The obstacle is too hard for me to solve. (Make it Compound)
A
The obstacle is hard and I could solve it.
B
The obstacle is very hard and I cannot solve it.
C
The obstacle is so hard that I can solve it.
D
The obstacle is very hard that I cannot solve it.
উত্তরের বিবরণ
Simple Sentence: The obstacle is too hard for me to solve।
Compound Sentence: The obstacle is very hard and I cannot solve it।
-
Too + to যুক্ত Simple Sentence কে Compound Sentence-এ রূপান্তর করার নিয়ম:
-
Too এর পরিবর্তে very ব্যবহার করা হয়
-
to এর পরিবর্তে and ব্যবহার করা হয়
-
Tense অনুযায়ী cannot / could not বসানো হয়
-
to এর পরের অংশটি রাখা হয়
-
-
More Examples:
-
Simple Sentence: He is too busy to attend the meeting.
-
Compound Sentence: He is very busy and cannot attend the meeting।
-

0
Updated: 16 hours ago
After hours of discussion, the committee made a __________ decision to approve the new policy.
Created: 1 week ago
A
unanimous
B
unamimous
C
unonimous
D
unaneemous
Complete Sentence: After hours of discussion, the committee made a unanimous decision to approve the new policy.
-
Bangla Meaning: অনেক ঘন্টা আলোচনা শেষে, কমিটি একমত হয়ে নতুন নীতি অনুমোদন করার সিদ্ধান্ত নিল।
Unanimous (adjective):
-
English Meaning: Fully in agreement; when all members of a group share the same opinion or decision.
-
Bangla Meaning: সম্পূর্ণ সম্মতিপূর্ণ; সকলের মতামত বা সিদ্ধান্ত একরকম।
Example Sentences:
-
The committee reached a unanimous decision to approve the proposal.
-
The voters were unanimous in their support for the new policy.

0
Updated: 4 days ago
Riders to the Sea is-
Created: 2 months ago
A
an epic poem
B
a novella
C
a one-act play
D
a theatrical adaptation of a poem
'Riders to the Sea', a one-act play by John Millington Synge.
- John Millington Synge was an Irish dramatist.
- সুতরাং, The one-act play 'Riders to the Sea' is written by an - Irish writer.
• 'Riders to the Sea'
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মুলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন।
• Maurya নামক একজন বৃদ্ধ মহিলার জীবনের কঠিন দুঃখ -দুর্দশা এবং বেদনার চিত্র বর্ণিত হয়েছে এই নাটকে , যিনি তার ছোট ছেলে Bartley ছাড়া, পরিবারের সকল পুরুষ সদস্যদের কে সাগরের ঝড়ের মাঝে বিভিন্ন সময়ে হারিয়ে ফেলেছেন.
- কিন্তু শেষ সময়ে দেখা যায় তার ছোট ছেলেটিও সাগরে ডুবেই মারা যায়।
- এই Maurya চরিত্রটিকে সাহিত্য জগতের অন্যতম most ill- fated character হিসেবে বিবেচনা করা হয়।
• Characters from the play -
- Maurya
- Bartley (the youngest son of the family.)
- Cathleen
- Nora (Nora is the daughter of Maurya)
- The Priest.
• John Millington Synge
- তিনি ছিলেন আইরিশ সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মহান একজন কাব্যিক নাট্যকার যিনি আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ অবস্থাকে পরিশীলিত কারুকার্যের সাথে চিত্রিত করেছেন।
- প্রথমে তিনি একজন 'musician' হবার ইচ্ছা করলেও 1894 সালে তিনি একজন সঙ্গীতজ্ঞ হওয়ার পরিকল্পনা ত্যাগ করেন এবং এর পরিবর্তে English Literature এ মনোনিবেশ করেন।
• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম -
- In the Shadow of the Glen (1903)
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 2 months ago
'The Sun Also Rises' is written by?
Created: 1 month ago
A
H.G. Wells
B
George Orwell
C
Thomas Hardy
D
Ernest Hemingway
• 'The Sun Also Rises' is written by Ernest Hemingway.
• The Sun Also Rises:
- Ernest Hemingway-এর The Sun Also Rises (১৯২৬) উপন্যাসটি কিছু হতাশাগ্রস্ত প্রবাসীর জীবন নিয়ে যারা Paris-এ বাস করে এবং পরে Spain ভ্রমণ করে।
- মূল চরিত্র Jake Barnes, যিনি একজন আমেরিকান সাংবাদিক, এবং তার ভালোবাসা Lady Brett Ashley-কে ঘিরে কাহিনি আবর্তিত।
- যুদ্ধকালীন আঘাতের কারণে Jake শারীরিকভাবে অক্ষম, তাই তাদের প্রেম অসম্পূর্ণ থেকে যায়।
- তারা Pamplona শহরে ষাঁড়ের লড়াই উৎসবে যায়, যেখানে দাম্পত্য টানাপোড়েন ও আবেগগত সংঘাত দেখা দেয়।
- এই উপন্যাসে Lost Generation-এর যুদ্ধপরবর্তী শূন্যতা, হতাশা ও জীবনের অর্থ খোঁজার চিত্র ফুটে উঠেছে।
• Ernest Hemingway:
- Ernest Hemingway (১৮৯৯–১৯৬১) ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক, ছোটগল্পকার ও সাংবাদিক।
- তিনি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী গদ্যশৈলী এবং সাহস, যুদ্ধ, ক্ষতি ও পুরুষত্ব বিষয়ে লেখার জন্য বিখ্যাত।
- World War I-এ অংশগ্রহণ তার লেখায় গভীর প্রভাব ফেলে।
- তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে The Old Man and the Sea, A Farewell to Arms, এবং The Sun Also Rises.
- তিনি ১৯৫৪ সালে Nobel Prize in Literature অর্জন করেন এবং ২০শ শতাব্দীর শ্রেষ্ঠ সাহিত্যিকদের একজন হিসেবে বিবেচিত হন।
• Famous Works :
- The Old Man and the Sea.
- A Farewell to Arms.
- The Sun Also Rises.
- For Whom the Bell Tolls.
- In Our Time.
- Men Without Women.

0
Updated: 1 month ago