জীবনানন্দ দাশের রচনা — "কবিতার কথা" কোন ধরনের সাহিত্যকর্ম?
A
প্রবন্ধগ্রন্থ
B
কবিতা
C
কাব্যগ্রন্থ
D
কাব্যনাট্য
উত্তরের বিবরণ
ChatGPT said:

0
Updated: 18 hours ago
'বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
Created: 2 months ago
A
কাব্য
B
নাটক
C
উপন্যাস
D
প্রবন্ধ
‘বীরবলের হালখাতা’:
- ‘বীরবলের হালখাতা’ তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য/প্রবন্ধ রচনা।
- প্রমথ চৌধুরী রচিত 'বীরবলের হালখাতা' ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এ গদ্য/প্রবন্ধ রচনায় তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
---------------------------
প্রমথ চৌধুরী:
- বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল’।
- বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
- তিনি মাসিক ‘সবুজপত্র’ (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।
• প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ:
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- প্রবন্ধ সংগ্রহ,
- তেল-নুন-লকড়ি ইত্যাদি।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- নীললোহিত ও
- আহুতি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
বেগম রোকেয়া রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
পদ্মরাগ
B
মতিচূর
C
নারীর মূল্য
D
পদ্মগোখরা
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর', যা মূলত উদ্দেশ্যমূলক প্রবন্ধসংকলন।
-
'মতিচূর' গ্রন্থ:
-
গ্রন্থের রচনাগুলোকে ঘৃতপক্ক মিষ্টান্নের মতো সুস্বাদু বলা হয়।
-
গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত, মোট প্রবন্ধের সংখ্যা ১৭টি।
-
প্রথম খণ্ডের ৭টি প্রবন্ধ: পিপাসা, স্ত্রীজাতির অবনতি, নিরীহ বাঙালি, অর্ধাঙ্গী, সুগৃহিণী, বোরকা, গৃহ।
-
দ্বিতীয় খণ্ডে: ১০ প্রবন্ধ সংকলিত হয়েছে।
-
-
রোকেয়া সাখাওয়াত হোসেন:
-
জন্ম ৯ই ডিসেম্বর ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
-
নারী জাগরণের পথিকৃৎ হিসেবে খ্যাত।
-
মুসলিম মেয়েদের সচেতনতা ও অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম প্রতিষ্ঠা করেন।
-
'Sultana’s Dream' গ্রন্থটি তিনি বাংলায় অনুবাদ করেন 'সুলতানার স্বপ্ন' নামে।
-
এই রচনা প্রতীকী এবং Lady Land বা নারীস্থান রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক।
-
-
উল্লেখযোগ্য রচনা:
-
মতিচূর (প্রবন্ধ)
-
Sultana’s Dream (নকশাধর্মী রচনা)
-
পদ্মরাগ (উপন্যাস)
-
অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ)
-
-
অন্যান্য সম্পর্কিত তথ্য:
-
'পদ্মগোখরা' – কাজী নজরুল ইসলাম রচিত গল্প
-
'পদ্মরাগ' – বেগম রোকেয়া রচিত উপন্যাস
-
'নারীর মূল্য' – শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধ গ্রন্থ
-

0
Updated: 3 weeks ago
জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে?
Created: 1 month ago
A
বিষ্ণু দে
B
বুদ্ধদেব বসু
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
সৈয়দ শামসুল হক
জীবনানন্দ দাশ
-
জন্ম: ১৮৯৯ সালে বরিশালে।
-
কাব্যধারা ও স্বীকৃতি:
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে “চিত্ররূপময়” আখ্যা দিয়েছেন।
-
অন্যান্য পরিচিতি: ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
-
বুদ্ধদেব বসু জীবনানন্দকে “নির্জনতম কবি” বলে অভিহিত করেছেন।
-
-
বিখ্যাত রচনা ও প্রবন্ধ
-
প্রবন্ধগ্রন্থ: “কবিতার কথা”, যেখানে উল্লেখযোগ্য উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”।
-
বিখ্যাত কাব্যগ্রন্থ:
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন (যার উপর আডগার এলেন পো-এর প্রভাব লক্ষ্য করা যায়)
-
ঝরা পালক
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা
-
মৃত্যুর পর প্রকাশিত: রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা
-
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago