The meaning of the word 'obese' is-
A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
উত্তরের বিবরণ
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.

0
Updated: 1 month ago
The word “constellation” means -
Created: 3 days ago
A
A weather pattern
B
A group of stars
C
A type of cloud
D
A flying object
Constellation বলতে বোঝায় আকাশের একটি নির্দিষ্ট আকারে সাজানো নক্ষত্রপুঞ্জ, যাকে একটি বিশেষ নাম দেওয়া হয়। এটি মহাজাগতিক পর্যবেক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন constellation মানুষকে দিকনির্দেশনা, ঋতু নির্ধারণ এবং জ্যোতির্বিজ্ঞানে বিশেষ তাৎপর্য বহন করে।
-
Constellation
-
Bangla Meaning: নক্ষত্রপুঞ্জ
-
English Meaning (Cambridge): A group of stars that forms a particular shape in the sky and has been given a name
-
Example: The constellation of Ursa Major is also known as the Great Bear (Ursa Major নামের নক্ষত্রপুঞ্জকে Great Bear নামেও ডাকা হয়)
-
অন্য বিকল্পগুলো:
-
A weather pattern (আবহাওয়ার ধারা) – constellation-এর সাথে আবহাওয়ার কোনো সম্পর্ক নেই।
-
A type of cloud (মেঘের ধরণ) – এটি সম্পূর্ণ ভিন্ন, কারণ constellation নক্ষত্র নিয়ে গঠিত।
-
A flying object (উড়ন্ত বস্তু) – constellation কোনো বস্তু নয় যা উড়ে, বরং স্থির নক্ষত্রগুচ্ছ।
চূড়ান্তভাবে বলা যায়, constellation মানেই আকাশে নক্ষত্রপুঞ্জের একটি নির্দিষ্ট গুচ্ছ, তাই সঠিক উত্তর হলো খ) A group of stars।

0
Updated: 3 days ago
What is the primary English meaning of the adjective "Irksome"?
Created: 3 weeks ago
A
Causing joy and excitement
B
Promoting relaxation and ease
C
Causing irritation or annoyance
D
Encouraging creativity and focus

0
Updated: 3 weeks ago
'Pass away' means-
Created: 4 weeks ago
A
disappear
B
die
C
erase
D
fall
ইডিয়ম: "Pass away"
অর্থ (ইংরেজিতে): A polite way to say die
অর্থ (বাংলায়): মারা যাওয়া
উদাহরণ বাক্য:
-
She passed away peacefully in her sleep.
(তিনি শান্তভাবে ঘুমের মধ্যে মারা গেলেন।)
অন্য বিকল্প শব্দের অর্থ:
-
Disappear – অদৃশ্য হওয়া; চোখের সামনে চলে যাওয়া
-
Erase – মুছে ফেলা; নিশ্চিহ্ন করা
-
Fall – পড়া; পতন হওয়া
সূত্র: Cambridge Dictionary.

0
Updated: 4 weeks ago