Choose the best option.
They approached the old ruins with __________, unsure of what they might find.
A
enthusiasm
B
indifference
C
bravado
D
trepidation
উত্তরের বিবরণ
Complete Sentence: They approached the old ruins with trepidation, unsure of what they might find।
-
Option Analysis:
-
ক) enthusiasm (উৎসাহ)
-
মানে: অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কিছু করার মনোভাব
-
উদাহরণ: "She showed great enthusiasm for the project."
-
এখানে তারা অনিশ্চয়তা ও সন্দেহ নিয়ে এগোচ্ছে, তাই উৎসাহ উপযুক্ত নয়।
-
-
খ) indifference (উদাসীনতা)
-
মানে: কোনও ব্যাপারে আগ্রহ বা উদ্বেগ না থাকা
-
উদাহরণ: "His indifference to danger was alarming."
-
তারা ভীত বা অনিশ্চিত, তাই উদাসীন হওয়ার মানসিকতা মানানসই নয়।
-
-
গ) bravado (বাহাদুরি প্রদর্শন)
-
মানে: ভয় ঢাকতে বা প্রভাব ফেলতে সাহসী ছলনা বা বড়াই
-
উদাহরণ: "He acted with bravado, hiding his fear."
-
এখানে তারা সতর্ক ও অনিশ্চিত, তাই bravado প্রযোজ্য নয়।
-
-
ঘ) trepidation (ভয়, উদ্বেগ)
-
মানে: ভীতি বা সন্দেহজনক উদ্বেগ নিয়ে এগিয়ে যাওয়া
-
উদাহরণ: "She entered the dark room with trepidation."
-
এটি পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ তারা অনিশ্চিত ও ভীত ছিল।
-
-
-
সঠিক উত্তর: ঘ) trepidation

0
Updated: 16 hours ago
What is the Bangla meaning of "Haste makes waste"?
Created: 1 week ago
A
দুধের সাধ ঘোলে মেটানো।
B
তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
C
যিনি কাজে উদার তিনিই সুন্দর।
D
আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে।
Haste makes waste একটি প্রবাদ যা বোঝায় যে খুব দ্রুত কাজ করার ফলে প্রায়ই ভুল হয় বা ফলাফল ভালো হয় না। এটি ধৈর্য ও সাবধানতার গুরুত্বকে নির্দেশ করে।
-
Haste makes waste
English Meaning: Acting too quickly often leads to mistakes or poor results
Bangla Meaning: তাড়াহুড়ায় জিনিস খারাপ হয় -
Correct Answer: খ) তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়
-
Other Options:
ক) Have to be satisfied with an inferior substitute → দুধের সাধ ঘোলে মেটানো
গ) Handsome is as/that handsome does → যিনি কাজে উদার তিনিই সুন্দর / কাজের মধ্যেই প্রকৃত সৌন্দর্য নিহিত
ঘ) He who spits against the wind spits against his own face → আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে -
Source:

0
Updated: 1 week ago
She looked at me as if she _______ my secret.
Created: 1 week ago
A
had discovered
B
will discover
C
discover
D
discovers
Correct answer: She looked at me as if she had discovered my secret।
As if / As though যুক্ত sentence এর ব্যবহার:
-
যদি As if / As though এর পূর্বে Present Indefinite Tense থাকে, তাহলে as if / as though এর পরে Past Indefinite Tense ব্যবহার হয়।
-
উদাহরণ: He talks as though he knew everything।
-
Be verb থাকলে সবসময় were হবে।
-
-
যদি As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকে, তাহলে as if / as though এর পরে Past Perfect Tense ব্যবহার হয়।
-
উদাহরণ: She smiled as if she had won the lottery।
-
প্রদত্ত বাক্যে:
-
looked → Past Indefinite, তাই as if এর পরে had discovered (Past Perfect) ব্যবহার করা হয়েছে।

0
Updated: 1 week ago
Choose the correct tense-
Created: 2 months ago
A
Javed was so exhausted that he lain down for a sleep.
B
Javed was so exhausted that he had laid down for a sleep.
C
Javed was so exhausted that he was lying down for a sleep.
D
Javed was so exhausted that he will lay down for a sleep.
• সঠিক বাক্যটি হচ্ছে - Javed was so exhausted that he was lying down for a sleep.
- This sentence uses the past continuous tense "was lying," which correctly describes an ongoing action in the past, fitting the context of Javed being exhausted and lying down.
• Lie - শয়ন করা, অবস্থান করা।
- এর past form হচ্ছে - Lay এবং participle form হচ্ছে - Lain.
• অন্যদিকে, Lay - স্থাপন করা, ডিম পাড়া।
- এর past form এবং participle form হচ্ছে - Laid.
অপশন অনুযায়ী,
ক) বাক্যটি ভুল কারণ এখানে past participle lain ব্যাবহৃত হলেও তার পূর্বে have বসে নি।
- সঠিক বাক্য - Javed was so exhausted that he had lain down for a sleep.
খ) তে laid down ব্যাবহৃত হয়েছে যার অর্থ ডিম পারা যার সাথে ঘুমানোর কোনো সম্পর্ক নেই।
ঘ) অপশনে tense এর ভুল ব্যাবহার হয়েছে।

0
Updated: 2 months ago