Choose the correct answer. How long did you wait?
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
উত্তরের বিবরণ
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।

0
Updated: 5 months ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 1 month ago
Identify the correct sentence.
Created: 2 weeks ago
A
She cried as if she had lost her only friend.
B
She cried as if she lost her only friend.
C
She cried as if she losted her only friend.
D
She cried as if she losts her only friend.
Complete sentence:
She cried as if she had lost her only friend.
ব্যাখ্যা:
Rule:
যদি as if / as though এর আগে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরে Past Perfect Tense ব্যবহার হয়।
উদাহরণ: She cried as if she had lost her only friend.
যদি আগে Present Indefinite Tense থাকে, তাহলে এর পরে Past Indefinite Tense হয়। Be verb হলে সবসময় were হয়।
উদাহরণ: He talks as if he were a leader.
ভুল উদাহরণ:
খ) She cried as if she lost her only friend → simple past, unreal past context-এ ভুল।
গ) She cried as if she losted her only friend → “losted” ভুল, past tense হলো lost।
ঘ) She cried as if she losts her only friend → present tense, ভুল।
Source:
A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Cambridge Grammar of English.

0
Updated: 2 weeks ago
What is the meaning of 'French leave'?
Created: 1 month ago
A
Leave on holidays
B
Spending time in France
C
Leave without permission
D
Emergency leave
সঠিক উত্তর: গ) অনুমতি না নিয়ে চলে যাওয়া (Leave without permission)
Take French leave
🔹 English meaning: Leaving work or place without taking prior permission.
🔹 Bangla meaning: অনুমতি না নিয়ে ছুটি নেওয়া বা কোথাও থেকে চলে যাওয়া।
উদাহরণ:
-
The caretaker had taken French leave.
বাংলায়: কেয়ারটেকারটি অনুমতি ছাড়াই চলে গিয়েছিল।
বাকি অপশনগুলো এই বাক্যটির অর্থের সঙ্গে মিল না থাকায় ভুল।
তথ্যসূত্র: Oxford Dictionary ও Accessible Dictionary.

0
Updated: 1 month ago