Which is the noun of the word 'beautiful'?
A
Beauty
B
Beautify
C
Beauteous
D
Beautifully
উত্তরের বিবরণ
• Beautiful: [adjective]
- English meaning: Very attractive.
- Bangla meaning: সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
- Example: She was wearing a beautiful dress.
- এর noun form হচ্ছে - Beauty.
• Beauty: [noun]
- English meaning: The quality of being pleasing and attractive, especially to look at.
- Bangla meaning: সৌন্দর্য, শ্রী, রূপ, লাবণ্য।
- Example: The piece of music he played had a haunting beauty.
• Other forms:
• Beautify (verb)
- English meaning: to improve the appearance of someone or something:
- Bangla meaning: সুন্দর করা।
- Example: Money has been raised to beautify the area.
• Beauteous (adjective)
- English meaning: Very attractive to look at
- Bangla meaning: (কাব্য) সুন্দর; রূপবান; শোভাময়।
- Example: The day ended with a beauteous sunset.
• Beautifully (adverb)
- English meaning: in a way that is very attractive
- Bangla meaning: সুন্দরভাবে,চমৎকারভাবে।
- Example: She carried her wedding dress so beautifully.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
3. Cambridge Dictionary.
0
Updated: 3 months ago
Noun কত প্রকার?
Created: 2 days ago
A
৩
B
৪
C
৫
D
৬
Noun বা বিশেষ্য হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী, বা ধারণার নাম নির্দেশ করে। ইংরেজি ব্যাকরণে এটি বাক্যের একটি মৌলিক অংশ। সাধারণভাবে Noun দুই ভাগে বিভক্ত—Concrete Noun ও Abstract Noun। Concrete Noun দৃশ্যমান বা স্পর্শযোগ্য জিনিস বোঝায়, আর Abstract Noun বোঝায় এমন কিছু যা অনুভব করা যায় কিন্তু দেখা বা ছোঁয়া যায় না। Concrete Noun আবার চার ভাগে ভাগ করা হয়েছে, ফলে মোট ৫ প্রকার Noun পাওয়া যায়। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো।
Concrete Noun: এই ধরনের Noun দ্বারা বোঝানো হয় এমন বস্তু যা আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। Concrete Noun আবার চারটি উপশ্রেণিতে বিভক্ত—
Proper Noun: এটি কোনো ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, বা বস্তুর নির্দিষ্ট নাম নির্দেশ করে।
উদাহরণ: Dhaka, Rahim, Padma River, January.
এগুলো সর্বদা বড় হাতের অক্ষরে শুরু হয় এবং এককভাবে কোনো সত্তাকে চিহ্নিত করে।
Common Noun: এটি কোনো সাধারণ ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, যা নির্দিষ্ট নয়।
উদাহরণ: city, boy, book, river.
এগুলো Proper Noun-এর সাধারণ রূপ হিসেবে ব্যবহৃত হয়।
Collective Noun: একটি দল বা গোষ্ঠী বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: team, army, crowd, class.
এটি একাধিক বস্তুকে এককভাবে প্রকাশ করে। যেমন: “A flock of birds” মানে একদল পাখি।
Material Noun: এটি এমন পদার্থ বোঝায় যা দিয়ে অন্য বস্তু তৈরি করা যায়।
উদাহরণ: gold, water, wood, iron.
এগুলো পরিমাপযোগ্য নয় এবং সাধারণত বহুবচন হয় না।
Abstract Noun: এটি এমন কিছু বোঝায় যা দেখা বা ছোঁয়া যায় না, তবে অনুভব করা যায়। যেমন গুণ, ধারণা, অবস্থা, আবেগ ইত্যাদি।
উদাহরণ: honesty, beauty, freedom, love.
এই Noun মানসিক বা বোধগম্য বিষয় প্রকাশ করে, কোনো দৃশ্যমান বস্তু নয়।
সংক্ষেপে বলা যায়:
Noun মোট ৫ প্রকার—
-
Proper Noun
-
Common Noun
-
Collective Noun
-
Material Noun
-
Abstract Noun
অতিরিক্ত তথ্য: কখনও কখনও Noun-এর আরও উপধারা যেমন Countable এবং Uncountable Noun, Concrete ও Abstract-এর ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। Countable Noun দ্বারা বোঝানো হয় এমন জিনিস যা গণনা করা যায় (book, apple), আর Uncountable Noun বোঝায় যেগুলো গণনা করা যায় না (milk, rice)। তবে মূল শ্রেণিবিন্যাস অনুযায়ী Noun-এর মোট প্রকারভেদ ৫টি। এইভাবে Noun আমাদের ভাষার নামবাচক অংশ হিসেবে বাক্যের অর্থকে পূর্ণতা দেয়।
0
Updated: 2 days ago
Can you explain why the project failed?
Here, is the underlined clause a/ an -
Created: 2 months ago
A
Adjective Clause
B
Adverbial Clause
C
Noun Clause
D
Prepositional Clause
Noun Clause
সংজ্ঞা:
যে Subordinate Clause Noun-এর কাজ করে, অর্থাৎ Subject, Object, Complement বা Case in Apposition-এর কাজ সম্পাদন করে, তাকে Noun Clause বলা হয়।
Noun Clause-এর ব্যবহার
-
Verb-এর Subject হিসেবে
-
Verb-এর Object হিসেবে
-
Object-এর Complement হিসেবে
-
Complement দুই প্রকার:
-
Subjective Complement
-
Objective Complement
-
-
-
Verb-এর Subject-এর Complement হিসেবে
-
Preposition-এর Object হিসেবে
বিশেষ নিয়ম
-
Noun Clause যখন verb-এর Object হিসেবে কাজ করে, তখন এটি সাধারণত That অথবা Wh-word (what, when, where, whom, why, whether, how) এবং if দিয়ে শুরু হয়।
-
যদি Noun Clause transitive verb-এর Object হিসেবে That দিয়ে শুরু হয়, তবে সাধারণত That বাদ দেওয়া যায়।
উদাহরণ
-
Can you explain why the project failed?
-
এখানে 'why the project failed' হলো Noun Clause, যা verb explain এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
Noun Clause Why দ্বারা শুরু হয়েছে এবং Object হিসেবে কাজ করছে।
-
0
Updated: 2 months ago
The fact that plants produce oxygen through photosynthesis is crucial for life on Earth.
Here 'that plants produce oxygen through photosynthesis' is an example of -
Created: 2 months ago
A
Principal Clause
B
Adverbial Clause
C
Noun clause
D
Adjective Clause
Question:
“The fact that plants produce oxygen through photosynthesis is crucial for life on Earth.”
-
Here, ‘that plants produce oxygen through photosynthesis’ is an example of a Noun Clause.
Explanation (Modified):
-
Noun Clause: একটি subordinate clause যা noun-এর কাজ করে, যেমন subject, object, complement বা noun/pronoun-এর apposition।
-
এখানে ‘that plants produce oxygen through photosynthesis’ একটি Noun in apposition, কারণ এটি ‘fact’ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে।
-
Apposition: noun/pronoun সম্পর্কিত অতিরিক্ত তথ্য যা তাকে modify করে না। তাই এটি adjective clause নয়।
-
Usage of Noun Clause:
-
Subject হিসেবে
-
Object হিসেবে
-
Complement হিসেবে
-
Preposition-এর object হিসেবে
-
Noun/pronoun-এর apposition হিসেবে
-
Clause vs Phrase:
-
Clause: একটি finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে।
-
Phrase: finite verb ছাড়া থাকতে পারে এবং tense অনুযায়ী structure থাকে না।
সুতরাং, ‘that plants produce oxygen through photosynthesis’ একটি Noun Clause।
0
Updated: 2 months ago