Who is the speaker of the soliloquy "To be or not to be, that is the question"?
A
Hamlet
B
Macbeth
C
Romeo
D
Julius Caesar
উত্তরের বিবরণ
"To be or not to be, that is the question" এই বিখ্যাত সলিলোকুইটির বক্তা হল হ্যামলেট। এটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক Hamlet থেকে নেওয়া। হ্যামলেট, ডেনমার্কের রাজপুত্র, তাঁর জীবনের অর্থ এবং মৃত্যুর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। এই সলিলোকুইটে তিনি জীবনের কষ্ট এবং মৃত্যুর অনিশ্চয়তা নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন, ভাবছেন জীবনের দুঃখ ও যন্ত্রণার মুখোমুখি হওয়া উচিত নাকি মৃত্যু দ্বারা মুক্তি পাওয়া উচিত। এটি হ্যামলেটের মানসিক অবস্থা এবং গভীর দার্শনিক চিন্তার প্রতিফলন।
সঠিক উত্তর: ক) Hamlet
বিস্তারিত আলোচনা:
-
Hamlet হলো Shakespeare রচিত সবচেয়ে বিখ্যাত ট্র্যাজিডিগুলোর একটি।
-
এটি ৫ অঙ্কের ট্র্যাজিডি, যা ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং ১৬০৩ সালে প্রকাশিত হয়।
-
হ্যামলেট জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে তার চাচা Claudius, তার মা Gertrude কে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী।
-
এরপর প্রিন্স হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং ঘটনাগুলোর মধ্য দিয়ে ট্র্যাজিডি এগিয়ে যায়।
-
নাটকের antagonist বা ভিলেন হিসেবে দেখানো হয়েছে Claudius-কে।
-
শেষাংশে হ্যামলেটের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজিডিটি সমাপ্ত হয়।
-
Important Characters of Hamlet:
-
Hamlet
-
Ophelia (Heroine)
-
Claudius
-
Gertrude
-
Horatio (Loyal and best friend of Hamlet)
-
Polonius (Ophelia's Father)
-
Laertes (Ophelia's Uncle)
Famous Quotations from Hamlet:
-
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
-
To be or not to be, that is the question.
-
Frailty, thy name is woman.
-
Brevity is the soul of wit.
-
Listen to many, speak to a few.
-
Though this be madness, yet there is method in't.
-
Conscience doth make cowards of us all.
-
There is divinity that shapes our end.

0
Updated: 16 hours ago
Who is the author of the quote "Fools rush in where angels fear to tread"?
Created: 2 months ago
A
O' henry
B
Alexander Graham Bell
C
T. S Eliot
D
Alexander Pope
• "Fools rush in where angels fear to tread" উক্তিটি প্রখ্যাত ইংরেজ কবি Alexander Pope-এর লেখা। এটি তাঁর ১৭১১ সালে প্রকাশিত "An Essay on Criticism" কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্তির মাধ্যমে Pope বোঝাতে চেয়েছেন যে মূর্খরা অবিবেচনাপূর্ণভাবে এমন কাজ বা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে, যেখানে জ্ঞানী ও বিচক্ষণরা সাবধানে পা ফেলে বা একেবারেই পা রাখেন না। এটি একটি গভীর প্রবাদ হয়ে উঠেছে যা আজও নানা প্রসঙ্গে ব্যবহৃত হয়।
• বিস্তারিত আলোচনা:
• An Essay on Criticism:
- "An Essay on Criticism'" হচ্ছে Alexander Pope-এর একটি didactic (শিক্ষামূলক) কবিতা, যা heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
- এই কবিতাটি মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে এ লেখকদের ধারাও বিদ্যমান।
• Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক (epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলে।
- Pope এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
• Notable works:
Poems:
- An Essay on Criticism,
- The Rape of the Lock,
- The Dunciad,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- Windsor-Forest, etc.
• Famous quotes:
- A little learning is a dangerous thing.
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.
- Hope springs eternal in the human breast.
- The proper study of mankind is man.

0
Updated: 2 months ago
What does “Jocular” mean?
Created: 6 days ago
A
Serious
B
Humorous
C
Jealous
D
Sad
সঠিক উত্তর হলো খ) Humorous। Jocular একটি adjective, যার অর্থ রসিকতাপ্রিয় বা রসিক। এটি সাধারণত এমন কিছু বোঝায় যা মজা হিসেবে বলা বা করা হয় এবং playful বা হাস্যরসাত্মক হয়।
-
Jocular (Adj)
-
Bangla Meaning: রসিকতাপ্রিয়; রসিক
-
English Meaning: said or done as a joke; characterized by jesting; playful
-
-
Humorous (Adj)
-
Bangla Meaning: রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক
-
English Meaning: full of or characterized by that quality which appeals to a sense of the ludicrous or absurdly incongruous; full of or characterized by humor; funny
-
Other options:
-
ক) Serious
-
Bangla Meaning: গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল
-
English Meaning: thoughtful or subdued in appearance or manner; sober
-
-
গ) Jealous
-
Bangla Meaning: অধিকার বা প্রণয়ের সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ; ঈর্ষাকাতর; ঈর্ষাপরায়ণ
-
English Meaning: hostile toward a rival or one believed to enjoy an advantage; envious
-
-
ঘ) Sad
-
Bangla Meaning: অসুখী; বিষণ্ণ; বিষাদিত; বিমর্ষ; কাতর; ম্রিয়মাণ
-
English Meaning: affected with or expressive of grief or unhappiness; downcast
-

0
Updated: 6 days ago
The idiom 'cry over spilled milk' means-
Created: 1 week ago
A
to be upset about something irretrievably lost
B
to cry incessantly
C
to cry for a dead pet
D
to cry for urgent help
Cry over spilled milk হলো একটি idiom, যা বোঝায় এমন কিছু নিয়ে অনুশোচনা করা যা ইতিমধ্যেই হয়ে গেছে বা যা পরিবর্তন করা সম্ভব নয়।
-
English meaning: to express regret about something that has already happened or cannot be changed
-
Bangla meaning: বৃথা অনুশোচনা করা
Example sentence:
-
Yes, we made a mistake, but there’s no point in crying over spilled milk.
-
Bangla meaning: হ্যা, আমরা একটা ভুল করে ফেলেছি, এখন এটা নিয়ে বৃথা অনুশোচনা করার কোনো মানে হয় না।
অন্যান্য বিকল্পের অর্থ:
-
খ) to cry incessantly: অবিরাম কাঁদা
-
গ) to cry for a dead pet: মৃত পোষ্য পশুর জন্য কাঁদা
-
ঘ) to cry for urgent help: জরুরি সাহায্যের জন্য চিৎকার করা

0
Updated: 6 days ago