Which of the following sentences is the correct one?
A
Paper is made of wood.
B
Paper is made from wood.
C
Paper is made by wood.
D
Paper is made on wood.
উত্তরের বিবরণ
✅ সঠিক বাক্য: Paper is made from wood.
🔹 যখন কোনো বস্তু তৈরির পর তার মূল উপাদানটি দৃশ্যমান এবং একই অবস্থায় থাকে, তখন made of ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
-
The table is made of wood.
-
The ring is made of gold.
এখানে টেবিল ও আংটিটি তৈরি হলেও কাঠ ও সোনার অবস্থা অপরিবর্তিত রয়েছে, তাই made of ব্যবহৃত হয়েছে।
🔹 অপরদিকে, যদি কোনো কিছু তৈরির পর তার উপাদানটি আর দেখা না যায় বা উপাদানের রূপান্তর ঘটে, তাহলে made from ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Paper is made from wood.
-
Glass is made from sand.
কাগজ বা কাঁচ তৈরি হলেও কাঠ বা বালির মূল রূপ সেখানে আর দৃশ্যমান নেই, বরং তা পরিবর্তিত হয়েছে। তাই এখানে made from প্রযোজ্য।

0
Updated: 1 month ago
The only error in the sentence '' One of the recommendation made by the committee was accepted by the authorities'' is-
Created: 4 weeks ago
A
recommendation
B
was
C
accepted by
D
committee
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - recommendation.
- এখানে, recommendations বসলে বাক্যটি সঠিক হবে।
Correct sentence: One of the recommendations made by the committee was accepted by the authorities.
Bangla: কমিটির দ্বারা করা সুপারিশগুলোর মধ্যে একটি কর্তৃপক্ষের দ্বারা গৃহীত হয়েছিল।
বাক্যের ভুলটি হলো "recommendation" singular রাখা হয়েছে, যেখানে এটি plural "recommendations" হওয়া উচিত।
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই recommendation এর স্থলে recommendations হবে।
Example: One of the birds was shot dead on the spot.

0
Updated: 4 weeks ago
Identify the correct sentence?
Created: 3 weeks ago
A
Yesterday, he has gone home
B
Yesterday, he did gone home
C
Yesterday, he had gone home
D
Yesterday, he went home
সঠিক উত্তর হবে Yesterday, he went home
• বাক্যের শেষে 'yesterday' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে।
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
• Past Indefinite Tense এর structure হবে:
- Subject + did + V1 + extension +?

0
Updated: 3 weeks ago
What is the synonym of 'Competent'?
Created: 4 months ago
A
Circumspect
B
Discrete
C
Capable
D
Prudent
• Competent:
English meaning: able to do something well.
Bangla meaning: উপযুক্ত; সক্ষম; দক্ষ।
• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Circumspect - কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক।
খ) Discrete - পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
গ) Capable - শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
ঘ) Prudent - সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capable শব্দটি Competent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 months ago