A
the bridge is broken
B
the bridge would break
C
the bridge had broken
D
the bridge had been broken
উত্তরের বিবরণ
সঠিক বাক্য গঠনের জন্য প্রাসঙ্গিক নিয়ম
-
প্রদত্ত বাক্যটি ছিল: "What would have happened if the bridge had been broken?"
-
এটি একটি Third Conditional (বা Perfect Conditional) বাক্যের উদাহরণ।
• Third Conditional বাক্যের কাঠামো অনুযায়ী:
-
যদি If-Clause-এ Past Perfect Tense (had + verb-এর past participle) থাকে, তাহলে Main Clause-এ would have/could have + verb-এর past participle বসে।
-
যদি ঘটনাটি passive voice-এ প্রকাশ পায়, তবে If-Clause-এ ব্যবহার হয়: had been + past participle।
• কাঠামো (Structure):
If + Past Perfect Tense
→ would have/could have + past participle
উদাহরণ:
-
If you had studied, you would have passed.
-
What would have happened if the train had been delayed?
• উল্লেখযোগ্য বিষয়:
-
মূল বাক্যে clause-এর অবস্থান অদল-বদল করা হয়েছে, অর্থাৎ "would have happened" আগে এসেছে এবং "if the bridge had been broken" পরে বসেছে।
-
যেহেতু bridge নিজে নিজে কাজ করে না, এটি একটি passive construction।
-
তাই, "if" clause-টি হবে: If the bridge had been broken, যেখানে had been + broken passive structure নির্দেশ করে।

0
Updated: 1 week ago
If we want concrete proof, we are looking for___.
Created: 1 day ago
A
Building material
B
Something to cover a path
C
Clear evidence
D
A cement Mixer
নিশ্চিত প্রমাণ বলতে আমরা এমন প্রমাণ বুঝি যা সন্দেহের সুযোগ রাখে না। আর ‘clear evidence’ মানে হলো স্পষ্ট এবং সহজে বোঝা যায় এমন প্রমাণ।
‘Concrete proof’ শব্দবন্ধে ‘concrete’ শব্দটি ‘নির্দিষ্ট’ বা ‘মজবুত’ অর্থে ব্যবহৃত হয়, তাই এর পরে ‘proof’ দিলে বুঝায় স্পষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ। কিন্তু ‘concrete proof’ পাওয়া গেলে অবশ্যই ‘clear evidence’ থাকতে হবে।
তাই নিচের বাক্যে খালি জায়গায় সঠিক উত্তর হবে ‘clear evidence’।
সম্পূর্ণ বাক্য:
If we want concrete proof, we are looking for clear evidence.

0
Updated: 1 day ago
Don't make a noise while your father_______.
Created: 2 weeks ago
A
is being asleep
B
is sleeping
C
asleep
D
has slept
• "While" ব্যবহৃত হলে দুটি কাজ একসাথে চলার ধারণা দেয়।
-
যদি while এর আগে বাক্যটি past indefinite কালে হয়, তাহলে পরবর্তী অংশটি সাধারণত past continuous টেন্সে হয়।
-
আবার, যদি while দিয়ে শুরু হওয়া অংশটি past continuous হয়, তবে অপর অংশটি past indefinite হয়।
• নিয়ম অনুযায়ী সঠিক ক্রিয়াপদ হবে — is sleeping.
পূর্ণ বাক্য: Do not make a noise while your father is sleeping.

0
Updated: 2 weeks ago
Your conduct admits ________ no excuse.
Created: 5 days ago
A
to
B
for
C
of
D
at
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: Your conduct admits of no excuse.
• Admit of (phrasal verb)
English Meaning: to allow something or make it possible.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।
Example:
1. Your conduct admits of no excuse.
2. A question that admits of two possible answers.
• Admit to (phrasal verb)
English Meaning: admitted to; admitting to; admits to.
Bangla Meaning: স্বীকার করা; স্বীকারোক্তি করা।
Example:
1. He reluctantly admitted to knowing her.
2. He admitted to his guilt.
Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 5 days ago