A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
উত্তরের বিবরণ
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.

0
Updated: 1 week ago
Which phrase contains words opposed to each other in meaning?
Created: 2 weeks ago
A
Hopes and aspiration.
B
Heat and dust.
C
Reproduction and death.
D
Emerged and advanced.
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক)
Hope - আশা/ভরসা/প্রত্যাশা করা।
Aspiration - আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।
খ)
Heat - তাপ; উত্তাপ।
Dust - ধুলা; ধূলিকণা।
গ)
Reproduction - পুনরুৎপাদন; পুনর্জনন।
Death - মৃত্যু; মরণ; জীবনহানি।
ঘ)
Emerged - প্রকাশিত হওয়া; (পানি থেকে) বেরিয়ে আসা।
Advanced - অত্যন্ত অগ্রসর।
• শব্দগুলোর অর্থ্য বিবেচনায় বুঝা যাচ্ছে - The phrase Reproduction and death - contains words opposed to each other in meaning.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
'Razzmatazz' means-
Created: 1 month ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical drama
Razzmatazz
English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।
Example: The new car was launched with great razzmatazz: champagne.
Bangla Meaning: নতুন গাড়িটি বড় আড়ম্বরে উদ্বোধন করা হয়েছিল।
• Options,
- A noisy activity: শোরগোলপূর্ণ কর্ম।
- A well-planned programme: একটি সুপরিকল্পিত কর্মসূচি।
- A musical activity: সঙ্গীতানুষ্ঠান।
- A musical instrument: বাদ্যযন্ত্র।
• Correct answer: 'Razzmatazz' means- A noisy activity.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
Maiden speech means-
Created: 2 weeks ago
A
First speech
B
Last speech
C
Late speech
D
Early speech
Maiden Speech
English Meaning:
-
একজন রাজনীতিক যখন প্রথমবার সংসদের সদস্য হিসেবে বক্তব্য রাখেন, তখন সেটিকে ‘maiden speech’ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যকেই ‘maiden speech’ বলা হয়ে থাকে।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রারম্ভিক ভাষণ।
Example Sentences:
-
এই বিতর্কে আমার প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
-
আমার প্রথম বক্তৃতায় আমি গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরে আরও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি।
সারসংক্ষেপ:
Maiden speech অর্থ—প্রথম বক্তৃতা।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Collins Dictionary, ও বাংলা একাডেমির Accessible Dictionary।

0
Updated: 2 weeks ago