চলিত রীতির শব্দ কোনটি?
A
শুষ্ক
B
শুকনা
C
তুলা
D
তুলো
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলো সাহিত্যিক রূপে কম ব্যবহৃত হয়, কিন্তু কথ্য ও চলতি রীতিতে বেশি ব্যবহৃত হয়।
-
শুষ্ক = সাহিত্যিক শব্দ
-
শুকনা = প্রচলিত/কথ্য শব্দ
-
তুলা = সংস্কৃতঘেঁষা, সাহিত্যিক শব্দ
-
তুলো = চলতি রীতি/কথ্য শব্দ
অতএব, সঠিক উত্তর "তুলো"।

0
Updated: 17 hours ago
পাউরুটি কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
পাঞ্জাবি
B
ফরাসি
C
গুজরাটি
D
পর্তুগিজ
কিছু পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, গামলা, চাবি, জানালা, বালতি, বোতাম, মাস্তুল, সাবান।

0
Updated: 2 months ago
ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
Created: 23 hours ago
A
সাধুরীতি
B
চলিতরীতি
C
কথ্যরীতি
D
বানানরীতি
চলিতরীতি হলো তদ্ভব শব্দ বহুল। চলিতরীতির অনেকগুলো বৈশিষ্টের মধ্যে এটি অন্যতম। আরও কিছু বৈশিষ্ট হলো- ক) চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
খ) এ রীতি তদ্ভব শব্দবহুল। গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী । ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।

0
Updated: 23 hours ago
ভাষার মূল উপকরণ কী?
Created: 1 month ago
A
বাক্য
B
ধ্বনি
C
শব্দ
D
বর্ন
ভাষার মূল ভিত্তি – ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক/মূল উপাদান – ধ্বনি। ভাষার মূল উপকরণ – বাক্য। ভাষার প্রাণ – অর্থবোধক বাক্য।

0
Updated: 1 month ago