A
Paper is made of wood.
B
Paper is made from wood.
C
Paper is made by wood.
D
Paper is made on wood.
উত্তরের বিবরণ
✅ সঠিক বাক্য: Paper is made from wood.
🔹 যখন কোনো বস্তু তৈরির পর তার মূল উপাদানটি দৃশ্যমান এবং একই অবস্থায় থাকে, তখন made of ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
-
The table is made of wood.
-
The ring is made of gold.
এখানে টেবিল ও আংটিটি তৈরি হলেও কাঠ ও সোনার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তাই made of ব্যবহৃত হয়েছে।
🔹 অপরদিকে, যদি কোনো কিছু তৈরির পর তার উপাদানটি আর দেখা না যায় বা উপাদানের রূপান্তর ঘটে, তাহলে made from ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Paper is made from wood.
-
Glass is made from sand.
কাগজ বা কাঁচ তৈরি হলেও কাঠ বা বালির মূল রূপ সেখানে আর দৃশ্যমান নেই, বরং তা পরিবর্তিত হয়েছে। তাই এখানে made from প্রযোজ্য।

0
Updated: 1 week ago
Choose the sentence where the gerund is the subject:
Created: 3 months ago
A
She likes painting landscapes.
B
They were painting landscapes.
C
Painting landscapes is relaxing.
D
She has painted landscapes.
Gerund হলো কোনো Verb-এর (ক্রিয়া) -ing রূপ, যা noun-এর মতো ব্যবহৃত হয়।
এখানে Painting landscapes — পুরো অংশটি একটি noun-এর মতো ব্যবহার হয়েছে এবং subject হিসেবে কাজ করছে।
বাক্যটি বোঝাচ্ছে: "চিত্রাঙ্কন করা (painting landscapes) হচ্ছে একধরনের আরামদায়ক কাজ।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) She likes painting landscapes.
→ এখানে "painting" Gerund হলেও Subject নয়, Object (She কী পছন্দ করে? — painting landscapes)।
খ) They were painting landscapes.
→ এখানে "painting" হলো Main Verb (Past Continuous Tense)।
ঘ) She has painted landscapes.
→ এখানে "painted" Past Participle, Gerund নয়।
সুতরাং উত্তর: গ) Painting landscapes is relaxing.

0
Updated: 3 months ago
Choose the correct form (passive) of - 'Who will do the work?'
Created: 1 day ago
A
Who will be done the work?
B
Who will done the work?
C
By whom will the work be done?
D
Whom will the work be done?
Active Voice থেকে Passive Voice এ ‘Who’ যুক্ত প্রশ্ন করার নিয়ম:
উদাহরণ:
Active: Who will do the work?
Passive: By whom will the work be done?
নিয়ম:
-
Passive Voice এ প্রশ্ন করার সময় “By whom” দিয়ে শুরু করতে হবে।
-
তারপর আসবে Auxiliary verb (যেমন: is, are, has, have, will ইত্যাদি) — এটি মূল বাক্যের টেন্স অনুযায়ী।
-
তার পর subject এবং verb এর past participle (third form)।
-
যদি Auxiliary verb দুইটা হয়, তবে একটি subject এর আগে এবং অপরটি পরে বসবে।
আরেকটি উদাহরণ:
Active: Who has broken the glass?
Passive: By whom has the glass been broken?
সূত্র: A passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 day ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
I asked Javed had he passed.
B
I asked Javed if he had passed.
C
I asked Javed if you had passed.
D
I asked Javed that had he passed.
• Correct sentence: I asked Javed if he had passed.
- Interrogative sentence এর direct narration কে indirect narration এ পরিবর্তন করার সময় reported speech এর পূর্বে if বা whether বসে।
ক) I asked Javed had he passed.
- বাক্যটি ভুল।
- Because it lacks the conjunction "if" or "whether" to introduce the reported question. In English, when forming reported questions, the word order changes, and the subject follows the verb, but in this case, "had he passed" is in the wrong order.
খ) I asked Javed if he had passed
- বাক্যটি সঠিক।
- The conjunction "if" introduces the reported question, and the word order follows the correct structure for reported speech: subject + auxiliary verb + subject + main verb.
গ) I asked Javed if you had passed
- বাক্যটি ভুল।
- কারণ এখানে "he" এর জায়গায় "you" এর ব্যবহার হয়েছে।
- বাক্যের subject এর সাথে pronoun এর মিল থাকতে হবে যা হলো "Javed."
ঘ) I asked Javed that had he passed
- বাক্যটি ভুল।
- Because it uses "that" instead of "if" to introduce the reported question. In reported speech, we typically use "if" or "whether" to introduce a reported question, not "that."

0
Updated: 2 months ago