নিচের কোনটি "গাছে তুলে মই কাড়া" বাগধারাটির অর্থ প্রকাশ করে?
A
ধরি মাছ না ছুঁই পানি
B
আশা দিয়ে নিরাশ করা
C
আকাশ থেকে পড়া
D
আকাশে তোলা
উত্তরের বিবরণ
‘গাছে তুলে মই কাড়া’ বাগধারার অর্থ হলো আশা দিয়ে নিরাশ করা বা সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সাহায্য না করা।
-
‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদ-প্রবচনের অর্থ: কৌশলে কার্য সম্পাদন করা
-
‘আকাশ থেকে পড়া’ বাগধারা: না জানার ভান করা
-
‘আকাশে তোলা’ বাগধারা: মাত্রাতিরিক্ত প্রশংসা করা

0
Updated: 15 hours ago
‘ইঁদুর কপাল’ – এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
Created: 2 weeks ago
A
অদৃষ্টের পরিহাস
B
চাঁদের হাট
C
একাদশে বৃহস্পতি
D
কেউকেটা
‘ইদুর কপালে’ বাগধারাটির অর্থ হলো - মন্দ ভাগ্য, এর বিপরীত বাগধারা হচ্ছে ‘একাদশে বৃহস্পতি’; যার অর্থ সৌভাগ্য বা সৌভাগ্যের বিষয়।

0
Updated: 2 weeks ago
"চির অশান্তি" বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?
Created: 3 weeks ago
A
ভরাডুবি
B
রাবণের চিতা
C
তামার বিষ
D
আকাশ ভেঙ্গে পড়া
ভরাডুবি - সর্বনাশ, তামার বিষ - অর্থের কুপ্রভাব, আকাশ ভেঙ্গে পড়া - মহাবিপদ, রাবণের চিতা - চির অশান্তি।

0
Updated: 3 weeks ago
'হাত-ভারি' বাগধারার অর্থ-
Created: 2 months ago
A
দাতা
B
কম খরচে
C
দরিদ্র
D
কৃপণ
'হাত-ভারি' বাগ্ধারার অর্থ 'কৃপণ'।
বাক্য গঠন: তাঁর মত হাতভারি লোক আমি কমই দেখেছি।
আরও কিছু বাগ্ধারার এবং এর অর্থ-
- 'হাত ধরা' বাগ্ধারার অর্থ বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগ্ধারার অর্থ হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগ্ধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগ্ধারার অর্থ দক্ষতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago