Choose the word that represents the feminine gender from the list below.
A
Sow
B
Drake
C
Buck
D
Sire
উত্তরের বিবরণ
The 'feminine gender' is – গ) Sow।
-
Sow (Noun)
-
English Meaning: an adult female swine
-
Bangla Meaning: পূর্ণবয়স্ক শূকরী
-
Masculine Form: Boar
-
-
Other Options:
-
Sire (কোনো পশুর জনক) → Feminine Gender: Dame
-
Buck (পুরুষ জাতীয় হরিণ) → Feminine Gender: Doe
-
Drake (পাতিহাঁস) → Feminine Gender: Duck
-

0
Updated: 16 hours ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Proceding
B
Proclamation
C
Proffession
D
Protactor
Correct Spelling: Proclamation
• Answer:
-
খ) Proclamation
• Proclamation (Noun)
-
English Meaning: A public or official announcement dealing with a matter of great importance.
-
Bangla Meaning: ঘোষণা-পত্র; ইশতাহার; প্রচার
• Other Options:
-
ক) Proceding → Proceeding — কর্মপন্থা; কাজের ধারা; আচরণ
-
গ) Proffession → Profession — পেশা; জীবিকা (বিশেষত যে জীবিকায় উচ্চমানের শিক্ষাদীক্ষা ও বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন; যেমন আইন, স্থাপত্য, চিকিৎসা)
-
ঘ) Protactor → Protector — রক্ষক; সংরক্ষক; রক্ষাকারী বস্তু বা ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
One of the four sentences given in each question is grammatically wrong. That alternative is your answer:
Created: 2 months ago
A
He has no desire for fame.
B
I intend going to Rajshahi.
C
He is too miserly to part with his money.
D
He has invited me for dinner.
ভুল বাক্য
I intend going to Rajshahi.
এই বাক্যটি ভুল। কারণ intend ক্রিয়ার পর to + verb-এর মূল রূপ (infinitive) বসে।
সঠিক বাক্য:
I intend to go to Rajshahi.
বাংলা অর্থ: আমি রাজশাহী যাওয়ার ইচ্ছা রাখি।
intend (verb) মানে:
-
ইচ্ছা করা
-
মনস্থ/সংকল্প করা
-
কোনো কাজ করার অভিপ্রায় থাকা
অন্য সঠিক বাক্যগুলোর বিশ্লেষণ:
(ক) He has no desire for fame.
বাংলা অর্থ: তার খ্যাতির প্রতি কোনো ইচ্ছা নেই।
এখানে desire for মানে হলো: কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বা ইচ্ছা।
(গ) He is too miserly to part with his money.
বাংলা অর্থ: সে এতটাই কৃপণ যে তার টাকা খরচ করতে চায় না।
too...to গঠন বোঝায় – “এতটাই...যে...না”।
(ঘ) He has invited me for dinner.
বাংলা অর্থ: সে আমাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
invite এর পরে to বা for প্রিপজিশন বসে (উদ্দেশ্য অনুযায়ী)।

0
Updated: 2 months ago
Which of the following is the correct definition of a Fable?
Created: 3 weeks ago
A
A long narrative poem about heroic deeds
B
A short story with a moral lesson, often using animals
C
A play mixing both comedy and tragedy
D
A lyrical poem with fourteen lines
Fable হলো ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত গল্প শেষে একটি moral lesson লেখা থাকে। উদাহরণস্বরূপ, Aesop’s Fables (যেমন The Fox and the Grapes, The Hare and the Tortoise), ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং La Fontaine-এর ফরাসি ফেবল।
Fable সহজ ভাষায় লেখা হয় এবং শিশুদের শিক্ষার জন্য উপযুক্ত। প্রতিটি চরিত্র প্রতীকী অর্থ বহন করে— যেমন শেয়াল চালাকি বোঝায়, কচ্ছপ ধৈর্য ও অধ্যবসায় বোঝায়। Fable শুধু বিনোদনই দেয় না, বরং মানুষের জীবনে শিক্ষণীয় মূল্যবোধ শেখায়।

0
Updated: 3 weeks ago