ভারতচন্দ্র রায়গুণাকর
-
জীবনকাল: ১৭১২–১৭৬০ খ্রিস্টাব্দ
-
সাহিত্যধারা: আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি; মধ্যযুগের “শেষ বড়” কবি। তাকে নাগরিক কবিও বলা হয়।
কাব্য ও গ্রন্থসমূহ:
-
অন্নদামঙ্গল (১৭৫২–৫৩):
-
ভারতচন্দ্রের শ্রেষ্ঠ সৃষ্টি।
-
দ্বিতীয়াংশের নাম: বিদ্যাসুন্দর।
-
বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
-
অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে: “অন্নদামঙ্গলকাব্য অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য এবং সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।”
-
-
সত্যনারায়ণের পাঁচালী:
-
ভারতচন্দ্রের রচিত আরেকটি বিখ্যাত গ্রন্থ।
-