Who is Fra Lippo Lippi in Browning’s poem?
A
A merchant
B
A monk and painter
C
A soldier
D
A wandering poet
উত্তরের বিবরণ
Fra Lippo Lippi – Robert Browning
সঠিক উত্তর: খ) A monk and painter
About the Poem:
-
“Fra Lippo Lippi” হলো Robert Browning রচিত একটি dramatic monologue, যেখানে বক্তা নিজেই Fra Lippo Lippi, এক জন মঠের সন্ন্যাসী ও চিত্রশিল্পী।
-
কবিতাটি blank verse (অলংকরণহীন আইয়াম্বিক পেন্টামিটার) এ লেখা।
-
এটি ১৫শ শতকের ফ্লোরেন্সের এক বাস্তব জীবনের শিল্পীর (Fra Filippo Lippi) জীবন ও শিল্পদর্শনের উপর ভিত্তি করে রচিত।
Theme and Analysis:
-
Fra Lippo Lippi মঠের সন্ন্যাসী হলেও তার মূল আগ্রহ ছিল মানুষের বাস্তব জীবন ও সৌন্দর্য চিত্রায়ণ করা।
-
সে বিশ্বাস করত, শিল্প বাস্তবতাকে প্রতিফলিত করা উচিত, কেবলমাত্র ধর্মীয় আদর্শ নয়।
-
কবিতায় দেখা যায় তার দ্বন্দ্ব — একদিকে ধর্মীয় কর্তব্য, অন্যদিকে শিল্পীর স্বাধীনতা ও বাস্তব জীবনের আকর্ষণ।
-
Browning এর মাধ্যমে Fra Lippo Lippi হয়ে ওঠে এক মানবতাবাদী ও বাস্তববাদী শিল্পীর প্রতীক, যিনি মানুষের জীবনের সৌন্দর্য ও সত্যকে অস্বীকার করতে পারেন না।
About Robert Browning (1812–1889):
-
Victorian যুগের একজন প্রখ্যাত ইংরেজ কবি।
-
তাঁর রচনায় dramatic monologue, psychological insight ও character portrayal বিশেষভাবে প্রশংসিত।
-
স্ত্রী: Elizabeth Barrett Browning (একইভাবে বিখ্যাত কবি)।
-
তাঁর কাব্যভাষা ছিল জটিল, তীক্ষ্ণ এবং দার্শনিক।
Notable Works:
Poems:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
The Pied Piper of Hamelin
-
Men and Women
-
Bishop Blougram’s Apology
-
Andrea del Sarto
-
Porphyria’s Lover
-
The Ring and the Book
Drama:
-
Pippa Passes

0
Updated: 16 hours ago
Which of the following is not a part of a paragraph?
Created: 1 month ago
A
Terminator
B
Topic sentence
C
Body
D
Heading
Paragraph Structure
-
Note: Heading is not a part of a paragraph; it belongs to a letter.
-
A paragraph can be divided into three main parts:
-
Beginning (Topic Sentence):
-
The first sentence of the paragraph.
-
Should be engaging and introduce the main idea.
-
-
Body:
-
Includes all sentences between the first and the last.
-
Develops and supports the main idea of the paragraph.
-
-
End (Terminator):
-
The final sentence that completes the paragraph’s thought.
-
Provides a sense of closure and emphasizes the main idea.
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 1 month ago
Choose the spelling.
Created: 1 week ago
A
Ostentation
B
Austentation
C
Oustentation
D
Ostentetion
Ostentation (Noun)
-
English Meaning: An exaggerated display of wealth, knowledge, or skill made to impress people.
-
Bangla Meaning: প্রশংসা অর্জন বা ঈর্ষা জাগানোর উদ্দেশ্যে (বিত্ত, বিদ্যা, দক্ষতা ইত্যাদি) প্রদর্শন
-
উদাহরণ: The ostentation of the newly rich
-
Example Sentence:
-
His wealth was displayed with unnecessary ostentation.
-
বাংলা অর্থ: তার সম্পদ অযথা আড়ম্বরের সঙ্গে প্রদর্শিত হয়েছিল।
Source:

0
Updated: 1 week ago
He worked with all sincerity. The underlined phrase is-
Created: 1 month ago
A
A noun phrase
B
An adjective phrase
C
An infinitive phrase
D
An adverbial phrase
He worked with all sincerity.
উল্লেখিত অংশ (underlined phrase): with all sincerity
Adverbial Phrase
-
যে phrase বাক্যে adverb-এর মতো কাজ করে, তাকে Adverbial Phrase বলা হয়।
-
সহজভাবে বলতে গেলে, যখন আমরা বাক্যের কাজ (verb) কে প্রশ্ন করি—যেমন কখন (when), কোথায় (where), কেন (why), বা কিভাবে (how)—আর তার উত্তর একটি phrase হিসেবে আসে, সেটাই Adverbial Phrase।
প্রদত্ত বাক্যে with all sincerity phrase টি worked ক্রিয়াটিকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে।
-
এটি দেখাচ্ছে কিভাবে সে কাজ করেছিল, তাই এটি Adverbial Phrase হিসেবে চিহ্নিত।
উৎস: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 1 month ago