Give the correct passive form of 'My teacher embodies all the good qualities'.
A
All the good qualities are embodied by my teacher.
B
All the good qualities are embodied in my teacher.
C
All the good qualities are embodied to my teacher.
D
All the good qualities are embodied on my teacher.
উত্তরের বিবরণ
✅ Active থেকে Passive Voice-এ রূপান্তরের নিয়মাবলি
-
একটি Active Voice বাক্যে যে ব্যক্তি কাজটি করছে, অর্থাৎ subject, তা Passive Voice-এ object হয়ে যায়।
-
Active Voice-এর object-ই Passive Voice-এ subject হিসেবে ব্যবহৃত হয়।
-
মূল verb-টি Passive Voice-এ past participle (V3) রূপে ব্যবহার হয়, এবং বাক্যের tense ও subject অনুযায়ী উপযুক্ত auxiliary verb বা be verb যুক্ত হয়।
Passive Voice-এ Preposition ব্যবহারের দিক
-
সাধারণভাবে Passive Voice-এ object এর পূর্বে by preposition ব্যবহৃত হয় — যেমন: The book was written by her।
-
তবে সব verb-ই “by” এর মাধ্যমে Passive হয় না। কিছু verb-এর ক্ষেত্রে in, with, to ইত্যাদি preposition ব্যবহৃত হয়ে থাকে।
-
বিশেষ কিছু verb যেমন: Embody, Contain, Include ইত্যাদি Passive রূপে গেলে সাধারণত in preposition নেয়।
Present Indefinite Tense-এর Passive রূপ
-
যদি Active বাক্যটি Present Indefinite Tense-এ হয়, তবে Passive রূপে এর কাঠামো হয়:
am/is/are + past participle form of main verb
উদাহরণ
Active: My teacher embodies all the good qualities.
Passive: All the good qualities are embodied in my teacher.
এখানে লক্ষ্য করো, "embodies" verb-এর Passive রূপ হয়েছে "are embodied", এবং “in my teacher” দ্বারা বোঝানো হয়েছে গুণগুলো কার মধ্যে রয়েছে।
0
Updated: 3 months ago
People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence?
Created: 5 months ago
A
The patriots will always be remembered by people
B
The patriots are always being remembered
C
People are always remembered by the patriots
D
The patriots are always remembered
Active Voice-এর Object টি Passive Voice-এর Subject হয়।
-
মূল Verb-এর কাল (tense) অনুযায়ী একটি 'be' Verb ব্যবহার করা হয় (যেমন: is, are, was, were, being, been)।
-
মূল Verb-এর Past Participle (V3) form ব্যবহৃত হয়।
-
Active Voice-এর Subject টি Passive Voice-এ Object হিসেবে ব্যবহৃত হয় এবং তার আগে সাধারণত by (বা with, at, to, in ইত্যাদি প্রিপোজিশন) বসে।
-
যদি Active Voice-এর Subject কে উল্লেখ করা গুরুত্বপূর্ণ না হয় বা সেটা 'People', 'Someone', 'They' ইত্যাদি অস্পষ্ট subject হয়, তবে তা Passive Voice-এ না লিখলেও চলে।
Active: People always remember patriots.
Passive: Patriots are always remembered.
এখানে "People" অস্পষ্ট subject হওয়ায় Passive form-এ তা উল্লেখ করা হয়নি।
0
Updated: 5 months ago
Who wrote this book?
Choose the correct passive form:
Created: 1 month ago
A
This book is written by whom?
B
This book has been written by who?
C
By whom was this book written?
D
This book was written by whom?
Correct Answer: গ) By whom was this book written?
-
মূল বাক্য: Who wrote this book? → এটি Past Indefinite Tense।
-
Passive voice করার নিয়ম: was/were + past participle।
-
এখানে who subject ছিল, passive-এ তা by whom হয়।
-
This book object → passive-এ subject হয়ে যায়।
-
সুতরাং সঠিক রূপ: By whom was this book written?
Other options:
-
ক) This book is written by whom? → এটি Present Tense, অথচ মূল বাক্য Past Tense-এ, তাই ভুল।
-
খ) This book has been written by who? → এটি Present Perfect tense এবং এখানে who এর পরিবর্তে whom দরকার।
-
ঘ) This book was written by whom? → ব্যাকরণগতভাবে ঠিক, কিন্তু এটি statement form, interrogative নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Pluck me a flower. (Make it passive)
Created: 1 month ago
A
Let a flower be plucked to me.
B
Let a flower be plucked by me.
C
Let a flower be plucked with me.
D
Let a flower be plucked for me.
শুধুমাত্র মূল Verb দিয়ে শুরু করা Imperative Sentence-এর Active Voice কে Passive Voice-এ রূপান্তরের নিয়ম:
-
Passive Voice-এর বাক্য Let দিয়ে শুরু হবে।
-
Active Voice-এর Object কে Passive Voice-এর Subject হিসেবে বসানো হবে।
-
be যোগ করা হবে।
-
মূল Verb-এর Past Participle ফর্ম ব্যবহার করা হবে।
-
অনেক ক্ষেত্রে Active Voice-এর Verb-এর পর Passive Voice-এ by ছাড়া অন্য preposition ব্যবহার করা হয়, যেমন: to, at, on, with, for ইত্যাদি।
-
Active Voice-এর Subject Passive Voice-এ Object হিসেবে বসানো হবে।
উদাহরণ:
-
Active Voice: Pluck me a flower.
-
Passive Voice: Let a flower be plucked for me.
0
Updated: 1 month ago