Choose the best option.
He talks confidently, but when it comes to real action, he usually ________.
A
calls the shots
B
passes the buck
C
puts his money where his mouth is
D
chickens out
উত্তরের বিবরণ
Complete Sentence: He talks confidently, but when it comes to real action, he usually chickens out।
Bangla Meaning: সে আত্মবিশ্বাসের সাথে কথা বলে, কিন্তু যখন আসল কাজের কথা আসে, তখন প্রায়ই পিছিয়ে যায়।
-
Option Analysis:
-
ক) calls the shots
-
Meaning: To make decisions or control a situation
-
Bangla Meaning: নিয়ন্ত্রণ করা বা সিদ্ধান্ত নেওয়া
-
Relevance: বাক্যের প্রেক্ষিতে মানানসই নয়, কারণ সে কাজে সাহসী নয়
-
-
খ) passes the buck
-
Meaning: To avoid responsibility and blame someone else
-
Bangla Meaning: দায় এড়িয়ে অন্যকে চাপিয়ে দেওয়া
-
Relevance: কিছুটা প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু মূল অর্থের সঙ্গে পুরোপুরি মিলে না
-
-
গ) puts his money where his mouth is
-
Meaning: To take action to support what one says
-
Bangla Meaning: যা বলে তার সাথে কাজ বা বিনিয়োগ করা
-
Relevance: ভুল, কারণ বাক্যে সে কাজে জড়াতে সাহস করে না
-
-
ঘ) chickens out
-
Meaning: To be too scared to do something; to back out from action
-
Bangla Meaning: ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা সাহস হারানো
-
Relevance: বাক্যের অর্থের সঙ্গে পুরোপুরি মিল, কারণ সে কাজে আসল সাহস দেখায় না
-
-
-
সঠিক উত্তর: ঘ) chickens out

0
Updated: 16 hours ago
Doctor Faustus was written during -
Created: 1 month ago
A
Elizabethan period
B
Restoration period
C
Middle English period
D
Victorian period
সঠিক উত্তর: ক) Elizabethan period
বিস্তারিত ব্যাখ্যা:
Doctor Faustus:
-
পুরো নাম: The Tragicall History of D. Faustus
-
রচয়িতা: Christopher Marlowe
-
প্রকাশকাল: ১৬০৪
-
কাঠামো: ৫টি acte বিশিষ্ট ট্র্যাজেডি
-
কাহিনী সংক্ষেপ: Faustus একজন পণ্ডিত ডাক্তার, যিনি অসীম জ্ঞান ও ক্ষমতা অর্জনের জন্য শয়তান Mephistopheles-এর সঙ্গে চুক্তি করেন। নাটকে ভালো এবং খারাপ ফেরেশতা তাকে প্রভাবিত করার চেষ্টা করে। Faustus শেষ পর্যন্ত বুঝতে পারেন যে সে ফিরে আসতে পারবে না।
-
Mephistopheles নাটকে পাপ ও শয়তানের প্রতীক।
কিছু বিখ্যাত সংলাপ:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Hell is just a frame of mind."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"He that loves pleasure must for pleasure fall."
-
"The stars move still, time runs, the clock will strike."
Christopher Marlowe:
-
একজন Elizabethan poet এবং University Wit
-
Shakespeare-এর আগে ইংরেজি নাটকের অন্যতম প্রধান ব্যক্তিত্ব
-
ড্রাম্যাটিক ব্ল্যাঙ্ক ভার্স প্রতিষ্ঠায় বিশেষভাবে পরিচিত
অন্যান্য উল্লেখযোগ্য রচনা (plays):
-
Edward II
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta

0
Updated: 1 month ago
Synonym of 'Equivocate' -
Created: 3 weeks ago
A
Prevaricate
B
Vacillate
C
Confront
D
Both A & B
Equivocate [verb]
-
English Meaning: To speak in a way that is intentionally not clear and confusing to other people, especially to hide the truth.
-
Bangla Meaning: দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাক্চাতুরী করা।
-
Synonyms: Prevaricate (অসত্য বা আংশিক অসত্য বলা), Vacillate (দ্বিধা করা), Temporize (গড়িমসি করা), Fudge (অর্থহীন অজুহাত দেওয়া), Hedge (এড়ানো), Quibble (কথার মারপ্যাঁচ করা)।
-
Antonyms: Confront (মুখোমুখি হওয়া), Tell the truth (সত্য বলা), Be frank (স্পষ্টবাদী হওয়া), Speak your mind (আসল কথা বলা), Be blunt (সরাসরি বলা)।
-
Example Sentences:
-
The law students squirmed and equivocated to avoid confronting my question.
-
The applicant seemed to be equivocating when we asked him about his last job.
-
Source: Live MCQ Lecture.

0
Updated: 3 weeks ago
Which sentence is correct?
Created: 1 week ago
A
If he apologizes, she might have forgiven him.
B
If he had apologized, she might forgiven him.
C
If he had apologized, she might have forgiven him.
D
If he had apologized, she might had forgiven him.
Complete sentence: If he had apologized, she might have forgiven him।
-
Bangla Meaning: সে যদি দুঃখ প্রকাশ করত, তবে হয়তো তাকে মাফ করে দিতো।
-
এটি Third Conditional sentence। Conditional sentence-এ দুটি clause থাকে:
-
If-clause (subordinate clause) – শর্ত বোঝায়
-
Main/principal clause – ফলাফল বোঝায়
-
Third Conditional নিয়মাবলী:
-
If-clause: had + past participle (V3)
-
Main clause: would/could/might + have + past participle (V3)
-
Negative: would/could/might + not + have + V3
-
If-clause ছাড়া condition শুরু করতে চাইলে Had + subject + V3 ব্যবহার করা যায়।
Structure:
-
If + Past Perfect (had + V3) + Subject + would/could/might + have + V3 + extension
উদাহরণ:
-
If we had taken the train, we would have reached on time.
-
If she had remembered the appointment, she wouldn’t have missed it.
-
If you had called me, I could have helped you.
-
If they had prepared better, the presentation would have been successful.

0
Updated: 4 days ago