কোন বানানটি সঠিক?
A
উষা
B
কিংবদন্তি
C
আমীন
D
বিদেশী
উত্তরের বিবরণ
উষা → ভুল, সঠিক বানান হবে ঊষা।
-
কিংবদন্তি → সঠিক।
-
আমীন → ভুল, সঠিক বানান হবে আমিন।
-
বিদেশী → ভুল, সঠিক বানান হবে বিদেশি।
তাই সঠিক উত্তর: খ) কিংবদন্তি।

0
Updated: 17 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
মূমূর্ষু
B
মূমুষু
C
মুমূর্ষু
D
মুমুর্ষূ
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 2 weeks ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 3 weeks ago
A
তিরস্কার
B
অধঃগতি
C
বিশ্রুতি
D
উদ্গিরণ
অশুদ্ধ বানান: অধঃগতি
শুদ্ধ বানান: অধোগতি
শ্রেণী: বিশেষ্য পদ
শব্দের অর্থ: নিম্নগতি, অধঃপতন
অন্যান্য প্রাসঙ্গিক শব্দ: উদ্গিরণ, বিশ্রুতি, তিরস্কার
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 3 weeks ago
'আনমনা' শব্দের 'আন' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 3 weeks ago
A
বিক্ষিপ্ত
B
কম
C
আধা
D
অভাব
১. উপসর্গ ‘আন’
অর্থ ও ব্যবহার:
-
‘না’ অর্থে: যেমন আনকোরা
-
‘বিক্ষিপ্ত’ অর্থে: যেমন আনচান, আনমনা
২. খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব (খাঁটি) উপসর্গ মোট ২১টি, যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
দ্রষ্টব্য:
-
উপরের তালিকার মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও দেখা যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 weeks ago