A
Why have you done this?
B
Why you had done this?
C
Why you have done this?
D
Why did you done this?
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: Why have you done this?
WH-প্রশ্নবোধক বাক্যের গঠন:
গঠনরীতি:
WH-word + Auxiliary Verb + Subject + Main Verb + Object/Other Elements + (?)
-
এখানে প্রশ্নটি "Why" দিয়ে শুরু হয়েছে, যা একটি WH-word।
-
বাক্যটি প্রশ্নবোধক হওয়ায় Auxiliary verb (have) এর পর Subject (you) এবং Main verb (done) ব্যবহৃত হয়েছে।
-
শেষে বসেছে object বা বাক্যের অন্যান্য অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন (question mark)।
উদাহরণসমূহ:
-
Where has she gone for the vacation?
-
WH-word: Where
-
Auxiliary: has
-
Subject: she
-
Principal Verb: gone
-
-
Why have they not completed their assignments?
-
WH-word: Why
-
Auxiliary: have
-
Subject: they
-
Principal Verb: completed
-
-
How long have you lived in this city?
-
WH-word: How long
-
Auxiliary: have
-
Subject: you
-
Principal Verb: lived
-
-
Who has helped you with your project?
-
WH-word: Who
-
Auxiliary: has
-
Subject: you
-
Principal Verb: helped
-

0
Updated: 1 week ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 3 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 3 months ago
Read the following passage and answer questions (76-80): On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where. Yet they have something in common; both allow astronomers to explore the universe. Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data. Such data can be stored, processed and distributed just like other digital information. This means it is no longer necessary for astronomer actually to visit a telescope to make observation.
Created: 2 weeks ago
A
Telescopes and data bases complement each other for the astronomer.
B
Telescopes and data bases are both becoming relevant for the astronomer.
C
Telescopes and data bases have nothing in common for the astronomer.
D
Telescopes and data bases can be confusing to the astronomer.
• সঠিক উত্তর হলো—বিকল্প ক) টেলিস্কোপ ও ডেটাবেস জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একে অপরকে পরিপূরক করে। (Telescopes and data bases complement each other for the astronomer.)
• কারণ, পাঠ্যাংশে বলা হয়েছে—"They have something in common; both allow astronomers to explore the universe."
—এই বাক্য থেকে বোঝা যায় যে, টেলিস্কোপ ও ডেটাবেস উভয়ের কাজ একে অপরকে সহায়তা করে, যার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে গবেষণা চালাতে পারেন।
—অর্থাৎ, একটির কাজ অপরটি সম্পূর্ণ করতে পারে বা একে অপরের বিকল্প হিসেবে নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করে।
• তাই বলা যায়, টেলিস্কোপ ও ডেটাবেস—উভয়ই জ্যোতির্বিজ্ঞানের জগতে একসঙ্গে কাজ করে গবেষণাকে আরও কার্যকর করে তোলে।
• অন্যদিকে,
—বিকল্প (খ) বলছে, টেলিস্কোপ ও ডেটাবেস শুধু প্রাসঙ্গিক, কিন্তু "পরিপূরক" কথাটি উল্লেখ করে না, যা পাঠ্যাংশের মূল বক্তব্যের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়।
—বিকল্প (গ) ও (ঘ) পাঠ্যাংশের সাথে অসংগতিপূর্ণ, তাই তা গ্রহণযোগ্য নয়।

0
Updated: 2 weeks ago
Choose the right preposition for the sentence. She argued ____ me about the marriage.
Created: 2 weeks ago
A
with
B
for
C
to
D
from
Argue with/ about
- to speak angrily to someone, telling that person that you disagree with them
- কারো সাথে তর্ক করা, মতবিরোধ করা।
- কোন বিষয়ে/ ব্যাপারে তর্ক করা।
Example: He argued with me against the logic.
• Argue for: কোন কিছুর পক্ষে বলা, যুক্তি দেখানো।
Example: He argued for the law.
• বাক্যে বলা হচ্ছে - সে আমার সাথে বিবাহের ব্যাপারে তর্ক করছিল।
- তাহলে শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with।
- সঠিক বাক্য হবে: She argued with me about the marriage.
Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago