জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?
A
অমাবস্যা তিথিতে
B
অষ্টমী তিথিতে
C
একাদশীতেে
D
যখন চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে অবস্থান করে
উত্তরের বিবরণ
পানির উচ্চতা ভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী জোয়ার-ভাটাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়: তেজ কটাল বা ভরা কটাল এবং মরা কটাল।
তেজ কটাল বা ভরা কটাল (Spring Tide):
-
জোয়ার-ভাটা সৃষ্টিতে চন্দ্রের পাশাপাশি সূর্যও ভূমিকা রাখে।
-
অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে।
-
এই সময় সূর্যের আকর্ষণ চন্দ্রের আকর্ষণকে সাহায্য করে, ফলে জোয়ার পানির উচ্চতা সর্বাধিক হয়।
-
মূলত পূর্ণিমা ও অমাবস্যায় চন্দ্র ও সূর্যের আকর্ষণে জোয়ার পানি ফুলে উঠে, যাকে ভরা কটাল বা তেজ কটাল বলা হয়।
-
পূর্ণিমার সময় পৃথিবীর যে স্থানে চন্দ্রের কারণে মুখ্য জোয়ার হয়, সেখানে সূর্যের আকর্ষণে গৌণ জোয়ার হয়।
-
চন্দ্রের প্রভাবে যেখানে গৌণ জোয়ার হয়, সেখানে সূর্যের আকর্ষণে মুখ্য জোয়ার সৃষ্টি হয়।

0
Updated: 15 hours ago
রেশম পোকা পালনকে কী বলা হয়?
Created: 1 week ago
A
এপিকালচার
B
সেরিকালচার
C
পিসিকালচার
D
ভিটিকালচার
সেরিকালচার (Sericulture) ও রেশম পোকা পালন:
-
সেরিকালচার:
-
বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকা চাষকে সেরিকালচার বলে।
-
রেশম পোকা বা Silk Worm-এর বৈজ্ঞানিক নাম Bombyx mori।
-
তুঁতজাত রেশম মথের চাষ, এর গুটি থেকে অপরিশোধিত রেশম সংগ্রহ ও পরিশোধন করে ব্যবহারযোগ্য রেশম সুতো তৈরি করার পুরো প্রক্রিয়াকেই সেরিকালচার বলা হয়।
-
-
অন্যান্য প্রাসঙ্গিক চাষাবাদ:
-
এপিকালচার (Apiculture): মৌমাছি পালন, প্রধানত মধু সংগ্রহের জন্য।
-
পিসিকালচার (Pisciculture): মাছ চাষ বা পালন।
-
ভিটিকালচার (Viticulture): মদ তৈরির জন্য আঙ্গুর চাষ।
-

0
Updated: 1 week ago
মৃৎক্ষার ধাতু কোনটি?
Created: 4 days ago
A
Li
B
Na
C
Ca
D
Ag
পর্যায় সারণিতে মৌলসমূহকে তাদের গঠন ও রাসায়নিক ধর্ম অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে, যেমন ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু ও মুদ্রা ধাতু।
ক্ষার ধাতু (Alkali Metals)
-
পর্যায় সারণিতে গ্রুপ-1 এ অবস্থিত হাইড্রোজেন ব্যতীত সমস্ত মৌল ক্ষার ধাতু হিসেবে পরিচিত।
-
উদাহরণ: Li, Na, K, Rb।
-
এদের বিশেষ ধর্ম হলো, পানির সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস ও ক্ষার উৎপন্ন করা।
-
প্রতিটি মৌল একটি মাত্র ইলেকট্রন দান করে ধনাত্মক একযোজী আয়নে পরিণত হয় এবং আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে।
মৃৎক্ষার ধাতু (Alkaline Earth Metals)
-
পর্যায় সারণিতে গ্রুপ-2 এ থাকা মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়।
-
উদাহরণ: Be, Mg, Ca, Sr।
-
এরা তড়িৎ ধনাত্মক মৌল, তবে প্রতিটি দুটি ইলেকট্রন দান করে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়।
-
অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড যৌগ গঠন করে এবং এদের অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে ক্ষারীয় দ্রবণ উৎপন্ন করে।
-
এদের নামকরণ হয়েছে কারণ প্রকৃতিতে এরা বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়।
মুদ্রা ধাতু (Coinage Metals)
-
পর্যায় সারণির গ্রুপ-11 এর মাত্র তিনটি মৌলকে মুদ্রা ধাতু বলা হয়।
-
উদাহরণ: কপার (Cu), রুপা (Ag), সোনা (Au)।

0
Updated: 4 days ago
’পঞ্চম ড্রাগনের’ দেশ বলা হয় কোন দেশকে?
Created: 2 weeks ago
A
ইরান
B
জাপান
C
কানাডা
D
তাইওয়ান
ঠিক আছে, তথ্যটি সঠিকভাবে উপস্থাপিত। সংক্ষেপে ভৌগলিক উপনামগুলো:
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান
উৎস:

0
Updated: 2 weeks ago