'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন্ অনুচ্ছেদে বলা হয়েছে?
A
অনুচ্ছেদ : ২
B
অনুচ্ছেদ : ৩
C
অনুচ্ছেদ : ৪
D
অনুচ্ছেদ : ৫
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ ৩-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, বাংলা হবে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা। অর্থাৎ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাকি অনুচ্ছেদগুলোতে বিষয়বস্তু ভিন্নভাবে উল্লেখ করা আছে –
-
অনুচ্ছেদ ২: এখানে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নিয়ে আলোচনা করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৪: এতে বলা হয়েছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কে।
-
অনুচ্ছেদ ৪(ক): এখানে উল্লেখ আছে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা।
-
অনুচ্ছেদ ৫: এতে বলা হয়েছে যে, প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা।

0
Updated: 10 hours ago
বাংলাদেশের সংবিধানের কত নং তফসিলে 'ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী'র কথা উল্লেখ করা হয়েছে?
Created: 1 week ago
A
দ্বিতীয়
B
তৃতীয়
C
চতুর্থ
D
পঞ্চম
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান ও ঐতিহাসিক ঘটনার রেকর্ড হিসেবে সংরক্ষিত।
-
প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
-
দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)
-
তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা
-
চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
-
পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
-
ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা
-
সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র
উৎস:

0
Updated: 1 week ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 1 month ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
Created: 2 months ago
A
অনুচ্ছেদ ২৩
B
অনুচ্ছেদ ২৪
C
অনুচ্ছেদ ২১
D
অনুচ্ছেদ ২২
বিচার বিভাগ
-
রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অংশ আছে— তার একটি হলো বিচার বিভাগ।
-
১ নভেম্বর ২০০৭ সালে, বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ (সরকারি প্রশাসন) থেকে আলাদা ও স্বাধীন হয়।
-
বিচার বিভাগ মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।
বিচার বিভাগের দুটি অংশ
-
উচ্চতর বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট)
-
অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালত)
সুপ্রিম কোর্ট
-
এটি দেশের সর্বোচ্চ আদালত।
-
সুপ্রিম কোর্টে দুটি বিভাগ রয়েছে:
-
হাইকোর্ট বিভাগ
-
আপীল বিভাগ
-
-
সুপ্রিম কোর্ট গঠিত হয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে।
বিচারপতি নিয়োগ
-
সংবিধানের ৯৫ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পরামর্শ নিয়ে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের নিয়োগ দেন।
বিচার বিভাগের কাঠামো ও দায়িত্ব
-
বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বিচার বিভাগের দায়িত্ব, ক্ষমতা ও মর্যাদা সম্পর্কে বলা আছে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা রাখতে হবে।
-
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
উৎসঃ সুপ্রিম কোর্ট ওয়েবসাইট।

0
Updated: 2 months ago