'সংশপ্তক' উপন্যাসের রচয়িতা কে?
A
আলাউদ্দিন আল আজাদ
B
আবু ইসহাক
C
আল মাহমুদ
D
শহীদুল্লাহ কায়সার
উত্তরের বিবরণ
'সংশপ্তক' উপন্যাসটি শহীদুল্লাহ কায়সারের রচিত একটি মহাকাব্যিক সাহিত্যকর্ম, যা হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন এবং অসাম্প্রদায়িক জীবনবোধকে কেন্দ্র করে রচিত। উপন্যাসের নাম সংশপ্তক মহাভারত থেকে নেওয়া হয়েছে, অর্থ “যে সৈনিকেরা জীবন-মরণ পণ করে যুদ্ধে লড়ে।” বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিক সামাজিক ও ঐতিহাসিক ঘটনাগুলোও এতে সংযুক্ত করা হয়েছে।
-
মূল বিষয়: হিন্দু-মুসলিম সম্মিলিত জীবন, অসাম্প্রদায়িক মূল্যবোধ, সমাজের বিভিন্ন সংকট।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।
শহীদুল্লাহ কায়সার:
-
জন্ম: ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি, ফেনি।
-
পূর্ণ নাম: আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
-
জহির রায়হানের সহোদর।
-
ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ: পেশোয়ার থেকে তাসখন্দ।
-
স্মৃতিকথামূলক গ্রন্থ: রাজবন্দীর রোজনমাচা (১৯৬২ সালে প্রকাশিত)।
রচিত উপন্যাসসমূহ:
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
রচিত ভ্রমণবৃত্তান্ত:
-
পেশোয়ার থেকে তাসখন্দ
রচিত স্মৃতিকথা:
-
রাজবন্দীর রোজনমাচা

0
Updated: 18 hours ago
'নদী ও নারী' কার রচনা?
Created: 3 months ago
A
কাজী আব্দুল ওদুদ
B
আবুল ফজল
C
শামসুদ্দিন আবুল কালাম
D
হুমায়ুন কবির
‘নদী ও নারী’
‘নদী ও নারী’ হুমায়ুন কবির রচিত একটি কালজয়ী বাংলা উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯৪৫ সালে। এই একই বছরে এর ইংরেজি অনুবাদ ‘Men and Rivers’ শিরোনামে প্রকাশিত হয়।উপন্যাসটির পটভূমি গড়ে উঠেছে পদ্মা নদীঘেঁষা চরের মানুষের জীবন বাস্তবতাকে ঘিরে।
মূলত নজু মিয়া ও আসগর মিয়া নামের দুই বন্ধুর জীবনের নানা ঘাত-প্রতিঘাত, আবেগ-অনুভূতি, আশা-নিরাশার ছায়ায় এগিয়ে গেছে উপন্যাসের কাহিনি।
হুমায়ুন কবির এই উপন্যাসে বাঙালি মুসলমান সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন। পদ্মা নদীর গতিশীল চরাঞ্চল ও তার প্রভাবিত মানুষের জীবনধারা যেন এখানে সাহিত্যের রূপ পেয়েছে। ১৯৬৫ সালে এই উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মিত হয়, যা উপন্যাসটির গুরুত্বকে আরও প্রতিষ্ঠিত করে।
হুমায়ুন কবির: সংক্ষিপ্ত জীবনী
হুমায়ুন কবির ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী – তিনি একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও সাহিত্যিক। তাঁর জন্ম ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি, ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে। তাঁর পুরো নাম ছিল হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি 'চতুরঙ্গ' নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবেও খ্যাতি অর্জন করেন। ১৯৬৯ সালের ১৮ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
হুমায়ুন কবিরের সাহিত্যকর্ম
উপন্যাস:
-
নদী ও নারী (১৯৪৫)
কাব্যগ্রন্থ:
-
স্বপ্নসাধ
-
সাথী
-
অষ্টাদশী
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 3 months ago
মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?
Created: 1 week ago
A
খুলনা
B
যশোর
C
বরিশাল
D
সাতক্ষীরা
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন মহাকবি ও নাট্যকার, যিনি বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো:
-
তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক।
-
তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
-
প্রথমবার অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে।
-
অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো তিলোত্তমাসম্ভব কাব্য, যা সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
উৎস:

0
Updated: 1 week ago
রামমোহন রায় রচিত ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা কোনটি?
Created: 1 month ago
A
বেদান্তসার
B
গোস্বামীর সহিত বিচার
C
বেদান্তগ্রন্থ
D
ভট্টাচার্যের সহিত বিচার
বেদান্তগ্রন্থ
-
‘বেদান্তগ্রন্থ’ (১৮১৫) রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা।
-
বাংলাগদ্যের ইতিহাসে এই গ্রন্থটির ঐতিহাসিক মূল্য অসামান্য।
-
গ্রন্থের উদ্দেশ্য: পৌত্তলিকতা হিন্দু ধর্মের মুখ্য নয়, বরং ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য।
-
এই গ্রন্থ অবলম্বন করে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বাকবিতর্ক সৃষ্টি হয়।
রাজা রামমোহন রায়
-
বাংলার নবজাগরণের আদি পুরুষ, জন্ম: ১৭৭২ সালের ২২শে মে, হুগলী জেলার রাধানগর।
-
১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
-
কলকাতায় ২০ আগস্ট ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় তিনি ব্রাহ্মসমাজ স্থাপন করেন।
-
শিব প্রসাদ রায় ছদ্মনামে মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন।
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
বেদান্তগ্রন্থ
-
বেদান্তসার
-
ভট্টাচার্যের সহিত বিচার
-
গোস্বামীর সহিত বিচার
-
সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
-
গৌড়ীয় ব্যাকরণ প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago