A pun is best described as -
A
A hidden moral lesson in a story
B
The use of exaggerated statements
C
The repetition of initial consonant sounds
D
A wordplay that suggests two or more meanings
উত্তরের বিবরণ
একটি Pun হলো ভাষার এমন বুদ্ধিদীপ্ত রূপ যেখানে একটি শব্দ বা বাক্যাংশের একাধিক অর্থের মাধ্যমে হাস্যরস বা কৌতুকের প্রভাব সৃষ্টি করা হয়। এটি সাধারণত শব্দের উচ্চারণ, অর্থ বা ধ্বনিগত সাদৃশ্যের মাধ্যমে রসিকতা প্রকাশ করে। এ কারণেই Pun-কে প্রায়ই “শব্দের খেলা (Wordplay)” বলা হয়। উদাহরণস্বরূপ, “Time flies like an arrow; fruit flies like a banana” — এখানে “flies” শব্দটি একবার ক্রিয়া (উড়ে যাওয়া) এবং অন্যবার নাম (ফলের মাছি) হিসেবে ব্যবহৃত হয়েছে, যা মজার অর্থগত দ্বন্দ্ব সৃষ্টি করেছে।
• Pun:
-
এটি একটি humorous use of a word or phrase যা একই সঙ্গে একাধিক অর্থ প্রকাশ করতে পারে বা অন্য কোনো শব্দের মতো শোনায়।
-
Pun সাধারণত homophones (একই উচ্চারণবিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দ) বা sound-alike words (ধ্বনিগতভাবে কাছাকাছি শব্দ) নিয়ে খেলা করে।
-
এর মজার দিকটি আসে শব্দের দুটি অর্থের বিভ্রান্তি থেকে।
-
বাংলা অর্থে, Pun হলো শব্দ-কৌতুক, যেখানে একই শব্দের ভিন্ন অর্থ ব্যবহার করে হাস্যরস ও বুদ্ধিদীপ্ততা সৃষ্টি করা হয়।
-
উদাহরণ: “The tallest building in town is the library — it has thousands of stories!” এখানে “stories” শব্দটি বইয়ের গল্প এবং ভবনের তলা – দুই অর্থে ব্যবহৃত হয়েছে।
• সাহিত্যে Pun-এর ব্যবহার:
-
অনেক সাহিত্যিক তাঁদের রচনায় বা এমনকি শিরোনামেও Pun ব্যবহার করেছেন।
-
উদাহরণস্বরূপ, Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস Farewell to Arms-এ “Arms” শব্দটির দুটি অর্থ রয়েছে—
একদিকে এটি বোঝায় যুদ্ধ ও অস্ত্র, অন্যদিকে প্রেমিকার বাহু, যা দ্ব্যর্থবোধকতার মাধ্যমে শিরোনামটিকে গভীর ও কাব্যিক করেছে।
সঠিক উত্তর: ঘ) A wordplay that suggests two or more meanings

0
Updated: 16 hours ago
Which historical event is depicted in Murder in the Cathedral?
Created: 2 weeks ago
A
The signing of the Magna Carta
B
The martyrdom of St. Thomas Becket
C
The coronation of Arthur H. Hallam
D
The American Civil War

0
Updated: 2 weeks ago
What is the correct term for the greeting in a letter?
Created: 1 month ago
A
Signature
B
Salutation
C
Heading
D
Body
Correct Answer
খ) Salutation ✅
Explanation:
-
চিঠির শুরুতে যে অভিবাদনমূলক বাক্য থাকে, সেটাকেই Salutation বলে।
-
উদাহরণ: Dear Madam, বা Respected Sir, ইত্যাদি।
Other Options
ক) Signature → চিঠির শেষে লেখকের নাম বা স্বাক্ষর থাকে, অভিবাদন নয়।
গ) Heading → চিঠির শিরোনাম, ঠিকানা বা তারিখের অংশ, যা উপরে থাকে।
ঘ) Body → চিঠির মূল অংশ, যেখানে বিস্তারিত বার্তা লেখা হয়।

0
Updated: 1 month ago
Who wrote The Lake Isle of Innisfree?
Created: 1 month ago
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 1 month ago