Murder in the Cathedral is written by –
A
T.S. Eliot
B
Christopher Marlowe
C
John Dryden
D
William Shakespeare
উত্তরের বিবরণ
Murder in the Cathedral – T.S. Eliot
সঠিক উত্তর: ক) T. S. Eliot
সংক্ষিপ্ত সারাংশ:
-
“Murder in the Cathedral” হলো T.S. Eliot রচিত একটি বিখ্যাত Poetic Drama (Verse Drama)।
-
এটি ১৯৩৫ সালে প্রকাশিত ও ক্যান্টারবেরি ক্যাথেড্রালে প্রথম মঞ্চস্থ হয়।
-
নাটকটি Archbishop Thomas Becket-এর শহীদত্বের কাহিনির উপর ভিত্তি করে রচিত।
-
এতে ধর্ম, নৈতিকতা, রাজনীতি এবং কর্তব্যবোধের সংঘাত গভীরভাবে চিত্রিত হয়েছে।
-
নাটকটি আধুনিক ইংরেজি সাহিত্যে religious drama পুনর্জাগরণের পথিকৃৎ হিসেবে গণ্য।
বিস্তারিত বিশ্লেষণ:
-
নাটকটির প্রেক্ষাপট 1170 সালের Canterbury Cathedral, যেখানে Archbishop Thomas Becket রাজা Henry II-এর সঙ্গে বিরোধের কারণে নিহত হন।
-
Eliot এখানে কাব্যিক ভাষায় দেখিয়েছেন—
➤ একজন ধর্মীয় ব্যক্তিত্ব কিভাবে রাজনৈতিক শক্তির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে নৈতিক সত্যে অবিচল থাকে। -
নাটকটি দুই অংশে বিভক্ত:
1️⃣ Part I: Becket-এর আত্মসংঘাত ও প্রস্তুতি
2️⃣ Part II: হত্যাকাণ্ড ও শহীদত্ব -
এতে একটি Chorus of Women রয়েছে, যারা গ্রীক ট্র্যাজেডির কোরাসের মতোই সাধারণ মানুষের ভয়, বিশ্বাস ও নৈতিক দ্বিধাকে উপস্থাপন করে।
তাই, “Murder in the Cathedral” কেবল একটি ঐতিহাসিক নাটক নয়—এটি ধর্মীয় বিশ্বাস, নৈতিক শক্তি ও আত্মত্যাগের এক গভীর প্রতীকী নাটক।
T. S. Eliot (Thomas Stearns Eliot):
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮ – সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫ – লন্ডন
-
পেশা: কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক
-
পুরস্কার: Nobel Prize in Literature (1948)
-
Eliot ছিলেন Modernist Movement-এর অন্যতম প্রধান কবি।
Notable Works:
Poems:
-
The Waste Land (1922)
-
The Love Song of J. Alfred Prufrock
-
The Hollow Men
-
Ash Wednesday
-
Four Quartets
Plays:
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Confidential Clerk
-
The Elder Statesman
-
The Family Reunion
Extra Note:
-
“Murder in the Cathedral” is often called a “Modern Miracle Play” or “Saint’s Play” for its spiritual tone and subject.
-
Eliot used verse form, religious symbolism, and choric elements to revive medieval dramatic traditions in a modern setting.
🔹Key takeaway:
Murder in the Cathedral (1935) — A poetic drama by T.S. Eliot, based on the martyrdom of Archbishop Thomas Becket, portraying the conflict between spiritual integrity and worldly power.

0
Updated: 16 hours ago
'No Second Troy' is a-
Created: 2 weeks ago
A
short story
B
novel
C
poem
D
drama
No Second Troy হলো W. B. Yeats রচিত একটি বিখ্যাত কবিতা। এটি তিনি তার প্রেমিকা Maud Gonne এর কাছ থেকে পাওয়া চূড়ান্ত প্রত্যাখ্যানের পর রচনা করেন। Maud Gonne হঠাৎ করে John MacBride কে বিয়ে করেন, যাকে পরবর্তীতে Yeats-এর প্রচেষ্টায় আইরিশ স্বাধীনতা আন্দোলনের শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
কবিতাটি blank verse এ রচিত এবং এটি দুই স্তবকের সমন্বয়ে গঠিত। পুরো কবিতায় মোট ১২টি লাইন রয়েছে।
-
কবিতার শেষ দুটি পঙক্তি হলো:
Why, what could she have done, being what she is?
Was there another Troy for her to burn? -
William Butler Yeats আধুনিক যুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক ব্যক্তিত্ব।
-
তিনি কেবল একজন কবি নন, বরং একজন নাট্যকারও ছিলেন।
-
তার সাহিত্যকর্মগুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য, সংস্কৃতি ও রাজনীতির গভীর প্রভাব বহন করে।
-
নিজের জন্মভূমি আয়ারল্যান্ডের প্রতি ভালোবাসা তার কবিতাগুলোতে স্পষ্টভাবে ফুটে ওঠে।
-
তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয়।
-
তিনি ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তার রচিত কিছু বিখ্যাত কবিতা হলো:
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
-
-
তার রচিত কিছু নাটক হলো:
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk’s Wall
-

0
Updated: 2 weeks ago
What symbol represents sexual corruption along the Thames in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Prostitutes and river songs
B
Broken nets and dead fish
C
Drunken sailors and loud bells
D
Burning ships and falling stars
Thames নদীর পাশে যৌন দুর্নীতি ও পতিতাবৃত্তির চিত্র Eliot এঁকেছেন। একসময় যেখানে নদী পবিত্র ছিল, এখন সেখানে কেবল ভোগবাদী আচরণ আর গান। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক।

1
Updated: 2 weeks ago
There is a strong friendship ________ Humayra and Jhuma.
Created: 3 weeks ago
A
with
B
in
C
within
D
between
Complete Sentence:
There is a strong friendship between Humayra and Jhuma.
Explanation:
-
দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝাতে between ব্যবহার হয়।
-
উদাহরণ: There is a strong friendship between Humayra and Jhuma.
-
-
তিন বা ততোধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে among ব্যবহার করা হয়।
-
উদাহরণ: The cookies were shared among the children at the party.
-
-
যেহেতু এখানে শুধু দুইজন ব্যক্তির সম্পর্ক বোঝানো হয়েছে, সুতরাং শূন্যস্থানে সঠিক শব্দ হলো between।

0
Updated: 3 weeks ago