কোনটি প্রমথ চৌধুরী রচিত গ্রন্থ নয়?
A
তেল নুন লকড়ি
B
নীললোহিত
C
রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা
D
বীরবলের হালখাতা
উত্তরের বিবরণ
‘রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’ গ্রন্থটি প্রমথ চৌধুরী রচিত নয়; এটি রচনা করেন ছন্দবিশারদ, ঐতিহাসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন। অপরদিকে, তেল নুন লকড়ি, নীললোহিত ও বীরবলের হালখাতা গ্রন্থ তিনটির রচয়িতা হলেন প্রমথ চৌধুরী।
-
প্রমথ চৌধুরী ছিলেন সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, যেখানে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ করেন।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
-
তিনি ‘সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক ছিলেন।
রচিত কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
রচিত প্রবন্ধগ্রন্থ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ
রচিত গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত

0
Updated: 15 hours ago
বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি' হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
গোলাম মোস্তফা
B
নবীনচন্দ্র সেন
C
হাসন রাজা
D
গােবিন্দচন্দ্র দাস
গোবিন্দচন্দ্র দাস
-
জন্ম: ১৮৫৫ সালের ১৬ জানুয়ারি, ঢাকা জেলার ভাওয়ালের জয়দেবপুর
-
পরিচয়: বাংলা সাহিত্যের ‘স্বভাব কবি’
-
সাহিত্যিক অবদান: রবীন্দ্রনাথের সমকালে আধুনিক গীতিকবিতার ধারায় কবিতা রচনা করে খ্যাতি অর্জন
-
ব্যক্তিগত জীবন:
-
প্রথম পত্নী: সারদাসুন্দরী (মৃত্যুর সাত বছর পর দ্বিতীয় বিয়ে)
-
কবিতার মাধ্যমে প্রথম পত্নীকে অমর করেছেন
-
-
উল্লেখযোগ্য: বাংলা সাহিত্যে তার কবিতার স্বতন্ত্র স্বভাব ও সরলতা
অন্যান্য ছদ্মনাম
-
গোলাম মোস্তফা: সিতারা-ই-ইমতিয়াজ, কাব্য সুধাকর
-
অহিদুর রেজা: হাসান রাজা

0
Updated: 1 month ago
’রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।’- চর্যাপদের এ চরণটির রচিতা কে?
Created: 2 weeks ago
A
ভুসুকুপা
B
কুক্কুরীপা
C
লুইপা
D
কাহ্নাপা
কুক্কুরীপা ছিলেন চর্যাপদ রচয়িতাদের একজন। তিনি মোট তিনটি পদ রচনা করেছিলেন। এর মধ্যে দুটি পাওয়া গেলেও একটি পদ খুঁজে পাওয়া যায়নি। তার রচিত পদগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলোঃ
-
কুক্কুরীপা ২, ২০ ও ৪৮ নং পদ রচনা করেছিলেন।
-
এর মধ্যে ৪৮ নং পদটি পাওয়া যায়নি।
-
চর্যাপদের ২ নং পদের রচয়িতা কুক্কুরীপা।
-
পদটি হলো:
"দুলি দুহি পিটা ধরণ ন জাই।
রুখের তেন্তুলি কুম্ভীরে খাঅ।।"
উৎস:

0
Updated: 2 weeks ago
'ফেলুদা' কাল্পনিক গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে?
Created: 2 weeks ago
A
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
B
সত্যজিৎ রায়
C
আবু ইসহাক
D
হুমায়ূন আহমেদ
ফেলুদা চরিত্র ও সত্যজিৎ রায়
১. ফেলুদা
-
স্রষ্টা: সত্যজিৎ রায়
-
ধরণ: কাল্পনিক গোয়েন্দা চরিত্র
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ সালের ডিসেম্বর, সন্দেশ পত্রিকা
২. ফেলুদা সিরিজ
-
মোট গল্প ও উপন্যাস: ৩৫টি সম্পূর্ণ এবং ৪টি অসম্পূর্ণ
-
প্রকাশকাল: ১৯৬৫–১৯৯৭
-
প্রকাশ পত্রিকা: সন্দেশ
৩. প্রধান চরিত্র ও সহকারী
চরিত্র | ভূমিকা |
---|---|
ফেলুদা | প্রধান গোয়েন্দা |
তপেশরঞ্জন মিত্র (তোপসে) | ফেলুদার ছোটভাই ও সহকারী |
লালমোহন গাঙ্গুলি (জটায়ু) | লেখক ও সহকারী, ছদ্মনাম জটায়ু |
৪. বৈশিষ্ট্য
-
ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় প্রভাবিত ছিলেন শার্লক হোমসের গল্প দ্বারা।
-
তোপসের চরিত্র ওয়াটসনের সঙ্গে মিল রয়েছে।
-
রায় নিজেই গল্পের প্রচ্ছদ ও অলংকরণ করতেন।

0
Updated: 2 weeks ago