃ + কর
উত্তরের বিবরণ
সন্ধির নিয়ম:
যদি অঘোষ অল্পপ্রাণ বা অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য/ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকে, তবে অ বা আ ধ্বনির পর বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয়। আর অ বা আ ব্যতীত অন্য কোনো স্বরধ্বনির পর বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশু ধ্বনি (ষ) হয়। এই নিয়মটি ব্যঞ্জনবৈশিষ্ট্য এবং স্বরধ্বনির অনুসারে বিসর্গের রূপান্তর নির্দেশ করে।
যেমন:
-
নমঃ + কার = নমস্কার
-
পদঃ + খলন = পদস্খলন
-
নিঃ + কর = নিষ্কর
-
দুঃ + কর = দুষ্কর

0
Updated: 10 hours ago
পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে?
Created: 2 months ago
A
উপসর্গ
B
অনুসর্গ
C
সমাস
D
সন্ধি
উপসর্গ: সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। অনুসর্গ: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। সমাস: বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।
সন্ধি: সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। অর্থাৎ, দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দু' বর্ণের মিলনকে সন্ধি বলে।

0
Updated: 2 months ago
"পরীক্ষাচ্ছলে" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
পরিক্ষা + চ্ছলে
B
পরীক্ষা + ছলে
C
পরীক্ষা + চ্ছলে
D
পরিক্ষা + ছলে
• সন্ধির নিয়ম:
- স্বরধ্বনির পরে ছ্ থাকলে ছ্ স্থানে চ্ছ হয়।
যেমন:
- বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া,
- কথা + ছলে = কথাচ্ছলে,
- পরীক্ষা + ছলে = পরীক্ষাচ্ছলে,
- প্রতি + ছবি = প্রতিচ্ছবি।

0
Updated: 1 week ago
‘উল্লাস‘- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
উল + লাস
B
উৎ + লাস
C
উদ্ + লাস
D
উলঃ + লাস
ব্যঞ্জনসন্ধি:
ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
উদাহরণ:
-
চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)
-
বিপদ্ + জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)
-
উৎ + লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 3 weeks ago