A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
উত্তরের বিবরণ
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 week ago
Choose the word that means the opposite of "Limp".
Created: 12 hours ago
A
Rigid
B
Flaccid
C
Slack
D
Soft
• The opposite of 'Limp' is – Rigid.
Limp (adjective)
English Meaning: lacking firmness, stiffness, or structure; soft or drooping.
Bangla Meaning: ঢিলে, নিস্তেজ, নরম ও অসংগঠিতভাবে ঝুলে পড়া।
অপশন আলোচনা:
ক) Rigid – কঠিন; দৃঢ়; শক্ত।
খ) Flaccid – ঢিলে; নিস্তেজ; মাংসল ও নরমভাবে ঝুলে পড়া।
গ) Slack – ঢিলে; আলগা; শক্ত না থাকা।
ঘ) Soft – নরম; কোমল।

0
Updated: 12 hours ago
'Out and Out' means-
Created: 2 months ago
A
Not at all
B
Thoroughly
C
To be last
D
Man of outside
• 'Thoroughly' is the meaning of the phrase - Out and out.
• Out and out
English Meaning: complete or in every way; in every respect; thoroughly.
Bangla Meaning: সম্পূর্ণরূপে; পুরোপুরি।
• Example Sentence:
- That's an out-and-out lie!
- The whole project was an out-and-out disaster.
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
EQUIVOCAL means
Created: 1 month ago
A
Universal
B
Mistaken
C
Quaint
D
Clear
EQUIVOCAL (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Universal(adjective)
- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
খ) Mistaken (past participle) (adjective)
- ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: অবিবেচনাপ্রসূত।
গ) Quaint (adjective)
- অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।
ঘ) Clear(adjective)
- স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: ; উজ্জ্বল; পরিষ্কার:নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট: (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - Clear শব্দটি Equivocal এর বিপরীত অর্থ প্রকাশ করছে। অন্য অপশন গুলো এর বিপরীত বা সমার্থক অর্থ প্রকাশ করছেনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago