A
উপমিত
B
উপমান
C
উপমেয়
D
রূপক
উত্তরের বিবরণ
• উপমান বলতে বোঝায় সেই বস্তু বা ধারণাকে, যার সঙ্গে অন্য কিছুর তুলনা করা হয়।
• উপমেয় হলো সেই বস্তু বা বিষয়, যার তুলনা করা হচ্ছে অন্য কিছুর সঙ্গে।
• যখন প্রত্যক্ষ কোনো কিছুর সঙ্গে পরোক্ষ কোনো কিছুর তুলনা করা হয়, তখন যে জিনিসটি সরাসরি উপলব্ধি করা যায় সেটিই উপমেয় এবং যার মাধ্যমে তা বোঝানো হচ্ছে, সেটি উপমান।
• উপমান ও উপমেয় উভয়ের মধ্যে একটি মিল বা সাধারণ বৈশিষ্ট্য থাকা আবশ্যক।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago