Who is the speaker in “The Solitary Reaper”?
A
A traveler in the Geogian Highlands
B
A farmer
C
A fellow reaper
D
Wordsworth himself
উত্তরের বিবরণ
“The Solitary Reaper” কবিতায় বক্তা নিজেই William Wordsworth। কবিতায় তিনি স্কটিশ হাইল্যান্ডের প্রান্তরে এক কৃষক মেয়ের গান শুনে মুগ্ধ হন। মেয়েটি একাকী ধান কেটে কাজ করছে, এবং তার গান এত মধুর ও হৃদয়স্পর্শী যে Wordsworth তা অনুভব করে আবেগপূর্ণভাবে বর্ণনা করেছেন। বক্তা শুধু মেয়ের কাজের দৃশ্য নয়, তার অনুভূতি, গান এবং প্রকৃতির সঙ্গে সংযোগকেও লক্ষ্য করেছেন। কবিতার দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্ট যে, বক্তা একজন সাধারণ পর্যবেক্ষক নয়, বরং কবিই।
• The Solitary Reaper:
-
এটি William Wordsworth রচিত একটি কবিতা।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে।
-
কবিতায় দেখা যায়, একটি তরুণী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ী অঞ্চলে একাকী কাজ করছে।
-
কাজের পাশাপাশি সে করুণ ও মর্মস্পর্শী গান গাইছে।
-
কবিতার শিরোনামের বাংলা অর্থ হলো “একাকী শস্যচ্ছেদক”।
• William Wordsworth (1770–1850):
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি এবং Romantic Movement-এর প্রধান স্থপতি।
-
১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে।
-
১৮০০ সালের দ্বিতীয় সংস্করণের Preface-এ তিনি সাহিত্যের নীতি ও দর্শন তুলে ধরেন, যা রোমান্টিক সাহিত্যকে বিপ্লবী রূপ দিয়েছিল।
-
তিনি বিশ্বাস করতেন, কবিতাকে এমনভাবে লেখা উচিত যাতে সাধারণ জীবনের ঘটনা এবং মানুষের প্রকৃত ভাষা প্রতিফলিত হয়।
• Wordsworth-এর উল্লেখযোগ্য রচনা:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy Poems
• উপাধিসমূহ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet

0
Updated: 16 hours ago
The repetition of beginning consonant sound is know as-
Created: 1 month ago
A
personification
B
onomatopoeia
C
alliteration
D
rhyme
Literary Devices (Figures of Speech)
Alliteration (অনুপ্রাস)
-
যখন পাশাপাশি ব্যবহৃত শব্দগুলোর শুরুতে একই ব্যঞ্জনধ্বনি বারবার আসে, তখন তাকে Alliteration বলে।
-
সহজভাবে বলতে গেলে—একই consonant sound বারবার পুনরাবৃত্তি হওয়াই Alliteration।
উদাহরণ:
-
"The fair breeze blew, the white foam flew,
The furrow followed free."
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। -
"Puffs, powders, patches, Bibles, billet-doux."
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুইবার এসেছে, তাই এটি Alliteration-এর উদাহরণ।
Personification (ব্যক্তিরূপ দান)
-
যখন জড় বস্তু, প্রাণহীন জিনিস বা বিমূর্ত ধারণাকে মানুষের গুণাবলি দেওয়া হয়, তখন তাকে Personification বলে।
-
অর্থাৎ কোনো lifeless object বা idea-কে জীবন্ত সত্তার মতো প্রকাশ করা।
উদাহরণ:
"There lies the port: the vessel puffs her sail:" (Tennyson, Ulysses)
এখানে জাহাজকে (vessel) একজন জীবন্ত মানুষের মতো কল্পনা করা হয়েছে।
Rhyme (ছন্দ/অন্ত্যমিল)
-
দুই বা ততোধিক শব্দের শেষে একই রকম ধ্বনি থাকলে সেটাকে Rhyme বলে।
-
কবিতায় Rhyme পাঠকের কানে সুরেলা শোনায় এবং stanza বা স্তবকের গঠনকে একত্র করে।
Onomatopoeia (অনুকার শব্দ)
-
কোনো শব্দ যদি সেই শব্দের আসল শব্দধ্বনি অনুকরণ করে তৈরি হয়, তবে তাকে Onomatopoeia বলে।
-
বাংলায় একে অনুকার অব্যয় বলা হয়।
উদাহরণ:
-
বৃষ্টির ঝমঝম
-
ঘড়ির টিকটক
-
বাতাসের শনশন
যেমন ইংরেজিতে বলা হয়—“The clock goes tick-tock.” → এখানে tick-tock শব্দটি ঘড়ির শব্দকে অনুকরণ করছে।
উৎসঃ An ABC of English Literature

0
Updated: 1 month ago
Choose the best option.
He talks confidently, but when it comes to real action, he usually ________.
Created: 16 hours ago
A
calls the shots
B
passes the buck
C
puts his money where his mouth is
D
chickens out
Complete Sentence: He talks confidently, but when it comes to real action, he usually chickens out।
Bangla Meaning: সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে, কিন্তু যখন আসল কাজের কথা আসে, তখন প্রায়ই পিছিয়ে যায়।
-
Option Analysis:
-
ক) calls the shots
-
Meaning: To make decisions or control a situation
-
Bangla Meaning: নিয়ন্ত্রণ করা বা সিদ্ধান্ত নেওয়া
-
Relevance: বাক্যের প্রেক্ষিতে মানানসই নয়, কারণ সে কাজে সাহসী নয়
-
-
খ) passes the buck
-
Meaning: To avoid responsibility and blame someone else
-
Bangla Meaning: দায় এড়িয়ে অন্যকে চাপিয়ে দেওয়া
-
Relevance: কিছুটা প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু মূল অর্থের সঙ্গে পুরোপুরি মিলে না
-
-
গ) puts his money where his mouth is
-
Meaning: To take action to support what one says
-
Bangla Meaning: যা বলে তার সাথে কাজ বা বিনিয়োগ করা
-
Relevance: ভুল, কারণ বাক্যে সে কাজে জড়াতে সাহস করে না
-
-
ঘ) chickens out
-
Meaning: To be too scared to do something; to back out from action
-
Bangla Meaning: ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা সাহস হারানো
-
Relevance: বাক্যের অর্থের সঙ্গে পুরোপুরি মিল, কারণ সে কাজে আসল সাহস দেখায় না
-
-
-
সঠিক উত্তর: ঘ) chickens out

0
Updated: 16 hours ago
Only the brave deserve the fair. (negative)
Created: 1 month ago
A
None but brave deserves the fair.
B
None but the brave deserve the fair.
C
None except the brave deserves the fair.
D
Not only the brave deserve the fair.

0
Updated: 1 month ago