Which of the following sentences is correct?
A
Why have you done this?
B
Why you had done this?
C
Why you have done this?
D
Why did you done this?
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: Why have you done this?
WH-প্রশ্নবোধক বাক্যের গঠন:
গঠনরীতি:
WH-word + Auxiliary Verb + Subject + Main Verb + Object/Other Elements + (?)
-
এখানে প্রশ্নটি "Why" দিয়ে শুরু হয়েছে, যা একটি WH-word।
-
বাক্যটি প্রশ্নবোধক হওয়ায় Auxiliary verb (have) এর পর Subject (you) এবং Main verb (done) ব্যবহৃত হয়েছে।
-
শেষে বসেছে object বা বাক্যের অন্যান্য অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন (question mark)।
উদাহরণসমূহ:
-
Where has she gone for the vacation?
-
WH-word: Where
-
Auxiliary: has
-
Subject: she
-
Principal Verb: gone
-
-
Why have they not completed their assignments?
-
WH-word: Why
-
Auxiliary: have
-
Subject: they
-
Principal Verb: completed
-
-
How long have you lived in this city?
-
WH-word: How long
-
Auxiliary: have
-
Subject: you
-
Principal Verb: lived
-
-
Who has helped you with your project?
-
WH-word: Who
-
Auxiliary: has
-
Subject: you
-
Principal Verb: helped
-
0
Updated: 3 months ago
Identify correct passive voice.
Created: 3 weeks ago
A
Five men were arrested and one was fined.
B
Five men was arrested and one was fined.
C
Five men were being arrested and one was fined.
D
Five men were arrested and one fined.
সঠিক উত্তর হলো Five men were arrested and one was fined. এটি ব্যাকরণগতভাবে সম্পূর্ণ সঠিক ও যুক্তিসঙ্গত বাক্য।
বাক্য বিশ্লেষণ:
-
Five men দ্বারা এখানে plural subject বোঝানো হয়েছে, তাই এর verb plural (were) ব্যবহৃত হয়েছে।
-
verb এর past participle form (arrested) ব্যবহৃত হয়েছে, যা passive voice নির্দেশ করে।
-
and এর পরে one দ্বারা singular subject বোঝানো হয়েছে, তাই সেখানে verb singular (was) ব্যবহৃত হয়েছে।
-
উভয় ক্ষেত্রেই verb এর past participle form (arrested, fined) ব্যবহৃত হয়েছে।
ভুল অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) Five men was arrested and one was fined.
-
ভুল: “Five men” plural হওয়ায় এখানে was নয়, were ব্যবহার করা উচিত।
-
-
গ) Five men were being arrested and one was fined.
-
ভুল: বাক্যটি Simple Past tense এ থাকা উচিত, কিন্তু এখানে Past Continuous tense ব্যবহার করা হয়েছে, যা অর্থে অসঙ্গত।
-
-
ঘ) Five men were arrested and one fined.
-
ভুল: দ্বিতীয় অংশে verb “was” অনুপস্থিত, ফলে বাক্য অসম্পূর্ণ হয়েছে।
-
0
Updated: 3 weeks ago
Identify the correct sentence?
Created: 2 months ago
A
Yesterday, he has gone home
B
Yesterday, he did gone home
C
Yesterday, he had gone home
D
Yesterday, he went home
সঠিক উত্তর হবে Yesterday, he went home
• বাক্যের শেষে 'yesterday' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে।
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
• Past Indefinite Tense এর structure হবে:
- Subject + did + V1 + extension +?
0
Updated: 2 months ago
Choose the sentence that misuses the determiner:
Created: 3 weeks ago
A
All the employees were ready for the meeting.
B
They have little interest in watching horror movies.
C
He has a little books on the shelf.
D
Several cars are parked outside the building.
প্রদত্ত বাক্যটি হলো - He has a little books on the shelf। এই বাক্যে books হলো countable noun, তাই এর পূর্বে a little ব্যবহার করা ঠিক নয়। Countable noun এর ক্ষেত্রে few বা a few ব্যবহার করতে হয়।
সঠিক বাক্য:
-
He has a few books on the shelf।
ব্যাখ্যা ও অন্যান্য উদাহরণ:
-
ক) All the employees were ready for the meeting।
-
employees হলো plural countable noun, তাই এর পূর্বে all determiners হিসেবে ব্যবহার হয়েছে।
-
-
গ) They have little interest in watching horror movies।
-
interest হলো uncountable noun, তাই এর পূর্বে little determiners হিসেবে ব্যবহার হয়েছে।
-
-
ঘ) Several cars are parked outside the building।
-
cars হলো plural countable noun, এবং এর পূর্বে several determiners হিসেবে বসেছে।
-
0
Updated: 3 weeks ago