ব্যাধিকরণ বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য, কিংবা কখনো ক্রিয়াবিশেষ্য হয়, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলা হয়। এই ধরনের সমাসে সমাসনিষ্পন্ন পদটি কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষ গুণ, দোষ, বা বৈশিষ্ট্য প্রকাশ করে।
যেমন:
-
গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে
-
কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব
-
আশীতে বিষ যার = আশীবিষ
-
বোঁটা খসেছে যার = বোঁটাখসা