তড়িৎ প্রবাহের একক কোনটি?
A
ক্যান্ডেলা
B
কুলম্ব
C
অ্যাম্পিয়ার
D
সিমেন্স
উত্তরের বিবরণ
তড়িৎ প্রবাহ হলো কোনো তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ। অন্যভাবে বলা যায়, কোনো পরিবাহকের একটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাকে তড়িৎ প্রবাহ বলা হয়।
-
তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার (A)।
অন্যান্য সংশ্লিষ্ট এককসমূহ:
-
দীপন ক্ষমতার একক: লাক্স (lx)
-
পরিবাহিতার একক: সিমেন্স (S)
-
আধানের একক: কুলম্ব (C)

0
Updated: 15 hours ago
বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ-
Created: 2 weeks ago
A
ভিক্টোরিয়া হ্রদ
B
টাঙ্গানিকা হ্রদ
C
বৈকাল হ্রদ
D
গ্রেট বিয়ার হ্রদ
টাঙ্গানিকা হ্রদ
টাঙ্গানিকা হ্রদ বিশ্বের দীর্ঘতম স্বাদু পানির হ্রদ। এটি আফ্রিকার বুরুন্ডি, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, তানজানিয়া ও জাম্বিয়া—এই চার দেশের মধ্যে বিস্তৃত। হ্রদটির মোট এলাকা ৩২,৯০০ বর্গকিলোমিটার। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গভীর হ্রদ, যার গভীরতা ১,৪৭০ মিটার (৪,৮২২ ফুট)।
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
ভিক্টোরিয়া হ্রদ: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ
-
বৈকাল হ্রদ: বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ
উৎস:

0
Updated: 2 weeks ago
কোনো মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতা বেশি হলে শব্দের বেগ কী হয়?
Created: 15 hours ago
A
বেড়ে যায়
B
কমে যায়
C
ধীরগতি হয়
D
অপরিবর্তিত থাকে
শব্দের বেগের পরিবর্তন সম্পর্কে জানা যায় যে, আলোর দ্রুতি শূন্যস্থানে সব সময় 3×10⁸ m/s নির্দিষ্ট থাকলেও, শব্দের দ্রুতি সবসময় সমান নয়।
-
0°C বা 273 K তাপমাত্রায় এবং প্রমাণ বায়ুচাপে, শুষ্ক বাতাসে শব্দের দ্রুতি 332 m/s।
-
তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি বৃদ্ধি পায়।
-
বাতাসের আর্দ্রতা বাড়লেও শব্দের দ্রুতি বেড়ে যায়।
-
হিসাব অনুযায়ী, প্রতি 1°C তাপমাত্রা বাড়লে শব্দের দ্রুতি প্রায় 0.6 m/s বৃদ্ধি পায়।
-
মাধ্যম ভেদে শব্দের দ্রুতির মান পরিবর্তিত হয়।
-
মাধ্যম যত ঘন ও স্থিতিস্থাপক, শব্দের দ্রুতি তত বেশি হয়।
-
বায়ু মাধ্যমে: 332 m/s
-
পানি মাধ্যমে: 1450 m/s
-
লোহার মধ্যে: 5220 m/s
-
-
বায়বীয় পদার্থে শব্দের দ্রুতি সবচেয়ে কম, তরল পদার্থে বেশি, এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি।
-
বায়ু চাপের পরিবর্তন বাতাসে শব্দের বেগকে প্রভাবিত করে না।

0
Updated: 15 hours ago
কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 1 week ago
A
০° সেলসিয়াস
B
২৩° সেলসিয়াস
C
৪° সেলসিয়াস
D
১০০° সেলসিয়াস
পানি এবং তার বৈশিষ্ট্য
-
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন।
-
পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভরশীল।
-
পানির ঘনত্ব সর্বাধিক ৪° সেলসিয়াসে, যা ১ গ্রাম/সেন্টিমিটার³ বা ১০০০ কেজি/মিটার³।
-
অর্থাৎ, ১ সি.সি. পানির ভর = ১ গ্রাম
-
১ কিউবিক মিটার পানির ভর = ১০০০ কেজি
-
-
বরফের গলনাংক: যে তাপমাত্রায় বরফ গলে যায়, সেটিই বরফের গলনাংক, যা ০° সেলসিয়াস।
-
পানির স্ফুটনাংক: যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় বায়ুমণ্ডলীয় চাপে, সেটিই পানির স্ফুটনাংক, যা ১০০° সেলসিয়াস।
উৎস:

0
Updated: 1 week ago