'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ কী হবে?
A
উৎপীল
B
কুশীলব
C
কুলীন
D
সানীন
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• নাটকের পাত্রপাত্রী - কুশীলব।
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যা মর্ম স্পর্শ করে – মর্মস্পর্শী।
- যা বলার যোগ্য নয় – অকথ্য।
- যা অতি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না – অজ্ঞাতকুলশীল ৷
- যার প্রকৃত বর্ণ ধরা যায় না – বর্ণচোরা।

0
Updated: 18 hours ago
'ইচ্ছা' এর প্রতিশব্দ—
Created: 2 weeks ago
A
পুলক
B
আহ্লাদ
C
পরিতোষ
D
বাঞ্ছা
• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।
অন্যদিকে,
• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

0
Updated: 2 weeks ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
Created: 2 weeks ago
A
রিমেহের নেগার
B
কাণ্ডারী হুশিয়ার
C
রাক্ষুসী
D
বাউন্ডেলের আত্মকাহিনী
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাতি অর্জন করেন। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
নজরুল তাঁর সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সমাদৃত। নজরুল ২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য
-
প্রথম প্রকাশিত গল্প: বাউণ্ডেলের আত্মকাহিনী, যা ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
গল্পগ্রন্থসমূহ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
উৎস:

0
Updated: 2 weeks ago
অপত্নীবাচক শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
ননদ
B
তেজস্বিনী
C
জেলেনি
D
দাদি
সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের:
- পত্নীবাচক,
- অপত্নীবাচক।
পত্নীবাচক:
স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়।
যেমন: পিতা - মাতা, চাচা - চাচি, দাদা - দাদি, জেলে - জেলেনি, গুরু - গুরুপত্নী, নন্দাই - ননদ ইত্যাদি।
অপত্নীবাচক:
স্বামী-স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।
যেমন:
খোকা - খুকি, ছাত্র - ছাত্রী, শিক্ষক - শিক্ষিকা, নেতা - নেত্রী, পাগল - পাগলি, তেজস্ব - তেজস্বিনী, বালক - বালিকা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

0
Updated: 3 weeks ago