‘অন্ধজনে দেহ আলো।’- বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি?
A
কর্মে ৭মী
B
কর্মে ২য়া
C
সম্প্রদানে ৭মী
D
সম্প্রদানে ৪র্থী
উত্তরের বিবরণ
অন্ধজনে দেহ আলো। এখানে, অন্ধজনে - সম্প্রদান কারকে সপ্তমী। কারণ, যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয় - ব্যক্তিই সম্প্রদান কারক। এইজন্য অন্ধজন সম্প্রদান কারক আর "এ" হচ্ছে ৭মী বিভক্তি। তাই সম্প্রদানে ৭মী বিভক্তি।

0
Updated: 17 hours ago
‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 months ago
A
করণে ৭মী
B
কর্মে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার: মুখ্যকর্ম গৌণকর্ম। যেমন: বাবা আমাকে (গৌণকর্ম) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়), য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।

0
Updated: 2 months ago
‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 4 weeks ago
A
কর্তায় ৭মী
B
কর্মে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
ক্রিয়াপদকে ধরে কোথায়, কোন স্থান্ কখন, কোন সময্ কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। এখানে 'পড়াশোনায় মন দাও' বাক্যে 'কোথায় বা কোন বিষয়ে মন দাও? এর উত্তরে পাওয়া যাবে 'পড়াশোনায়'। সুতরাং এটি অধিকরণ কারক। আবার এটির সাথে 'য়' থাকায় এটি সপ্তমী বিভক্তি।

0
Updated: 4 weeks ago
‘আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে?’ ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 3 days ago
A
কর্তায় ৭মী
B
কর্মে ৭মী
C
করণে ৭মী
D
অপাদানে ৭মী
“আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” – “রাঘবে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
সপ্তমী বা এ বিভক্তি 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।' লোকমুখে শুনেছি। তিলে তৈল হয়। দুধে দই হয়। খেঁজুর রসে গুড় হয়। পাপে বিরত হও।

0
Updated: 3 days ago