‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
A
উৎকৃষ্ট
B
অপকৃষ্ট
C
নিকৃষ্ট
D
অপকর্ষ
উত্তরের বিবরণ
‘উৎকর্ষ’ অর্থ হলো শ্রেষ্ঠত্ব, উৎকৃষ্টতা বা উন্নতির চূড়ান্ত অবস্থা।
-
এর বিপরীতার্থক শব্দ হবে অবনতি, অধঃপতন বা শ্রেষ্ঠত্বহীনতা।
-
“অপকর্ষ” মানে হলো অধঃপতন বা অবনতি, যা ‘উৎকর্ষ’-এর বিপরীতার্থক।
তাই সঠিক উত্তর: অপকর্ষ (ঘ)

0
Updated: 17 hours ago
'গরীয়ান' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
গরিয়সিনী
B
গরিয়ানী
C
গরিয়াসী
D
গরীয়সী
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ
১. ‘তা’ → ‘ত্রী’
যেসব পুরুষবাচক শব্দের শেষে তা থাকে, স্ত্রীবাচক রূপে তা ত্রী হয়।
-
নেতা → নেত্রী
-
কর্তা → কর্ত্রী
-
শ্রোতা → শ্রোত্রী
-
ধাতা → ধাত্রী
২. অত্ / বান্ / মান / ঈয়ান রূপান্তর
-
অত্ → অতী
-
সৎ → সতী
-
মহৎ → মহতী
-
-
বান্ → বতী
-
গুণবান → গুণবতী
-
রূপবান → রূপবতী
-
-
মান → মতি
-
শ্রীমান → শ্রীমতী
-
বুদ্ধিমান → বুদ্ধিমতী
-
-
ঈয়ান → ঈয়সী
-
গরীয়ান → গরীয়সী
-
৩. অন্যান্য বিশেষ রূপান্তর
-
সম্রাট → সম্রাজ্ঞী
-
রাজা → রানি
-
যুবক → যুবতী
-
শ্বশুর → শ্বশ্রু
-
নর → নারী
-
বন্ধু → বান্ধবী
-
দেবর → জা
-
শিক্ষক → শিক্ষয়িত্রী
-
স্বামী → স্ত্রী
-
পতি → পত্নী
-
সভাপতি → সভানেত্রী

0
Updated: 1 month ago
অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
অননাবিল
B
আবিল
C
আবিলতা
D
অনাগত

0
Updated: 2 months ago
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ-
Created: 1 week ago
A
হরণ
B
হরিষ
C
বিষাদ
D
সুধা
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ হলো সুধা / অমৃত। এখানে শব্দদ্বয়ের অর্থ ভিন্ন হলেও তারা পরস্পরের বিপরীতার্থক রূপে ব্যবহৃত হয়।
-
হলাহল: কাল-কূট; দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ
-
সুধা: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল
অন্যদিকে আরও কিছু বিপরীতার্থক শব্দ হলো—
-
হর্ষ/হরিষ: বিষাদ
-
হরণ: পূরণ
উৎস:

0
Updated: 1 week ago