'পাখী সব করে রব রাতি পোহাইল' পঙ্ক্তির রচয়িতা_
A
রামনারায়ণ তর্করত্ন
B
বিহারী লাল
C
কৃষ্ণচন্দ্র মজুমদার
D
মদনমোহন তর্কালঙ্কার
উত্তরের বিবরণ
‘পাখী-সব করে রব, রাতি পোহাইল’— এই চরণটির স্রষ্টা মদনমোহন তর্কালঙ্কার, যিনি একাধারে কবি এবং সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন।
• পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিল্বগ্রামে জন্মগ্রহণকারী এই গুণী মানুষটির পারিবারিক পদবী ছিল ‘চট্টোপাধ্যায়’। তবে তিনি তর্কবিদ্যায় পাণ্ডিত্যের জন্য ‘তর্কালঙ্কার’ উপাধি লাভ করে সেই নামেই অধিক পরিচিতি অর্জন করেন।
• তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় ১৮৪৭ সালে ‘সংস্কৃত-যন্ত্র’ নামে একটি মুদ্রণ প্রতিষ্ঠান স্থাপন করেন। এই ছাপাখানা থেকেই প্রথমবারের মতো ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয়।
• কাব্যপ্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি সংস্কৃত কলেজ থেকে ‘কাব্যরত্নাকর’ উপাধিও লাভ করেন।
• তাঁর কিছু উল্লেখযোগ্য মৌলিক সাহিত্যকর্মের মধ্যে রয়েছে — রসতরঙ্গিণী এবং বাসবদত্তা।
• ১৮৫৮ সালের ৯ই মার্চ কলেরায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
তাঁর একটি বিখ্যাত কবিতা হলো ‘পাখী সব করে রব’, যেখানে ভোরবেলার প্রকৃতি, জীবনের গতি ও শিক্ষার প্রেরণা তুলে ধরা হয়েছে।
পাখী-সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুমকলি, সকলি ফুটিল।
রাখাল গরুর পাল, ল’য়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন, নিজ নিজ পাঠে।
তথ্যসূত্র: বাংলা পিডিয়া এবং ‘পাখী সব করে রব’ কবিতা।

0
Updated: 1 month ago
'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ করেন কোন লেখক?
Created: 1 month ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
সুভাষ মুখোপাধ্যায়
C
কাজী ইমদাদুল হক
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
তিনি ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
বঙ্কিমচন্দ্র ছিলেন একজন ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলা নবজাগরণের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
তাকে বাংলা উপন্যাসের পিতা বলা হয়।
-
তার প্রথম কাব্যগ্রন্থ ‘ললিতা তথা মানস’ ১৮৫৬ সালে প্রকাশিত হয়।
-
প্রথম উপন্যাস ‘রাজমোহনস ওয়াইফ’ ইংরেজিতে লিখিত।
-
বাংলা সাহিত্যের প্রথম সফল উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ ১৮৬৫ সালে তিনি রচনা করেন।
-
তার বিখ্যাত ত্রয়ী উপন্যাস হলো — আনন্দমঠ, দেবী চৌধুরানী, এবং সীতারাম।
-
তিনি ১৮৯৪ সালে মারা যান।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে আছে:
কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ ইত্যাদি।
তার লেখা প্রবন্ধের কিছু নাম:
লোকরহস্য, কমলাকান্তের দপ্তর, বিবিধ সমালোচনা, সাম্য, কৃষ্ণচরিত্র, ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।
অন্য কিছু উল্লেখযোগ্য লেখক:
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
-
সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯-২০০৩) কবি ও রাজনীতিবিদ, ১৯১৯ সালের ১২ ফেব্রুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্ম।
-
কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
Created: 2 months ago
A
বিদ্রোহী
B
আনন্দময়ীর আগমনে
C
কাণ্ডারী হুশিয়ার
D
অগ্রপথিক
কাজী নজরুল ইসলামের রচিত 'আনন্দময়ীর আগমনে' একটি প্রতিবাদী কবিতা, যা তাকে কারাবরণে বাধ্য করেছিল।
৭৯ লাইনের এই জ্বালাময়ী কবিতাটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদে ভরপুর। ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর ‘ধূমকেতু’ পত্রিকার পূজাবার্ষিকীতে কবিতাটি প্রকাশিত হলে, ব্রিটিশ সরকার এতে বিদ্রোহের গন্ধ পেয়ে নজরুলকে কুমিল্লা থেকে ৮ নভেম্বর গ্রেফতার করে।
কাজী নজরুল ইসলাম: বিদ্রোহ ও সাহিত্যের কবি
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তায় ছিলেন এক বিপ্লবী চিন্তার ধারক। তিনি জন্মগ্রহণ করেন ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
শৈশবে ‘দুখু মিয়া’ নামে পরিচিত এই কবি বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাত হন।
গানে ও কবিতায় সমান পারদর্শী নজরুল আধুনিক বাংলা সংগীত জগতে ‘বুলবুল’ নামে সুপরিচিত।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশী
-
ছায়ানট
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
সিন্ধু-হিন্দোল
-
চক্রবাক
-
ফণি-মনসা
-
প্রলয়-শিখা
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা' রচিয়তা-
Created: 3 months ago
A
রামনিধি গুপ্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
অতুল প্রসাদ সেন
D
সত্যেন্দ্রনাথ দত্ত
🔹 ‘মোদের গরব মোদের আশা / আ-মরি বাঙলা ভাষা’ — এই অনুপ্রেরণাদায়ী গানটি রচনা করেছিলেন অতুলপ্রসাদ সেন। ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের সময় এই গানটি আন্দোলনকারীদের মধ্যে প্রবল উদ্দীপনা জাগিয়েছিল।
🔹 অতুলপ্রসাদ সেন (জন্ম: ১৮৭১, ঢাকা):
-
তিনি একজন বিশিষ্ট কবি, গীতিকার ও সঙ্গীতশিল্পী ছিলেন।
-
বাংলা গানে তিনিই প্রথম ঠুমরির প্রয়োগ করেন।
-
‘মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা’ তাঁর বিখ্যাত দেশাত্মবোধক গান।
-
তাঁর গানের সংকলনগুলোর মধ্যে অন্যতম ‘কয়েকটি গান’ ও ‘গীতিগুচ্ছ’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 months ago