None but the brave deserves the fair. Here, 'but' is a/an-
A
Pronoun
B
Adverb
C
Preposition
D
Conjunction
উত্তরের বিবরণ
বাক্য “None but the brave deserve the fair”–এ but শব্দটির কাজ হলো “except” বোঝানো, অর্থাৎ সাহসী ছাড়া কেউ সুন্দরী পাওয়ার যোগ্য নয়। এখানে but = except হলে এটি Preposition হিসেবে ব্যবহৃত হয়।
ইংরেজিতে but শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে:
-
But (Pronoun): Nobody but has his fault.
এখানে but অর্থে “that not” বা “who not” ব্যবহৃত হয়েছে। -
But (Preposition): No one there but me.
অর্থ: আমি ছাড়া ওখানে আর কেউ ছিল না। এখানে but = except; apart from; other than। -
But (Adverb): You can but request.
English অর্থ: only; no more than
Bangla অর্থ: শুধু; কেবল; মাত্র
অর্থাৎ মাত্র বা কেবল বোঝাতে but adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। -
But (Noun): But me no buts.
এখানে buts অর্থ: কোনো আপত্তি বা যুক্তি (an objection; an argument against something)। -
But (Verb): But me no buts.
প্রথম But টি verb হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি imperative sentence–এর শুরুতে। অর্থ: কোনো আপত্তি করা বা ‘কিন্তু’ বলা বন্ধ করতে নির্দেশ দেওয়া।

0
Updated: 17 hours ago
He had left the office before the manager _____.
Created: 3 weeks ago
A
had arrived
B
arrived
C
arrives
D
have arrived
• প্রশ্নটি করা হয়েছে Before যুক্ত বাক্যের গঠন-এর উপর ভিত্তি করে।
Before যুক্ত বাক্যের গঠন:
-
Past perfect + before + Past indefinite
-
'Before' conjunction যুক্ত sentence-এ before এর পূর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite tense হয়।
Sentence Correction:
-
He had left the office before the manager arrived.
-
বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite tense হওয়াতে সঠিক হয়েছে।
আরও উদাহরণ:
-
যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause-এ present indefinite tense হবে।
-
উদাহরণ: We shall have reached the school before the bell rings.

0
Updated: 3 weeks ago
'The French' refers to-
Created: 1 month ago
A
the French people
B
the French language
C
the French manners
D
the French society
The French refers to - The French People.
French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।
• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।
• Article এর নিয়মানুযায়ী -
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
What is a limerick in literature?
Created: 1 month ago
A
A five-line humorous poem with a specific rhyme
B
An eight-line love poem
C
A six-line ballad sung with music
D
A Japanese poetic form
Limerick
Definition:
-
English: A light or humorous five-line poem.
-
Bangla: কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া।
-
এটি একটি পাঁচ লাইনের মজার ছড়া, যার রাইম স্কিম aabba।
-
সাধারণত হাস্যরসপূর্ণ, অল্প বোকামি বা কিছুটা রূঢ় কণ্ঠের হতে পারে।
-
ইংরেজিতে লিমেরিকের প্রথম সংকলন প্রায় 1820 সালের দিকে প্রকাশিত হয়।
Example of a Limerick
There was an Old Man who supposed
That the street door was partially closed;
But some very large rats
Ate his coats and his hats,
While that futile Old Gentleman dozed.
Sources:
-
Britannica
-
Merriam-Webster Dictionary

1
Updated: 1 month ago