তৎসম (সংস্কৃত) উপসর্গ হলো সেই উপসর্গ যা সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে এবং মূল শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থ সম্প্রসারিত বা নির্দিষ্ট করে।
-
তৎসম উপসর্গের সংখ্যা: ২০টি
-
উদাহরণ: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ
বাংলা উপসর্গ বাংলা ভাষার নিজস্ব উপসর্গ যা মোট একুশটি।
-
বাংলা উপসর্গসমূহ:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা