Give the correct passive form of 'My teacher embodies all the good qualities'.
A
All the good qualities are embodied by my teacher.
B
All the good qualities are embodied in my teacher.
C
All the good qualities are embodied to my teacher.
D
All the good qualities are embodied on my teacher.
উত্তরের বিবরণ
✅ Active থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মাবলি
-
একটি Active Voice বাক্যে যে ব্যক্তি কাজটি করছে, অর্থাৎ subject, তা Passive Voice-এ object হয়ে যায়।
-
Active Voice-এর object-ই Passive Voice-এ subject হিসেবে ব্যবহৃত হয়।
-
মূল verb-টি Passive Voice-এ past participle (V3) রূপে ব্যবহার হয়, এবং বাক্যের tense ও subject অনুযায়ী উপযুক্ত auxiliary verb বা be verb যুক্ত হয়।
Passive Voice-এ Preposition ব্যবহারের দিক
-
সাধারণভাবে Passive Voice-এ object এর পূর্বে by preposition ব্যবহৃত হয় — যেমন: The book was written by her।
-
তবে সব verb-ই “by” এর মাধ্যমে Passive হয় না। কিছু verb-এর ক্ষেত্রে in, with, to ইত্যাদি preposition ব্যবহৃত হয়ে থাকে।
-
বিশেষ কিছু verb যেমন: Embody, Contain, Include ইত্যাদি Passive রূপে গেলে সাধারণত in preposition নেয়।
Present Indefinite Tense-এর Passive রূপ
-
যদি Active বাক্যটি Present Indefinite Tense-এ হয়, তবে Passive রূপে এর কাঠামো হয়:
am/is/are + past participle form of main verb
উদাহরণ
Active: My teacher embodies all the good qualities.
Passive: All the good qualities are embodied in my teacher.
এখানে লক্ষ্য করো, "embodies" verb-এর Passive রূপ হয়েছে "are embodied", এবং “in my teacher” দ্বারা বোঝানো হয়েছে গুণগুলো কার মধ্যে রয়েছে।

0
Updated: 1 month ago
Choose the correct passive sentence of: Mr. Rimon teaches us English.
Created: 3 weeks ago
A
We are taught English by Mr. Rimon.
B
English was taught us by Mr. Rimon.
C
Mr. Rimon is taught English by us.
D
English taught us by Mr. Rimon.
The correct answer is - ক) We are taught English by Mr. Rimon.
Active থেকে Passive voice করার নিয়ম:
-
Tense অনুযায়ী auxiliary verb বসবে।
-
মূল verb-এর past participle ব্যবহৃত হবে।
-
"by" বসবে।
-
Active voice-এর subject object হয়ে যাবে।
-
কোনো বাক্যে দুটি object থাকলে যেকোনো object-কে subject করা যায়।
-
তবে সাধারণত indirect object (person object) কে subject করা অধিক যথাযথ।
-
অন্য object যেটি object হিসেবেই থেকে যায় তাকে বলে Retained Object।
Examples:
-
Active: Mr. Das teaches us English.
-
Passive: We are taught English by Mr. Das.
-
Passive: English is taught us by Mr. Das.
-
Active: They handed him a leaflet.
-
Passive: He was handed a leaflet by them.
-
Passive: A leaflet was handed him by them.
Other Options:
-
খ) English was taught us by Mr. Rimon.
👉 মূল বাক্য present tense, কিন্তু এখানে past tense (“was taught”) ব্যবহৃত হয়েছে। তাই বাক্যটি ভুল। -
গ) Mr. Rimon is taught English by us.
👉 এখানে অর্থ পরিবর্তন হয়ে গেছে। এখানে বোঝাচ্ছে Mr. Rimon-কে শেখানো হচ্ছে, অথচ মূল বাক্যে তিনি শেখাচ্ছেন। তাই এটি ভুল। -
ঘ) English taught us by Mr. Rimon.
👉 এটি অসম্পূর্ণ বাক্য। এখানে “is/was” এর মতো auxiliary verb প্রয়োজন। তাই গঠনগতভাবে ভুল।
Source: Applied English Grammar and Composition – P. C. Das

0
Updated: 3 weeks ago
Select the correct passive form:
"They are cooking biryani."
Created: 2 weeks ago
A
Biryani is cooked by them.
B
Biryani was cooked by them.
C
Biryani is being cooked by them.
D
Biryani has been cooked by them.
• সঠিক উত্তর: গ) Biryani is being cooked by them.
- Active Voice:
- "They are cooking biryani."
- Tense: Present Continuous.
- Passive Voice Structure (Present Continuous এর জন্য):
- Object + is/am/are + being + past participle (V3) + by + subject.
- Biryani is being cooked by them.
• Other options:
ক) Biryani is cooked by them. : Present Indefinite.
খ) Biryani was cooked by them. : Past Indefinite.
ঘ) Biryani has been cooked by them. : Present Perfect.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 2 weeks ago
They are watching a movie.
Choose the correct passive voice form:
Created: 1 week ago
A
A movie watched by them.
B
A movie is watched by them.
C
A movie was being watched by them.
D
A movie is being watched by them.
ঠিক আছে, তোমার দেওয়া তথ্যগুলো অপরিবর্তিত রেখে আমি পরিষ্কারভাবে রি-রাইট করে দিলাম:
Correct Answer: ঘ) A movie is being watched by them.
-
মূল বাক্য They are watching a movie হলো Present Continuous Tense।
-
Present Continuous-এর passive voice এর গঠন: am/is/are + being + past participle।
-
A movie একটি singular subject, তাই এখানে is ব্যবহার হবে।
-
মূল verb watch এর past participle হলো watched।
-
Passive voice: A movie is being watched by them.
Other options:
-
ক) A movie watched by them. → এটি একটি phrase, পূর্ণাঙ্গ sentence নয়।
-
খ) A movie is watched by them. → এটি Present Indefinite Tense, তাই ভুল।
-
গ) A movie was being watched by them. → এটি Past Continuous Tense বোঝায়, তাই ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
তুমি চাইছো এগুলো আমি সব সময় এভাবেই সাজানো (Answer → Explanation → Other options → Source) ফরম্যাটে লিখি, তাই তো?

0
Updated: 1 week ago