Which of these lands did Gulliver visit first?
A
Houyhnhnms
B
Laputa
C
Brobdingnag
D
Lilliput
উত্তরের বিবরণ
গালিভারের প্রথম ভ্রমণের দেশ ছিল লিলিপুট (Lilliput), একটি কাল্পনিক দেশ যেখানে মানুষরা অত্যন্ত ছোট, মাত্র কয়েক ইঞ্চি লম্বা। এখানে গালিভারের বিশাল আকারের কারণে তিনি স্থানীয়দের কাছে অত্যন্ত বড় ও শক্তিশালী মনে হন। লিলিপুটের বাসিন্দারা যদিও ছোটকায়ের, তবু তাদের রাজনীতি ও সামাজিক নিয়ম বেশ জটিল। গালিভার তাদের দ্বারা বন্দী হয় এবং নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায়। এই দেশের বর্ণনা পাঠককে হাস্যরস, কল্পনা এবং সামাজিক ব্যঙ্গের অনন্য মিশ্রণ উপভোগ করার সুযোগ দেয়।
• লিলিপুটের গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে একটি ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
সে প্রাণে বেঁচে যায় এবং একটি অদ্ভুত দেশে পৌঁছে যেখানে মানুষদের উচ্চতা প্রায় ৬ ইঞ্চির নিচে।
-
গালিভারের বিশাল দেহ লিলিপুটদের বিভিন্ন কাজে সহায়ক হয়, এমনকি পাশ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে চলমান যুদ্ধে সে অংশগ্রহণ করে।
-
এক পর্যায়ে স্থানীয়দের রোষের শিকার হয়ে তাকে শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি দেওয়া হয়।
-
শেষ পর্যন্ত গালিভার শাস্তি এড়াতে সক্ষম হয় এবং দেশে ফিরে আসে।
• Gulliver’s Travels-এর চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of Houyhnhnms
• Jonathan Swift (1667–1745):
-
ইংরেজি সাহিত্যের প্রধান satirist এবং Augustan Age-এর বিশিষ্ট লেখক।
-
তিনি ছিলেন Anglo-Irish author এবং clergyman, এবং ছদ্মনাম ব্যবহার করতেন: Isaac Bickerstaff।
-
Swift-এর রচনায় তীক্ষ্ণ ব্যঙ্গ, সামাজিক সমালোচনা এবং রাজনৈতিক মন্তব্য লক্ষ্য করা যায়।
• Jonathan Swift-এর বিখ্যাত রচনা:
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of the Books

0
Updated: 16 hours ago
"Good fences make good neighbors" - Who is the author of this line?
Created: 2 weeks ago
A
Emily Dickinson
B
Robert Frost
C
Walt Whitman
D
P. B. Shelley
উক্তিটি Robert Frost-এর লেখা এবং তাঁর Mending Wall কবিতা থেকে নেওয়া।
Mending Wall
-
কবিতাটি Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচিত।
-
এটি Robert Frost-এর North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এবং ১৯১৪ সালে প্রকাশিত হয়।
-
কবিতার বিষয়বস্তু: দুটি প্রতিবেশী একে অপরের সঙ্গে দেয়াল মেরামত করতে গিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন।
-
কবি মনে করেন দেয়ালের প্রয়োজন নেই, কারণ প্রকৃতি স্বাভাবিকভাবেই সীমানা ভাঙতে চায়।
-
প্রতিবেশী বিশ্বাস করেন: “Good fences make good neighbors” — অর্থাৎ দেয়াল থাকলে সম্পর্ক ভালো থাকে।
-
কবি সমাজে সীমানা ও বাধার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন এবং মানবিক সম্পর্ক ও প্রকৃতির মধ্যে ভারসাম্য খুঁজতে চেষ্টা করেন।
Robert Frost (1874–1963)
-
তিনি একজন আমেরিকান কবি, যাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি হিসেবে ধরা হয়।
-
পরিচিতি: Nature poet, Regional poet।
-
চারবার Pulitzer Prize লাভ করেছেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: A Boy’s Will, North of Boston, From Mountain Interval।
-
Mending Wall তাঁর North of Boston কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
প্রধান কবিতা
-
Fire and Ice
-
Mending Wall
-
Birches
-
Out, Out—
-
Nothing Gold Can Stay
-
Home Burial

0
Updated: 2 weeks ago
Prose in romance 'Le Morte d'Arthur' is written by -
Created: 5 months ago
A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.

0
Updated: 5 months ago
What is the Bangla meaning of "Every cloud has a silver lining"?
Created: 1 week ago
A
চাচা আপন প্রাণ বাঁচা।
B
অসারের তর্জন গর্জনই সার।
C
বিশ্বাস পাহাড়কেও টলায়।
D
মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।
Every cloud has a silver lining একটি প্রবাদ যা বোঝায় যে কঠিন বা খারাপ পরিস্থিতিতেও সাধারণত কোনো না কোনো ইতিবাচক দিক বা আশা থাকে। এটি ধৈর্য ও আশার গুরুত্বকে নির্দেশ করে।
-
Every cloud has a silver lining
English Meaning: Even in difficult or bad situations, there is often some positive aspect or hope
Bangla Meaning: মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে -
Correct Answer: ঘ) মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে
-
Other Options:
ক) Every man is for himself / Physicians heal thyself → চাচা আপন প্রাণ বাঁচা
খ) Empty vessels sound much → অসারের তর্জন গর্জনই সার
গ) Faith will move mountains → বিশ্বাস পাহাড়কেও টলায় -
Source:

0
Updated: 1 week ago