'ধূসর পাণ্ডুলিপি' একটি বিখ্যাত-
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
গল্পগ্রন্থ
D
উপন্যাস
উত্তরের বিবরণ
ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা ১৯৩৬ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে জীবনানন্দীয় কাব্যের স্বতন্ত্র বিষয়, ছন্দভঙ্গি, ভাষা ও প্রতিমার সব বৈশিষ্ট্য স্পষ্টভাবে প্রকাশ পায়। এ কাব্যগ্রন্থের মাধ্যমে আধুনিক বাংলা কাব্যাঙ্গনে জীবনানন্দ দাশের প্রতিষ্ঠা নিশ্চিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যগ্রন্থকে ‘চিত্ররূপময় কবিতা’ হিসেবে মূল্যায়ন করেন।
-
জীবনানন্দ দাশ
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল
-
ডাকনাম: দাশু
-
পরিচিতি: ‘রূপসী বাংলার কবি’, ‘নির্জনতার কবি’, ‘তিমির হননের কবি’, ‘ধূসরতার কবি’
-
পিতা: সত্যানন্দ দাশ, স্কুলশিক্ষক ও সমাজসেবক, ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক
-
মাতা: কুসুমকুমারী দাশ, বিখ্যাত কবি
-
বাংলা কাব্যধারায় রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতার অন্যতম কবি
-
আন্তর্জাতিক প্রভাব:
-
‘মৃত্যুর আগে’ কবিতা ↔ আইরিশ কবি W. B. Yeats-এর The Falling of the Leaves
-
‘হায় চিল’ ↔ Yeats-এর He Reproves the Curlew
-
‘বনলতা সেন’ ↔ অ্যাডগার এলেন পো-এর To Helen
-
-
প্রভাব: ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগ্রামী বাঙালি জনতাকে অনুপ্রাণিত করা
-
পুরস্কার:
-
বনলতা সেন → নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলন, ১৯৫৩
-
শ্রেষ্ঠ কবিতা → ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার, ১৯৫৪
-
-
মৃত্যু: ১৯৫৪ সালের ২২ অক্টোবর, কলকাতা
-
-
কাব্যগ্রন্থ
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
রূপসী বাংলা
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা
-
-
উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
-
-
প্রবন্ধগ্রন্থ
-
কবিতার কথা
-
বিখ্যাত উক্তি: ‘সকলেই কবি নন, কেউ কেউ কবি।’
-
-

0
Updated: 15 hours ago
'অসমাপ্ত আত্মজীবনী' কার রচিত গ্রন্থ?
Created: 1 month ago
A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
শেখ হাসিনা
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
এ. কে. ফজলুল হক
‘অসমাপ্ত আত্মজীবনী’
-
এই বইটির লেখক বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-
তাঁর লেখা প্রথম বই হিসেবে এটি ২০১২ সালে প্রকাশিত হয়।
-
বইটি তিনি লিখেছিলেন ১৯৬৭ সালের দিকে, কারাগারে থাকার সময়।
-
এতে তিনি নিজের জন্মকাল থেকে শুরু করে পিতৃপুরুষদের গল্পও বর্ণনা করেছেন।
-
আত্মজীবনীর বিবরণ শেষ হয়েছে ১৯৫৪ সালের রাজনৈতিক ঘটনাবলির মাধ্যমে।
উৎস: প্রথম আলো, ১৪ আগস্ট ২০২০ এর প্রতিবেদন

0
Updated: 1 month ago
কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
Created: 1 month ago
A
আত্মচরিত
B
আত্মকথা
C
আত্মজিজ্ঞাসা
D
আমার কথা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পূর্ণ নাম: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, বীরসিংহ, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
পদবি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাকে ‘বিদ্যাসাগর’ উপাধি দিয়েছিল
-
পেশা ও পরিচয়: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি
-
আত্মজীবনী: বিদ্যাসাগর চরিত (অথবা আত্মচরিত)
বিখ্যাত গ্রন্থসমূহ
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
শিক্ষামূলক গ্রন্থসমূহ
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 4 months ago
A
রফিক আজাদ
B
গোলাম মোস্তফা
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
জন্মই আমার আজন্ম পাপ
— দাউদ হায়দার
"জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই
পালাই, পালাই সুদূরে—
চারপাশে রৌদ্রের ঝলক।
বাসের দোতলায়, ফুটপাতে রুটির দোকানে,
দ্রুতগামী নতুন মডেলের
চকচকে বনেটে রাত্রির ঝলমলে আলো—
ভাঙাচোরা মুখচ্ছবির খোঁজ…"
(সংক্ষিপ্ত)
দাউদ হায়দার সম্পর্কে সংক্ষেপে:
-
জন্ম: ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২
-
জন্মস্থান: দোহার, পাবনা
-
পরিচয়: একজন প্রথিতযশা লেখক, যিনি সাহিত্যজগতে তাঁর স্পষ্টভাষী ও আত্মজৈবনিক কবিতার জন্য পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
জন্মই আমার আজন্ম পাপ
-
এই শাওনে এই পরবাসে
-
আমি ভালো আছি তুমি
-
পাথরের পুঁথি
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
জন্মই আমার আজন্ম পাপ – দাউদ হায়দার

0
Updated: 4 months ago