একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?
A
40√3 মিটার
B
40 মিটার
C
10√3 মিটার
D
20√3 মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?
সমাধান:
ধরি,
AB গাছের গোড়া B থেকে 20 মিটার দূরে C বিন্দু থেকে গাছটির অগ্রভাগ অর্থাৎ A বিন্দুর উন্নতি কোণ ∠ACB = 60°
এখন সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে,
tan∠ACB = tan60°= AB/BC = AB/20
বা, √3 = AB/20
∴ AB = 20√3
∴ গাছটির উচ্চতা 20√3 মিটার

0
Updated: 15 hours ago
কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-
Created: 1 week ago
A
সূক্ষ্মকোণ
B
সমকোণ
C
পূরককোণ
D
স্থূলকোণ
প্রশ্ন: কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ-
সমাধান:
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে।
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ।
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ।
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান।
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ।
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক।

0
Updated: 1 week ago
একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। কোণটির মান কত?
Created: 1 month ago
A
৬০°
B
৯০°
C
১২০°
D
১৭০°
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। কোণটির মান কত?
সমাধান:
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান বা ১৮০° হলে, একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে।
ধরি,
কোণটির মান = x°
∴ কোণটির সম্পূরক কোণ = ১৮০° - x°
প্রশ্নমতে,
x° = (১৮০° - x°)/২
⇒ ২x° = ১৮০° - x°
⇒ ২x° + x° = ১৮০°
⇒ ৩x° = ১৮০°
⇒ x° = ১৮০°/৩
⇒ x° = ৬০°

0
Updated: 1 month ago
সুষম অষ্টভুজের কোণগুলোর সমষ্টি কত সমকোণ?
Created: 3 days ago
A
৬ সমকোণ
B
৮ সমকোণ
C
১০ সমকোণ
D
১২ সমকোণ
সমাধান:
যেকোনো বহুভুজের কোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র হলো: (n - ২) × ১৮০°, যেখানে 'n' হলো বাহুর সংখ্যা।
অষ্টভুজের বাহুর সংখ্যা, n = ৮
সুতরাং, অষ্টভুজের কোণগুলোর সমষ্টি = (৮ - ২) × ১৮০°
= ৬ × ১৮০°
= ১০৮০°
= ১০৮০°/৯০° [যেহেতু, ১ সমকোণ = ৯০°]
= ১২ সমকোণ
অতএব, সুষম অষ্টভুজের কোণগুলোর সমষ্টি হলো ১২ সমকোণ।

0
Updated: 3 days ago