পারমাণবিক সংখ্যা কী নির্দেশ করে?
A
ইলেকট্রনের সংখ্যা
B
নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা
C
পরমাণুর ভর
D
নিউট্রনের সংখ্যা
উত্তরের বিবরণ
পারমাণবিক সংখ্যা হলো একটি মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যা।
-
কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, সেই সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়।
-
পারমাণবিক সংখ্যা সাধারণত Z দ্বারা প্রকাশ করা হয়।
-
উদাহরণস্বরূপ:
-
সোডিয়ামের নিউক্লিয়াসে 11টি প্রোটন থাকে, তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা Z = 11।
-
ক্লোরিনের পারমাণবিক সংখ্যা Z = 17।
-
-
মৌলের রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে।
-
রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে এবং ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হয় না।

0
Updated: 15 hours ago
একটি কঠিন পদার্থ বিশুদ্ধ কিনা তা কিভাবে নির্ণয় করা যায়?
Created: 2 weeks ago
A
ঘনীভবন
B
বাষ্পীভবন
C
গলনাঙ্ক
D
স্ফুটনাংক
গলনাঙ্ক (Melting Point)
-
কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ না অবিশুদ্ধ তা গলনাঙ্ক দ্বারা নির্ণয় করা যায়।
-
যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলতে শুরু করে, সেটিকে গলনাঙ্ক বলা হয়।
-
যদি কঠিন পদার্থে অপদ্রব্য বা দূষণ মিশ্রিত থাকে, তবে পদার্থটি আসল গলনাঙ্কে গলবে না।
তুলনায়:
-
তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন তরল বিশুদ্ধ না অবিশুদ্ধ তা জানা যায়।
উৎস:

0
Updated: 2 weeks ago
পেরিস্কোপ তৈরিতে কতটি দর্পণ ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
একটি
B
দুইটি
C
তিনটি
D
চারটি
পেরিস্কোপ হলো এমন একটি অপটিক্যাল যন্ত্র যা আলোর প্রতিফলনের সাহায্যে তৈরি করা হয়। এটি ব্যবহার করে এমন বস্তুও দেখা সম্ভব হয় যা সরাসরি চোখে দেখা যায় না।
-
পেরিস্কোপ তৈরিতে দুটি সমতল দর্পণ ব্যবহার করা হয়।
-
আলো প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে এবং দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত হয়ে চোখে পৌঁছায়।
-
এর ফলে সরাসরি দেখা না গেলেও বস্তু স্পষ্টভাবে দেখা যায়।
-
পেরিস্কোপ একটি লম্বা সরু টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ফালি বসিয়ে তৈরি করা হয়।
-
দর্পণ দুটি টিউবের দেয়ালের সাথে ৪৫° কোণে স্থাপন করা হয় এবং এরা পরস্পরের সাথে সমান্তরাল থাকে।
-
এভাবে দর্পণ দুটি আলোকে ৯০° কোণে বাঁকিয়ে দেয়।
-
পেরিস্কোপ ব্যবহার করা হয় স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য।
-
এটি বাঙ্কারে লুকিয়ে থাকা সৈন্যদের আশপাশ পর্যবেক্ষণ করতে সাহায্য করে।
-
ডুবোজাহাজ থেকেও সমুদ্রপৃষ্ঠের পরিস্থিতি দেখার জন্য পেরিস্কোপ ব্যবহৃত হয়।
উৎস:

0
Updated: 1 week ago
মৌলিক রাশির একক কোনটি?
Created: 1 week ago
A
কেলভিন
B
কিলোগ্রাম
C
ক্যান্ডেলা
D
সবগুলোই
মৌলিক রাশি হলো এমন রাশি যা স্বাধীন ও নিরপেক্ষ, অর্থাৎ এগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। বরং অন্যান্য সকল রাশি এদের উপর নির্ভরশীল।
-
মৌলিক রাশি মোট সাতটি।
-
এগুলো হলো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ।
মৌলিক একক হলো মৌলিক রাশিগুলোর একক। এগুলো আন্তর্জাতিক একক পদ্ধতিতে (SI) নির্ধারিত।
-
দৈর্ঘ্যের একক → মিটার (m)
-
ভরের একক → কিলোগ্রাম (kg)
-
সময়ের একক → সেকেন্ড (s)
-
তাপমাত্রার একক → কেলভিন (K)
-
তড়িৎ প্রবাহের একক → অ্যাম্পিয়ার (A)
-
দীপন তীব্রতার একক → ক্যান্ডেলা (cd)
-
পদার্থের পরিমাণের একক → মোল (mol)
উৎস:

0
Updated: 1 week ago