Most days were spent lounging _________ the pool.
A
in
B
on
C
around
D
aside
উত্তরের বিবরণ
Complete Sentence: Most days were spent lounging around the pool।
-
lounging (verb)
-
English Meaning: to sit, lie, or stand in a relaxed or lazy way
-
Bangla Meaning: আরাম করে বসা বা শুয়ে থাকা
-
-
আরাম করে শুয়ে থাকা বা বসা বোঝাতে lounging-এর সাথে সাধারণত preposition হিসেবে ‘by’ বা ‘around’ ব্যবহার করা হয়
-
এখানে ‘around’ ব্যবহার করা হয়েছে, যা বোঝায় পুলের আশেপাশে বা পার্শ্বে আরাম করা
-
-
Correct Answer: গ) around
-
Example Sentences:
-
On summer afternoons, we love lounging around the pool with cold drinks.
-
They spent the weekend lounging around the garden, enjoying the sun.
-

0
Updated: 16 hours ago
"Beauty is truth, truth beauty" – appears in which poem?
Created: 2 weeks ago
A
Ode to the West Wind
B
Ode to a Nightingale
C
Kubla Khan
D
Ode on a Grecian Urn
“Beauty is truth, truth beauty” লাইনটি John Keats-এর লেখা Ode on a Grecian Urn কবিতায় এসেছে। এটি Romantic Period-এর অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি ৫টি stanza বিশিষ্ট এবং প্রকাশিত হয় ১৮২০ সালে। এতে একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক তুলে ধরা হয়েছে।
প্রধান উক্তি:
-
"Beauty is truth, truth beauty, —that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821)
-
British Romantic Lyric Poet।
-
Romantic Period-এর একজন প্রখ্যাত কবি।
-
সাহিত্য কর্মে বৈচিত্র্যময় Sonnets, Odes, এবং Epics রয়েছে।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness
-
তিনি Physician, Surgeon এবং Doctor হিসেবেও পরিচিত।
প্রধান কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St.
-
La Belle Dame Sans Merci
বাকি অপশন:
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats
-
Kubla Khan – Samuel Taylor Coleridge

0
Updated: 2 weeks ago
What type of literary work is Ben Jonson's "A Tale of a Tub"?
Created: 1 month ago
A
essay
B
play
C
poem
D
novel
A Tale of a Tub (play) রচনা করেছেন Ben Jonson। এটি ১৬৩৩ সালে মঞ্চায়িত হয় এবং ১৬৪০ সালে প্রকাশিত হয়।
Ben Jonson একজন ইংরেজ Stuart যুগের নাট্যকার, লিরিক কবি ও সাহিত্য সমালোচক। তিনি Comedy of Humours-এর প্রতিষ্ঠাতা এবং Shakespeare-এর পরে Stuart যুগের দ্বিতীয় প্রধান নাট্যকার হিসেবে বিবেচিত।
বিঃদ্রঃ
-
Ben Jonson – A Tale of a Tub (play)
-
Charles Dickens – A Tale of Two Cities
-
Jonathan Swift – A Tale of a Tub (fiction)

0
Updated: 1 month ago
Pygmalion is written by -
Created: 2 weeks ago
A
George Bernard Shaw
B
Charles Dickens
C
Rudyard Kipling
D
Oscar Wilde
Pygmalion হলো George Bernard Shaw রচিত পাঁচ অঙ্কের একটি রোমান্টিক নাটক। এটি প্রথমে ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় মঞ্চস্থ হয় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন। নাটকটির মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিব্যবস্থা।
-
লেখক: George Bernard Shaw (1856–1950), একজন আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Shaw কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
-
তার সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে পরবর্তীতে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Arms and the Man
-
Saint Joan
-
Caesar and Cleopatra
-
The Devil’s Disciple
-
Mrs. Warren’s Profession
-
The Doctor’s Dilemma
উৎস:

0
Updated: 2 weeks ago