What will be the correct preposition to complete the sentence? 'I am not good _________ translation'.
A
in
B
about
C
with
D
at
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণের সঠিক প্রিপজিশন হলো at।
-
সম্পূর্ণ বাক্য: "I am not good at translation."
• Good at – এর অর্থ: কোনো নির্দিষ্ট কাজে দক্ষ বা পারদর্শী হওয়া।
-
যখন কারো দক্ষতা বা অদক্ষতা প্রকাশ করতে চাই, তখন সাধারণত at প্রিপজিশন ব্যবহার করা হয়।
-
যেমন: good at, bad at ইত্যাদি।
• উদাহরণস্বরূপ:
-
He is good/bad at cricket. [মানে, তিনি ভালো/খারাপ খেলোয়াড়]
-
I am not bad at tennis.
-
He is really good at chess.
0
Updated: 3 months ago
Choose the correct alternative and mark its letter on your answer sheet. The rich should not look down_________ the poor.
Created: 3 months ago
A
at
B
for
C
towards
D
upon
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - upon.
- Complete sentenec: The rich should not look down upon the poor.
• Look down on/upon
English Meaning: to feel that someone is less important than them or does not deserve respect: to think that you are better than someone:
Bangla Meaning: নিজের থেকে অন্যদের ছোট ভাবা।
Example sentence:
- She thinks they look down on her because she doesn't have a job.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
She is beautiful but she is ____ her mother.
Created: 3 months ago
A
most beautiful
B
less beautiful
C
as beautiful
D
not so beautiful as
সঠিক উত্তর হবে: not so beautiful as
-
পূর্ণ বাক্যটি হবে: She is beautiful but she is not so beautiful as her mother.
• ইংরেজি ব্যাকরণে কিছু conjunction আছে যেগুলোর দুটি অংশ থাকে এবং এদের একত্রে correlative conjunction বলা হয়। এই ধরনের সংযুক্তি বাক্যে ভারসাম্য বজায় রাখে এবং দুটি শব্দ, বাক্যাংশ বা clause-কে যুক্ত করে।
-
সাধারণ correlative conjunction-এর কিছু উদাহরণ:
as…as, so…as, such…that, not only…but also, hardly…before/when, no sooner…than, neither…nor, either…or, both…and, the same…as ইত্যাদি।
• যখন বাক্যে but ব্যবহৃত হয়, তখন সাধারণত পরবর্তী adjective বা phrase-টি নেতিবাচক রূপ ধারণ করে।
-
তাই এই ক্ষেত্রে ‘not as beautiful as’ অথবা ‘not so beautiful as’ ব্যবহার করাটাই সঠিক হবে।
Reference: A Passage to the English Language – S.M Zakir Hussain
0
Updated: 3 months ago
'light' is to 'dark' as 'cold' is to-
Created: 3 months ago
A
hot
B
heat
C
cool
D
winter
• Light:
Meaning: আলোকবিশিষ্ট; উজ্জ্বল
• Dark:
Meaning: অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
• Cold:
Meaning: ঠাণ্ডা; শীতল; নিরুত্তাপ।
Options,
ক) Hot:
Meaning: গরম; তপ্ত; উত্তপ্ত; প্রতপ্ত; উষ্ণ।
খ) Heat:
Meaning: তাপ; উত্তাপ; দাহ; উচ্চতাপ; গরম।
গ) Cool:
Meaning: ঈষৎ ঠাণ্ডা।
ঘ) Winter:
Meaning: শীতকাল।
অপশন বেচনা করে দেখা যায়, 'light' is to 'dark' as 'cold' is to - hot.
The relationship is one of opposites, just as "light" is the opposite of "dark," "cold" is the opposite of "hot."
0
Updated: 3 months ago