কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?
A
অজ
B
নর
C
কবিরাজ
D
কবি
উত্তরের বিবরণ
কতগুলো শব্দ কেবল পুরুষবাচক বোঝায়, এদের কোন স্ত্রীবাচক হয় না। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

0
Updated: 17 hours ago
শুদ্ধ বানান নির্ণয় করুন-
Created: 1 week ago
A
বুদ্ধিজীবি
B
গোধূলী
C
অন্তর্জগত
D
প্রোজ্জ্বল
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী শুদ্ধ ও অশুদ্ধ বানান পার্থক্য ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো।
-
শুদ্ধ বানান: প্রোজ্জ্বল
-
অশুদ্ধ বানান ও সংশোধিত শুদ্ধ রূপ:
-
গোধূলি → গোধূলী
-
বুদ্ধিজীবি → বুদ্ধিজীবী
-
অন্তর্জগৎ → অন্তর্জগত
-
উৎস:

0
Updated: 1 week ago
কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
Created: 21 hours ago
A
বিদ্বান
B
গায়ক
C
কোকিল
D
দাদা
গায়ক - গায়িকা, কোকিল - কোকিলা, দাদা - দাদি এগুলো লিঙ্গের সাধারণ নিয়মে গঠিত হয়েছে। 'বিদ্বান - বিদুষী' - ব্যতিক্রম।

0
Updated: 21 hours ago
ম-এর উচ্চারণ [অঁ]-এর মতো হয়েছে নিচের কোন শব্দে?
Created: 2 weeks ago
A
স্মরণ
B
যুগ্ম
C
জন্ম
D
গুল্ম
ম বর্ণের সাধারণ উচ্চারণ [ম]। তবে শব্দে ম-ফলার অবস্থান অনুযায়ী এর উচ্চারণ ভিন্ন হয়ে থাকে। শব্দের প্রথম বর্ণে ম-ফলা থাকলে উচ্চারণে [অঁ]-এর মতো ধ্বনি শোনা যায়।
উদাহরণ
-
শ্মশান [শঁশান্]
-
স্মরণ [শঁরোন্]
শব্দের মধ্যে ম-ফলা থাকলে বর্ণ উচ্চারণে সাধারণত দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক ধ্বনি যুক্ত হয়।
উদাহরণ
-
আত্মীয় [আত্তিঁয়ো]
-
পদ্ম [পদ্দোঁ]
তবে কিছু ক্ষেত্রে ম-ফলায় ম্ ধ্বনির আসল উচ্চারণ অক্ষুণ্ন থাকে।
উদাহরণ
-
যুগ্ম [জুগ্মো]
-
জন্ম [জন্মো]
-
গুল্ম [গুল্মো]
উৎস:

0
Updated: 2 weeks ago