'পদ্মআঁখি' - শব্দের সঠিক ব্যাসবাক্য কী হবে?
A
আঁখিতে পদ্ম যার
B
পদ্ম রূপ আঁখি
C
আঁখি পদ্মের ন্যায়
D
আঁখির মতো পদ্ম
উত্তরের বিবরণ
উপমিত কর্মধারয়:
যে কর্মধারয় সমাসে কোনো উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস ঘটে, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এখানে উপমেয় বলতে বোঝায় যাকে তুলনা করা হচ্ছে, আর উপমান হলো যার সঙ্গে তুলনা করা হচ্ছে। এই সমাসে তুলনামূলক অর্থ প্রকাশ পায়।
যেমন:
-
নয়ন পদ্মের ন্যায় = নয়নপদ্ম
-
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি
-
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
-
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ

0
Updated: 10 hours ago