'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়—
A
১৯১৭ সালে
B
১৯২৭ সালে
C
১৯৩৭ সালে
D
১৯৪২ সালে
উত্তরের বিবরণ
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ‘ভারত ছাড় আন্দোলন’ ছিল প্রথম বৃহৎ ও স্বতঃস্ফূর্ত গণআন্দোলন, যা মূলত ব্রিটিশবিরোধী জনমতকে প্রবলভাবে সামনে নিয়ে আসে।
১৯৪২ সালে গান্ধীর নেতৃত্বে এই আন্দোলন শুরু হয় এবং তা দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
-
গান্ধীর ভূমিকা: গান্ধী তাঁর Harijan পত্রিকায় ব্রিটিশদের বিরুদ্ধে Quit India বা ভারত ছাড়ের পরিকল্পনা ঘোষণা করেন।
-
কংগ্রেসের অনুমোদন: গান্ধীর অবস্থান দেখে কংগ্রেসের কার্যকরী কমিটি ১৯৪২ সালের ১৪ জুলাই তাঁর নীতি অনুমোদন করে।
-
চূড়ান্ত সিদ্ধান্ত: কংগ্রেস স্পষ্ট জানিয়ে দেয় যে ব্রিটিশ সরকার অবিলম্বে ভারত না ছাড়লে দেশব্যাপী আইন অমান্য আন্দোলন (Civil Disobedience Movement) শুরু হবে।
-
আনুষ্ঠানিক প্রস্তাব: ১৯৪২ সালের ৮ আগস্ট বোম্বাইতে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে Quit India Resolution পাস হয়। এরপর গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী অহিংস আন্দোলনের ডাক দেওয়া হয়।
আন্দোলনের তিনটি ধাপ দেখা যায়—
-
প্রথম পর্ব: আন্দোলন শহরাঞ্চলে সীমাবদ্ধ ছিল। এ পর্যায়ে ব্যাপক সহিংসতার জন্ম হলেও ব্রিটিশরা দ্রুত দমন করে।
-
দ্বিতীয় পর্ব: আগস্টের মধ্যভাগ থেকে জঙ্গী ছাত্ররা বিভিন্ন কেন্দ্র থেকে আন্দোলন ছড়িয়ে দেয়।
-
তৃতীয় পর্ব: সেপ্টেম্বর মাসের শেষদিকে আন্দোলন আরও তীব্র হয়। শিক্ষিত যুবক ও কৃষকরা সন্ত্রাসী কার্যকলাপ, অন্তর্ঘাতমূলক কর্মসূচি এবং গেরিলা যুদ্ধের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করে।

0
Updated: 10 hours ago
ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়েছিল?
Created: 1 week ago
A
১৯৩৯ সালে
B
১৯৪০ সালে
C
১৯৪১ সালে
D
১৯৪২ সালে
ভারত ছাড় আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগঠিত হয় এবং ১৯৪২ সালে এটি শুরু হয়। এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শ্বেতাঙ্গ-বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ এবং প্রথম স্বতঃস্ফূর্ত ব্যাপক আন্দোলন হিসেবে পরিচিত। আন্দোলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নরূপ:
-
ইংরেজ সরকার কোনোভাবেই ভারতীয়দের হাতে ক্ষমতা ছেড়ে দিতে রাজি ছিল না।
-
সরকার এই আন্দোলন দমনে দৃঢ় প্রতিজ্ঞা রাখে।
-
আন্দোলনের শুরুতে মধ্যরাতে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যেমন গান্ধীজি, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, গ্রেফতার হন।
-
কংগ্রেসকে বেআইনি ঘোষণা করা হয় এবং এক সপ্তাহের মধ্যে প্রায় সব নেতা কারাগারে বন্দি হন।
-
নেতৃবৃন্দের গ্রেফতারের কারণে অহিংস আন্দোলন ভয়াবহ সহিংস আন্দোলনে পরিণত হয়।
-
১৯৪২ সালের ৮ আগস্ট, নিখিল ভারত কংগ্রেস কমিটির (বোম্বাই) অধিবেশনে বিখ্যাত ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব পাস হয়।
-
পরপরই যতদূর সম্ভব ব্যাপকভাবে অহিংস পথে গান্ধীর নেতৃত্বে আন্দোলনের ডাক দেওয়া হয়।
উৎস:

0
Updated: 1 week ago