নিচের কোনটি ফারসি শব্দ?
A
ময়দা
B
কোর্মা
C
তারিখ
D
শরবতি
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ময়দা ফারসি শব্দ।
অন্যদিকে,
- কোর্মা তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
- তারিখ ও শরবতি আরবি ভাষা থেকে আগত শব্দ।

0
Updated: 19 hours ago
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
জেঠী
B
পাগলী
C
বেঙ্গামী
D
সৎমা
নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।

0
Updated: 4 weeks ago
বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
Created: 6 days ago
A
পদ
B
প্রাতিপাদিক
C
অক্ষ
D
বাক্য
বাংলা ব্যাকরণে—
-
প্রাতিপাদিক হলো মূল শব্দ বা ধাতু, যেখানে কোনো বিভক্তি যোগ হয়নি। যেমন: ঘর, জল, মানুষ।
-
যখন প্রাতিপাদিকের সাথে বিভক্তি যোগ হয়, তখন সেই শব্দকে বলা হয় পদ। যেমন:
-
ঘরে (ঘর + এ)
-
জলে (জল + এ)
-
মানুষের (মানুষ + এর)
-
অতএব, বিভক্তিযুক্ত শব্দই পদ।

0
Updated: 6 days ago
ব্যাস বাক্যের অপর নাম কী?
Created: 1 day ago
A
যৌগিক বাক্য
B
বিগ্রহ বাক্য
C
সমস্ত পদ
D
সমস্যমান পদ
ব্যাস বাক্য হলো সেই ধরণের বাক্য যা পদগুলোকে ভেঙে, বিশ্লেষণ করে বোঝা যায়। অর্থাৎ বাক্যটি গঠনমূলকভাবে ভেঙে-পরা যায়।
-
বাংলায় এমন বাক্যকে বলা হয় বিগ্রহ বাক্য। কারণ “বিগ্রহ” মানে হলো ভাঙা বা বিশ্লেষণ করা।
-
অন্য বিকল্পগুলো যেমন:
-
যৌগিক বাক্য: দুটি বা ততোধিক স্বতন্ত্র বাক্য মিলিয়ে তৈরি।
-
সমস্ত পদ: বাক্যের সব শব্দকে বোঝায়, কিন্তু নাম নয়।
-
সমস্যমান পদ: এরকম কোনো প্রচলিত নাম নেই।
-
সুতরাং, “ব্যাস বাক্য” এবং বিগ্রহ বাক্য একই অর্থ বহন করে।

0
Updated: 1 day ago