‘রাজপথ’-এর ব্যাসবাক্য কোনটি হবে?
A
পথের রাজা
B
রাজার পথ
C
রাজা নির্মিত পথ
D
রাজাদের পথ
উত্তরের বিবরণ
‘রাজপথ’ এর ব্যাসবাক্য পথের রাজা। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে বসে। যেমন: পথের রাজা = রাজপথ, হাঁসের রাজা = রাজহাঁস।

0
Updated: 17 hours ago
’আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে।’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
Created: 2 weeks ago
A
উপহার
B
অনন্ত প্রেম
C
ব্যক্ত প্রেম
D
শেষ উপহার
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’ কবিতা থেকে উদ্ধৃত— “আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে।” এই কবিতাটি তাঁর মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত।
মানসী কাব্যগ্রন্থ সম্পর্কে তথ্য
-
রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৮৯০ সালে।
-
এটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক গ্রন্থ হিসেবে স্বীকৃত।
-
কবি বুদ্ধদেব বসু একে বলেছেন— “রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব”।
-
এতে মোট ৬৬টি কবিতা সংকলিত হয়েছে।
-
কাব্যগ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন: “নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।”
মানসী কাব্যের উল্লেখযোগ্য কবিতাসমূহ
-
উপহার
-
নিস্ফল উপহার
-
ক্ষণিক মিলন
-
নিস্ফল কামনা
-
অহল্যার প্রতি
-
নবদম্পতির প্রেমালাপ
-
মানসিক অভিসার
-
পুরুষের উক্তি
-
নারীর উক্তি
-
ব্যক্ত প্রেম
-
গুপ্ত প্রেম
-
অনন্ত প্রেম
-
শেষ উপহার ইত্যাদি
উৎস:

0
Updated: 2 weeks ago
‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
Created: 3 weeks ago
A
পাঞ্জাবি
B
পর্তুগীজ
C
গুজরাটি
D
ফরাসি
আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি পর্তুগিজ শব্দ।

0
Updated: 3 weeks ago
বাংলা স্বরবর্ণের ‘কার’ চিহ্ন কয়টি?
Created: 1 month ago
A
৮টি
B
১০টি
C
৪টি
D
৬টি
স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ
-
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ: কার
-
স্বরবর্ণে কার আছে ১০টি
-
'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই → তাই 'অ' একটি নিলীন বর্ণ
-
-
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ: ফলা
-
ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬টি
-
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago