'কৃষ্টি' - শব্দটি কোন সন্ধিতে গঠিত?
A
স্বর
B
ব্যঞ্জন
C
বিসর্গ
D
নিপাতনে সিদ্ধ
উত্তরের বিবরণ
ব্যঞ্জন সন্ধির নিয়ম:
যখন ষ্ ধ্বনির পরে ত্ বা থ্ থাকে, তখন ত্ ও থ্ ধ্বনি যথাক্রমে ট এবং ঠ তে রূপান্তরিত হয়। এই পরিবর্তনই ব্যঞ্জন সন্ধির একটি বিশেষ নিয়ম।
যেমন:
-
কৃষ্ + তি = কৃষ্টি
-
ষম্ + থ্ = ষষ্ঠ

0
Updated: 10 hours ago
কোন দুটি মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ?
Created: 1 week ago
A
ব, ভ
B
ঢ়, ট
C
থ, দ
D
র, ল
বাংলা ভাষায় মূর্ধন্য ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি, যা উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। মূর্ধা হলো দন্তমূল এবং তালুর মাঝখানে থাকা উঁচু অংশ।
-
মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ: ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়
অন্য ব্যঞ্জনের উদাহরণ:
-
ওষ্ঠ্য ব্যঞ্জন: প, ফ, ব, ভ, ম
-
দন্ত্য ব্যঞ্জন: ত, থ, দ, ধ
-
দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র, ল, স
উৎস:

0
Updated: 1 week ago